বাবা এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা পৃথিবী তে সৃষ্টি হওয়ার পর থেকে প্রথমত দুটি শব্দ শিখি একটি মা এবং অপরটি বাবা। তাই একজন বাবা তার সন্তানের জন্য বটো বৃক্ষের মতো। তাই পৃথিবীতে অনেক খারাপ মানুষ রয়েছে কিন্তু পৃথিবীতে খারাপ বাবা হয়তো একটিও নেই। তাই আপনারা অনেকেই বাবা কে নিয়ে কিছু কথা সম্পর্কে জেনে নিতে চান। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আপনাদের জন্য আমরা আমাদের আজকের আর্টিকেল টিতে বাবা সম্পর্কিত নানান কথা আপনাদের জানিয়ে দেবো। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জেনে নেয়ার জন্য গুগলে বারবার সার্চ করছেন আপনাদের জন্য প্রতিনিয়ত এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত করি। আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইট ডে ভিজিট করে খুব সহজে জেনে নিতে পারবেন।
বাবা শব্দটি খুব ছোট হলেও এর দায়িত্বটা অনেক বড়। বাবা এমন একজন ব্যক্তি যিনি সন্তানের জন্য পৃথিবীর যে কোনো কঠিন কাজকে খুব সহজেই হাসিমুখে করে ফেলতে পারেন। বাবা ছায়ার মতো সন্তানকে আগলে রাখেন যেন কোন সময় কোন বিপদ-আপদ তার সন্তানের ওপর আঘাত না হানতে পারে। বাবা এমন একজন মানুষ নিজের শত সমস্যা কষ্ট যত থাকুক না কেন সব কিছুকে যুদ্ধের মত জয় করে সন্তান কে আগলে রাখেন। প্রতিটি বাবা তার সন্তানের জন্য তার নিজের জীবন বাজী রেখে যে কোনো কাজ যে কোন মুহূর্তে করে ফেলতে পারেন। বাবা প্রতিনিয়ত পাশে থেকে তার সন্তানের জন্য সকল ধরনের বাধা-বিপত্তি দূর করেন।
এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কোন ব্যক্তি ভালোবেসে থাকেন তার মধ্যে দুটি ব্যক্তি অন্যতম একজন হলেন মা এবং পরবর্তীতে বাবা। পৃথিবীতে শ্রেষ্ঠ ও নিঃশর্তভাবে ভালোবেসে যান বাবা। এই পৃথিবীতে একজন সন্তানের জীবনের ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে তার বাবার মাধ্যমে। বাবার কাছ থেকেই শিখে একজন সন্তান কিভাবে বাস্তব জীবনের দিনগুলি সুন্দর করে পাড়ি দিবে। বাবা ছাড়া একজন সন্তান তার জীবনের অপূর্ণতা থেকে যায়। একজন সন্তানের কাছে যদি পৃথিবীর অমূল্য কোন সম্পদ হয়ে থাকেন তার মধ্যে বাবা একজন। মহান সৃষ্টিকর্তা বাবা ও সন্তানের মধ্যে এমন একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন যা দুনিয়াতে অন্য কোন ভালোবাসার সাথে মিলবে না এই ভালোবাসা সম্পূর্ণ আলাদা এবং এই ভালোবাসাটি হবে অন্যরকম ভালোবাসা।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান।
যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার।
একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।
একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে।
হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রাণী নিয় কিন্তু। প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা।
বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা।
বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না।
বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না।
প্রত্যেক ছেলেই তার বাবাকে তার কর্মে এবং কথায় বাচিয়ে রাখে।
বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।
একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।
মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম।
তিনি একা দাঁড়িয়ে ছিলেন না,
তবে তার পিছনে যা দাঁড়িয়েছিল,
তা ছিল তার জীবনের সর্বাধিক
শক্তিশালী নৈতিক শক্তি, তার বাবার ভালবাসা।
আমার কাছে বাবার নাম ছিল ভালবাসার অপর নাম
একটি সন্তানের জন্য বাবা হলেন সঠিক পথ প্রদর্শক। একটি বাবার মাধ্যমে সন্তান কিভাবে নিজের জীবনকে গড়ে তুলবেন সেই শিক্ষা পেয়ে থাকেন। একটি দেহ যেমন প্রাণ ছাড়া অচল তেমনি একটি সন্তান তার বাবাকে ছাড়া তার জীবনে পরি পূর্ণতা দান করতে পারে না। পৃথিবীতে অনেক মহান ও জ্ঞানী মানুষ রয়েছেন যারা বাবাকে নিয়ে নানান ধরনের উক্তি ও জ্ঞানমূলক কথা ও বাণী দিয়ে গেছেন যেগুলো থেকে আমরা অনেক কিছু জেনে নিতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
“পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ ভালবাসতে পারে না”। “একটি মেয়ের জীবনে বাবাই হলো প্রথম পুরুষ এবং আর প্রতিটি মেয়ের কাছে বাবা হলেন অনুপ্রেরণামূলক পুরুষ”। “একজন সন্তানের কাছে বাবা হলেন বট বৃক্ষের মতো বাবা হারানো মানে একজন সন্তানের মাথার উপরের ছাদ হারিয়ে ফেলা”।
বাবা নিয়ে উক্তি
এক বাবা ১০০ শিক্ষকের সমান।
এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তাকে এগিয়ে যেতে দেখতে চায়।
যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা।
যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালবাসা।
বাবার ছাড়া জীবন অসম্পূর্ণ।
অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা।
বাচ্চাদের আনন্দের জন্যে নিজে বাচ্চা হয়ে যায় বাবা।
আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।
বাবা আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজ দিয়ে হয়ে।
“বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।
বাবা প্রতিটি সন্তানের কাছে প্রথম পুরুষ এবং সুপারম্যান এর মত। বাবা হলেন একজন ভালো বন্ধু, একজন ভালো শিক্ষক
বাবার কাছ থেকে একজন সন্তান তার প্রাথমিক শিক্ষাগুলো পেয়ে থাকেন। বাবার ছায়াতলে একজন সন্তান সবসময় নিরাপদ। একজন সন্তানের জীবনের পথ চলার ক্ষেত্রে ভুলভ্রান্তি বিভিন্ন ধরনের জটিল সমস্যা সকল ধরনের ভুল ত্রুটি সংশোধনের জন্য বাবার ভূমিকা টি অপরিসীম। পৃথিবীতে যেসব ব্যক্তি সফলতার শীর্ষে পৌঁছেছে তাদের জীবন থেকে জানা যায় তাদের সফলতার পেছনে তাদের বাবার অবদান অপরিহার্য। তাই বাবাকে নিয়ে বলাটা শেষ হবে না। প্রত্যেকটি সন্তানের কাছে বাবা এমন একজন মহান ব্যক্তি যা পৃথিবীর অন্য কেউ হতে পারবেনা।
আপনারা যারা এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে আগ্রহী তাদের জন্য আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলাম আপনারা আমাদের ওয়েবসাইটের ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে জেনে নিন।
Leave a Reply