শুধু নাম ও মোবাইল দিয়ে পুরাতন জমির দলিল ডাউনলোড বাংলাদেশ – shahriar1

4.7/5 - (3 votes)

ঘরে বসে শুধু নাম ও মোবাইল দিয়ে জমির পুরাতন দলিল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। তবে আপনারা যারা অনলাইন থেকে জমির পুরাতন দলিল ডাউনলোড করতে চাচ্ছেন তাদেরকে বলব যে সরাসরি দলিল ডাউনলোড করার অপশন ওয়েবসাইটে নেই। কারণ এদেশের হাজার হাজার দলের এবং একাধিক পেজের দলিল গুলো আপলোড করা ওয়েবসাইটে অনেক ঝামেলা পণ্য একটি বিষয় বলে আপনাদের জন্য শুধু জমির গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওয়েব সাইটে আপলোড করা হয়েছে এবং এর মাধ্যমে আপনি ঘরে বসে এই জমির ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। তাই কেউ যদি ঘরে বসে শুধু নাম এবং মোবাইল দিয়ে পুরাতন জমির দলিল সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে আজকের এই পোষ্টের মাধ্যমে সেই সকল তথ্য জেনে নিন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করলেই সকল তথ্য জেনে নিতে পারবেন।

পরিবারের কোন সদস্য যদি বিয়োগ হয় এবং কোন সদস্য যদি মারা যান তাহলে দেখা যাবে যে তার বর্তমানে আপনি তার দায়িত্ব গ্রহণ করতেন এবং পরবর্তীতে আপনি হয়তো এই দায়িত্ব গ্রহণ করতে পারেননি বলে কোথায় কত পরিমান জমে আছে এই সকল তথ্য আপনারা জানেন না। অনেক সময় আপনারা হয়তো পুরাতন দলিল ঘাটাঘাঁটি করার পরেও দেখা যায় যে আপনাদের সেই দলিল পিতা অথবা দাদার থেকে হারিয়ে গিয়েছে বলে অনেক জমি আপনাদের দখলে থাকে না অথবা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যান।

তাই সর্ব প্রথমে আপনাদের কাজ হবে শুধু নাম দিয়ে এবং মোবাইল দিয়ে আপনাদের এলাকা অথবা আপনাদের মৌজাতে আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে কতটুকু জমি আছে এবং সেই জমির দাগের নাম্বার বা খতিয়ান নাম্বার কত সে সকল তথ্য জেনে নিতে পারবেন। সেই তথ্য থেকে আপনারা আর এস খতিয়ান এবং অন্যান্য খতিয়ান সংগ্রহ করে আপনাদের সেই দলিল উদ্ধার করা সহ যাবতীয় কাজ করতে পারবেন এবং জমির দখল সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার মাধ্যমে সেই জমি ভোগ দখল করতে পারবেন। তাই নাম দিয়ে যারা পুরাতন জমির দলিল সংক্রান্ত তথ্য পেতে চাচ্ছেন তাদেরকে https://land.gov.bd/en/ এই ওয়েবসাইটে যেতে বলবো।

এখানে যাওয়ার পর আপনারা যখন ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন তখন আপনাদের ভূমি সেবার অফিসিয়াল ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনারা যদি নিচের দিকে চলে যান তাহলে ডিজিটাল ভূমি রেকর্ড নামক অপশন পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করার মাধ্যমে আপনাদের সামনে যে সকল অপশন আসবে তার মধ্যে থেকে আপনাদেরকে খতিয়ান অপশন সিলেক্ট করতে হবে। প্রথমত খতিয়ান আসনে ক্লিক করার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের খতিয়ান দেখতে পেলেও আপনাদের সামনে আর এস খতিয়ান প্রদর্শন করানো হবে এবং এর মাধ্যমে আপনারা পুরাতন জমির দলিল সংক্রান্ত তথ্য অথবা পুরাতন জমির পরিমাণ কতটুকু সকল তথ্য জেনে নিতে পারবেন।

তাই আর এস খতিয়ানের তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে আপনারা আপনাদের বিভাগের নাম থেকে শুরু করে আপনাদের জেলার নাম এবং থানার নাম উল্লেখ করার পাশাপাশি আপনি সেই থানার অন্তর্গত কোন মৌজাতে বসবাস করেন তা নির্বাচন করে দিন। এখন আপনার যখন তথ্য প্রদান করা হলো এবং আপনি যখন এই তথ্য অনুযায়ী আপনার এলাকার আপনার পিতার অথবা দাদার নামের জমি খুঁজে পেতে যাচ্ছেন সেহেতু বলবো যে শুধু নাম দিয়ে এই তথ্য খুঁজে পাওয়ার জন্য মালিকানা নাম দিয়ে খুঁজে পাওয়ার ৩ নম্বর অপশনে ক্লিক করুন।

তারপর সেখানে আপনারা নির্দিষ্ট নাম দিয়ে জমি যখন সার্চ করবেন এবং নিচে যে গণিতের সমস্যার সমাধান তৈরি করে আপনারা উত্তর প্রদান করে সার্চ অপশনে ক্লিক করবেন তখন দেখা যাবে যে সেই ব্যক্তির নামে সেই এলাকায় কতটুকু জমি রয়েছে এবং কত খতিয়ান নাম্বার তা দেখে নিতে পারবেন। এগুলো দেখে নিলে আপনারা খুব সহজেই তা বুঝে নিতে পারলেন এবং এর মাধ্যমে সেই খতিয়ান নাম্বার সংগ্রহ করে পরবর্তীতে খতিয়ান অপশনের মাধ্যমে খুঁজে বের করার তথ্য ক্লিক করবেন।

তবে একই এলাকায় একাধিক নাম থাকতে পারে এবং নামের মিল থাকার কারণে এক্ষেত্রে পিতা-মাতার নামের সঙ্গে মিল করলে আপনারা সেখানে সঠিক তথ্য খুঁজে পাবেন। নামের ভিত্তিতে তথ্য খুঁজে পেয়ে আপনারা যখন খতিয়ান নাম্বার সংগ্রহ করে নিলেন তখন খতিয়ান নাম্বারের ভিত্তিতে যখন জমি সার্চ করবেন তখন দেখা যাবে যে সেই জমি কি ধরনের জমি এবং কতটুকু জমি রয়েছে এ সকল তথ্য জেনে নিতে পারলেন। ঘরে বসে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে নাম দিয়ে আপনারা পুরাতন জমির দলিল সংক্রান্ত অথবা পুরাতন জমির বিস্তারিত তথ্য এভাবে জেনে নিতে পারেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button