আপনারা যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন পাঠ্যবই পাঠ করি তখন সেখানে বিভিন্ন উদাহরণ এবং নমুনা দেখে অত্যন্ত সহজ মনে করি। কিন্তু যখন আমরা প্রশ্নের উত্তর প্রদান করতে যাই তখন আমাদের ভেতর থেকে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই এবং বিস্তারিতভাবে মনের ভাব ফুটিয়ে তুলতে পারি না। এই ক্ষেত্রে আমাদের উচিত হবে প্রত্যেকটি অধ্যায় পাঠ করার পরে অনুশীলনের যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো বারবার অনুশীলন করা এবং প্রয়োজনে গাইড বই থেকে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলন করা। তাই আজকে আমাদের ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর রসায়ন এর পর্যায় সারণী অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা যারা বিশেষভাবে mcq প্রশ্নের সমাধান পেতে চাইছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে চতুর্থ অধ্যায়ের mcq প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যা পাঠ করলে আপনাদের অনেক উপকার হবে।
রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম হল পর্যায় সারণী এবং এই পর্যায় সারণী পাঠ করলে একজন শিক্ষার্থী রসায়নের মৌলিক ধারণা অর্জন করতে পারবে। যেহেতু এই পৃথিবীর সকল বস্তু কোন কোন উপাদানের ভিত্তিতে তৈরি হয়েছে তা আলোচনা করা হয়েছে রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী চ্যাপ্টারে। পর্যায় সারণির প্রত্যেকটি মৌলের সংক্ষিপ্ত নাম উল্লেখ করা হয়েছে যা একটি পদার্থের নাম নির্বাচন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।কারণ একটা বস্তুর একটা নাম ব্যবহার করতে অনেক শব্দ ব্যবহার করার চাইতে বৈজ্ঞানিক ভিত্তিতে পর্যায় সারণির মৌলের নাম ব্যবহার করে তা প্রদান করাই সৃর্য।
আপনারা যারা বিজ্ঞান বিভাগের রসায়ন বইটি অধ্যায়ন করবেন তারা সর্বপ্রথমে পর্যায় সারণী অধ্যায়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পাঠ করবেন। কারণ পর্যায় সারণির প্রত্যেকটি মৌলের নাম আপনাদের পরবর্তী অধ্যায়ে কাজে লাগবে এবং প্রত্যেকটি পদার্থের নাম ও বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই পর্যায় সারণী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায় সারণির প্রত্যেকটি মৌলের নাম মুখস্ত করার পরে আপনারা যখন অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান করতে যাবেন তখন আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে। তাই আপনাদের জন্য নিচে পর্যায় সারণী অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ :
( ক ) ত্রয়ী সূত্রটি লেখ ।
( খ ) বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।
( গ ) উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ? ব্যাখ্যা করো ।
( ঘ ) উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো ।
উপরের দিকে আপনারা রসায়ন বইয়ের পর্যায় সারণী অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং এখানে আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের আগেও বলেছি এবং এখনও বলছি আপনারা যদি পড়াশোনার বিষয় ভালো করতে চান তাহলে পাঠ্যবইয়ের প্রত্যেকটা লাইন ভালোমতো পড়ুন এবং গুরুত্বপূর্ণ টপিক ভালোমতো আত্মস্থ করুন।
গ্রুপ 2 B গ্রুপ 3 C উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ ।
( ক ) আধুনিক পর্যায় সূত্রটি লেখ ।
( খ ) B কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ? ফর্মা নং -১১ , রসায়ন- ৯ ম -১০ ম শ্রেণি F cl পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ( Chemical Bond ) Br
( গ ) A থেকে B এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো ।
( ঘ ) A থেকে C এর দিকে যেতে আয়নিকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো ।
Leave a Reply