
আপনারা যারা সহীহ হাদিসের সংখ্যা জানতে এসেছেন তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে এটি জেনে নিতে পারবেন এবং এগুলো কি কি তাও জেনে নিতে পারবেন। প্রথমেই বলে নেওয়া ভালো যে সহিহ ও হাদিস হলো ছয়টি এবং এই ছয় টির নাম যারা জানতে এসেছেন তাদেরকে বলব যে আমাদের ওয়েবসাইট থেকে প্রত্যেকটি হাদিসের নাম এবং হাদিস সংখ্যা সম্পর্কে অবগত হতে পারবেন।
মুসলিম ভাইদের সুযোগ সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে এই ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা যদি হাদিস পাঠ করতে চান তাহলে সহীহ হাদিস থেকে পাঠ করতে পারেন। যদিও এখানে ছয়টির কথা উল্লেখ রয়েছে তার পরেও অনেককে সহিহ বুখারী হাদিস পাঠ করতে বেশি দেখা যায়। তারপরও আপনি যদি অন্য কোন হাদিস পাঠ করেন তাহলে কোন সমস্যা নেই এবং আপনি চাইলে সবগুলোই পাঠ করতে পারেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) তার জীবন দশায় যে কাজগুলো করে গিয়েছেন সেই কাজ এবং যে ইবাদত বন্দেগী করে গিয়েছেন সেই ইবাদত বন্দেগী যাতে পরবর্তীতে অবজ্ঞিত না হয় এবং সকলেই যেন সেগুলো সুন্নত হিসেবে মেনে এবাদত বন্দেই করে তার জন্য নবীজির ৬ জন সাহাবী খুব সুন্দর ভাবে এগুলো বর্ণনা করে গিয়েছেন যাতে পরবর্তীতে কোন ধরনের অবিকৃত না হয়ে থাকে।
তাই কেউ যদি কুরআন শরীফ পাঠ করে হাদিস থেকে সেটির বিস্তারিত বর্ণনা জানতে চান তাহলে অবশ্যই সহিহ হাদিসের সংখ্যা এবং প্রত্যেকটি হাদিস লেখক কতটি করে হাদিস লিখেছে তা জেনে নিন। তাহলে সেই অনুযায়ী আপনারা হাদিস সংগ্রহ করতে পারবেন এবং পাঠ করতে পারবেন। নিচে সহীহ হাদিসের লিস্ট প্রদান করা হলো:-
এক নম্বর সহিডহ হাদিস হলো সহীহ বুখারী- ইমাম বুখারী (র:) এবং এখানে হাদীস সংখ্যা ৭৩৯৭ টি। দুই নম্বর সহীহ হাদিস সহীহ মুসলিম – ইমাম মুসলিম (র:) । এখানে মোট হাদীস সংখ্যা- ৪০০০ টি। তিন নম্বর সহীহ হাদিসের নাম জামি তিরমিযী- ইমাম তিরমিযী (র:)। তিন নম্বর সহীহ হাদিসে হাদীস সংখ্যা ৩৮১২ টি। এখন আপনাদেরকে চার নম্বর হাদিসের নাম বলবো এবং চার নম্বর সহীহ হাদিসের নাম হল সুনানে আবুদাউদ (র:) ইমাম আবুদাউদ (র:) ।
এখানে আপনারা ৪৮০০ টি হাদিস পাবেন। পাঁচ নাম্বার সহিহ হাদিস যেটি সেটি হল যে সুনানে নাসায়ী – ইমাম নাসাই (র:)। এখানে আপনারা ৪৪৮২ টি হাদিস পাবেন। তাছাড়া সর্বশেষ সহিহ হাদিসের নাম এবং হাদিস সংখ্যা হল সুনানে ইবনে মাজাহ ইমাম ইবনে মাজাহ (র:) এবং ৪৩৩৮ টি।
Leave a Reply