সিগারেট খেলে কি নামাজ হবে

সিগারেট খেলে কি নামাজ হবে

সিগারেট হলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর একটি নেশাদার দ্রব্য। আমরা সবাই জানি যে সিগারেট খেলে আমাদের শরীরের পক্ষে অসম্ভব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটি জানার পরেও আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিয়মিতভাবে সিগারেট খেয়ে থাকেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সিগারেট খেলে কি নামাজ হবে? চলুন তাহলে আমরা এ বিষয়টি নিয়ে আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব।

সিগারেট খেলে কি নামাজ হবে

বিড়ি সিগারেট জর্দা গুল ইত্যাদি নিয়ে সাদা দ্রব্যের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো খেলে ইবাদত কবুল হবে না। এটাই ঠিক। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। এছাড়াও তিনি আরও বলেন যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প হারাম।

সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না, যে পর্যন্ত তোমরা যা বলো, তা বুঝতে না পারো। আর মুসাফির না হয়ে থাকলে অপবিত্র অবস্থায় নামাজের স্থান বা মসজিদেও যাবে না, যে পর্যন্ত না তোমরা গোসল করবে। 

তবে এসব স্থান অতিক্রম করা যাবে। আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচাগার থেকে আসো, অথবা তোমরা স্ত্রী গমন করো এবং এসব ক্ষেত্রে পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমাদের মুখ ও হাত মুছে ফেলো অর্থাৎ তায়াম্মুম করো। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী এবং ক্ষমাশীল।

সিগারেট সম্পর্কে ইসলাম যা বলে

ধুমপান মৃত্যু ঘটায়। বিষয়টি জেনেও আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজ হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। জাতিসংঘের মাদক বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বের ৫০ লাখ মানুষ মারা যায়। এরপরও মানুষ সতর্ক হতে চায় না এরপরও মানুষ ধূমপান ছাড়তেও রাজি হয় না।

অথচ পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে যে, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। (সূরা বাকারা আয়াত ১ ৯৫)

এই আয়াতে সরাসরি ধূমপানের কথা উল্লেখ না থাকলেও ধূমপান এমন একটি কাজ যার মাধ্যমে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অনেকেই যুক্তি দিয়ে থাকেন ধূমপান করে সবাই তো আর মারা যায় না। হে সব ঘুম পায়ই ধূমপানের প্রথম পুরস্কার মৃত্যু উপহার না পেলেও এর পরের পুরস্কার গুলো ঠিকই পান। এটি অবশ্যই মানতে হবে।

সারা বিশ্বের স্বাস্থ্য সংস্থাসহ সর্বজনীনভাবে এটি স্বীকৃত যে ধূমপান যক্ষা ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগের অন্যতম প্রধান কারণ।

এছাড়াও ধূমপানি রয়েছে নানা স্বাস্থ্যঝুঁকি। ধূমপান ত্বকের একদম বাহিরের দিকের ধমনী গোলকের রক্ত সঞ্চালন থেকে কমিয়ে দেয়। ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন টুকুও পর্যন্ত পৌঁছায় না। যা অল্প বয়সের মানুষকে বুড়ো বানিয়ে দেয়। এছাড়া সিগারেটের তামাকে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা মানুষের ত্বকের এলাস্টিন এবং কোলাজেনকে নষ্ট করে ফেলে সে কারণে ধূমপায়ীদের ত্বকে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে।

সিগারেট পান শরীরের জন্য ক্ষতিকর

সিগারেটের নিকোটিনের কারণে দাঁতের ঝকঝকে সাদা রং পাল্টে হোলদেটে হয়ে যায়। ধূমপানির ফলে চুলের অনেক ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে যারা ধূমপান করেছে তাদের চুল বাকিদের তুলনায় অনেক পাতলা হয়ে যায়। এর কারণ হলো সিগারেট চুলের ডিএন গুলোকে নষ্ট করে দেয় ফলে চুল গুলো পাতলা হতে থাকে। 

এছাড়াও ধূমপানের কারণে ধূমপানের চোখের তলায় কালি জমে যায় অতিরিক্ত ধূমপানের ফলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন বহনে অক্ষম হয়ে পড়ে যে কারণে শরীরের ক্ষতসাধ্য অধিক সময় লাগে।। সব জায়গাতেই বলা হয়েছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এর পরেও আমরা কেন ধূমপান করি? এর উত্তর হয়তো যারা ধূমপান করে তাদের কাছে কখনোই আমরা পাবো না।

পরিশেষে একটি কথাই বলব সুস্থ থাকার জন্য ধূমপান নয়। সিগারেট ছাড়াও আরো বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের শরীর ঈমান সবকিছুই ভালো থাকবে সঠিক থাকবে। তাই যারা সিগারেট খাওয়া ছাড়তে পারেন না তাদেরকে বলব ইচ্ছা থাকলেই উপায় হয়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*