আমাদের ওয়েবসাইটে আপনারা জীববিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের অর্থাৎ জীবে পরিবহন অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যারা জীবে পরিবহন অধ্যায়টি পাঠ করেছেন এবং পাঠ করার পরে অনুশীলনীর প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এই প্রশ্নের উত্তর সংগ্রহ করে নিতে পারবেন। প্রত্যেকটি শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকের সহায়তা গ্রহণ করে অথবা নিজ উদ্যোগে বাসায় প্রত্যেকটি অধ্যায় সম্পন্ন করার পরে অনুশীলনীর প্রশ্ন যখন দেখি তখন প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে তারা অনেকেই ভ্যাবাচেকা খেয়ে যাই। কারণ বইয়ের বিস্তারিত তথ্য পড়ার পরে প্রত্যেকটি ধারণা মাথার মধ্যে তারা হয়তো অনেকেই গুছিয়ে নিতে পারে না এবং এর জন্য প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে তারা উত্তর এলোমেলো ভাবে সাজিয়ে ফেলে। তাই আজকে আমাদের ওয়েবসাইট থেকে সপ্তম অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখে নিলে আপনারা পরবর্তীতে অন্যান্য প্রশ্ন কিভাবে লিখতে হবে সে সম্পর্কে বুঝতে পারবেন।
জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো জীবে পরিবহন। প্রত্যেকটি জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে থাকে। একটা উদ্ভিদ যেমন মাটি থেকে খনিজ লবণ এবং পানি গ্রহণ করে তা উদ্ভিদের পাতায় পৌঁছে দেয় এবং পাতার ভেতরে বিভিন্ন ধরনের জৈব প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের উপস্থিতিতে খাদ্য তৈরি করে তা আবার উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। ঠিক একইভাবে একটি প্রাণী খাদ্য গ্রহণ করে এবং এই খাদ্য পাকস্থলী থেকে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তাই জীবদেহে খাদ্যের পরিবহন কিভাবে সঞ্চালিত হয়ে থাকে এবং কিভাবে এটিকে কার্যক্রমও করে তুলে তা জানতে হলে আপনাদেরকে এই ষষ্ঠ অধ্যায়ঃ পড়তে হবে।
শুধু খাদ্য পরিবহন সম্পর্কে না জেনে এই অধ্যায় থেকে অনেক তথ্য জানতে পারবেন যা আপনার জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করবে। অর্থাৎ দেহের অভ্যন্তরের রক্ত সঞ্চালন এবং পরিবহন, হৃদপিন্ডের গঠন ও কাজ, রক্তচাপ, রক্তের ভিতরে অস্বাভাবিকতা হলে তার কারণ এবং লক্ষণ এবং তা প্রতিরোধ করার উপায়, হৃদপিণ্ডকে সুস্থ রাখতে হলে আমাদের করণীয় ইত্যাদি সম্পর্কে জানতে। তাছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া জানার পাশাপাশি প্রস্বেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে এই অধ্যায়টি আপনাদের পাঠ করতে হবে।
জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলো যেখানে একটি চিত্রের মাধ্যমে উদ্দীপক বোঝানো হয়েছে এবং এই উৎপাদকের সাহায্যে চারটি প্রশ্নের উত্তর আপনাদেরকে প্রদান করতে হবে। উত্তর প্রদান করার ক্ষেত্রে আপনারা আপনাদের পাঠ্যবইয়ের জ্ঞান এখানে প্রতিফলিত করুন এবং আমাদের ওয়েবসাইটের প্রশ্নের উত্তরের সহায়তা গ্রহণ করে প্রশ্নের উত্তর সাজিয়ে নিন।
ক . বৈষম্যভেদ্য পর্দা কী ?
খ . ইমবাইবিশন বলতে কী বুঝ ?
গ . চিত্রে 5 উপাদানটির অনুপস্থিতি প্রক্রিয়াটিতে কীরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা কর ।
ঘ . চিত্রে X উপাদানটি যদি Y অঞ্চলে না পৌঁছায় , তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কী সমস্যা দেখা দিবে বিশ্লেষণ কর ।
ষষ্ঠ অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্নে একটি লিখিত উদ্দীপক রয়েছে এবং এই উদ্দীপক পড়ে আপনার পাঠ্যবইয়ের আলোকে কোন টপিক থেকে প্রস্তুত করা হয়েছে তা বোঝার চেষ্টা করুন। কালনা বুঝতে পারলে আপনারা নিচে গিয়ে রক্তের অধ্যায় থেকে তা পড়ে নিবেন এবং সেখান থেকে উত্তর প্রদান করবেন।
হাসান সাহেবের বয়স 50। তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন । কিছুদিন যাবৎ তিনি মাথাব্যথা , বুক ধড়ফড় এবং অস্থিরতা ভাব অনুভব করছেন । অন্যদিকে তার 7 বছর বয়সী মেয়ে মুনের গিঁটে ব্যথা , ফুলে যাওয়া , ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে । তারা দুজন ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা – নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন ।
ক .রক্ত কী ?
খ . শ্বেতকণিকা কীভাবে দেহকে রক্ষা করে ? বুঝিয়ে লেখ ।
গ . হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা কর ।
ঘ . উদ্দীপকে উল্লিখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা কর ।
Leave a Reply