নবম দশম শ্রেণীর রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল ও MCQ (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর

Rate this post

শিক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়ের অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করা হলো। যে সকল শিক্ষার্থীর নবম শ্রেণীতে অথবা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন তারা প্রত্যেকটি অধ্যায় পাঠ করা শেষে যখন অনুশীলনীর প্রশ্ন পড়তে যান তখন আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হয় এবং কিভাবে উত্তর করতে হবে তা অনেকেই বুঝতে পারেন না। তাই আজকে আমাদের ওয়েবসাইটে নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে এবং এগুলো আপনাদের একটু নিচে গেলে প্রশ্ন ভিত্তিক উত্তর পেয়ে যাবেন।

নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় হল রাসায়নিক বিক্রিয়া এবং এই অধ্যায়ের মাধ্যমে আপনি ভৌত এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন নিয়ামক ভূমিকা পালন করে তা বুঝতে পারবেন। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ধাতব বস্তু ব্যবহার করে থাকি এবং এই ধাতব বস্তু ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক সময় সচেতনতা অবলম্বন করে চলতে হয়। আপনি যদি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি পাঠ করেন তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের জারণ এবং বিজারণ প্রক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে তার পার্থক্য নির্ণয় করার পাশাপাশি ধাতব বস্তু ব্যবহার করতে গেলে আমাদের কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে তা জেনে নিতে পারি। তাই এই অধ্যায়টি রসায়নের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করার পাশেপাশি আমাদের বাস্তব জীবনে এটির গুরুত্ব অপরিসীম।

রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রথম প্রশ্নটিতে একটি উদ্দীপক রয়েছে এবং এই উদ্দীপকের ভিত্তিতে আপনার বইয়ের ভেতর থেকে প্রত্যেকটি টপিকের ওপর লেখা কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলোর ভেতরে আপনারা যেমন জ্ঞানমূলক প্রশ্ন পাবেন তেমনিভাবে প্রয়োগমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পেয়ে যাবেন এবং এগুলোর উত্তর প্রদান করতে হলে আপনাদের পাঠ্যবইটি পাঠ করা অত্যন্ত জরুরি। নিচে প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হল।
সৃজনশীল প্রশ্ন 1. অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় । অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো দাগ নেই ।
( ক ) একমুখী বিক্রিয়া কাকে বলে ?
( খ ) রাসায়নিক সাম্যাবস্থা বলতে কী বোঝায় ?
( গ ) রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের ? ব্যাখ্যা করো ।
( ঘ ) উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।

রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সৃজনশীল 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন টি হল তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে এবং এই প্রশ্নটি সহ এখানে আরও তিনটি প্রশ্ন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রয়োগমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনারা সর্বপ্রথমে আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রশ্ন দেখে নিন এবং তার নিচেই উত্তর পেয়ে যাবেন।

( ক ) তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে ?
( খ ) যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন ? ব্যাখ্যা করো ।
( গ ) সারণিতে ব্যবহৃত মোট KI এর পরিমাণ কত গ্রাম ? নির্ণয় করে দেখাও ।
( ঘ ) কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো ? যুক্তিসহ ব্যাখ্যা করো ।

রাসায়নিক বিক্রিয়া অধ্যায় 23 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে নিচে আপনাদের জন্য সর্ব প্রথমে প্রশ্ন দেওয়া হল এবং তারপরে আপ্নারা প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যারা অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি বা এমসিকিউ প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে এসে এগুলো নিচের দিকে গিয়ে দেখে নিতে পারবেন।

( ক ) সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে ?
( খ ) উভমুখী বিক্রিয়া বলতে কী বোঝ ?
( গ ) দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো ।
( ঘ ) উদ্দীপকে প্রথম বিক্রিয়াটিতে জারণ – বিজারণ যুগপৎ ঘটে বিশ্লেষণ করো ।

Related Articles

One Comment

  1. সৃজনশীল প্রশ্নোত্তর খুব সহায়ক হবে শিক্ষা্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button