ভাব সম্প্রসারণ: তাই আজ প্রকৃতির ওপর আধিপত্য নয়, মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ Tai Aj Prokritir Opor Adhipotto Noi, Manush Gore Tulte Chaiche Prokritir Songe Moitrir Sombondho

ভাব সম্প্রসারণ: তাই আজ প্রকৃতির ওপর আধিপত্য নয়, মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। অথবা প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ।

আপনারা যারা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বিভিন্ন তথ্য খুঁজে পেতে যাচ্ছেন তারা এখনই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আমরা আমাদের এই ওয়েবসাইটে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো ভাব সম্প্রসারণ।

আমরা এখানে নিয়মিত বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ আপনাদের সুবিধার্থে তুলে ধরেছি। আজকে আমরা যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ-দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ।

ভাব সম্প্রসারণ:
তাই আজ প্রকৃতির ওপর আধিপত্য নয়, মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। অথবা
প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ।

মূলভাব: আধিপত্য বিস্তার নয় বরং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধই বেশি বাঞ্ছনীয়। মানুষকে প্রকৃতির সাথে সখ্য গড়ে তুলতে হবে।

সম্প্রসারিত ভাব: জীব জগতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের সাথে অন্য কোন জীবের তুলনা করা যায় না। মানুষের যে বুদ্ধি বিবেক আছে অন্য প্রাণীর মধ্যে তা নেই। সর্বশ্রেষ্ঠ বলেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ প্রকৃতির ওপর নির্ভর করেছে এবং প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারে প্রয়াসী হয়েছে।

মানুষ প্রথম দিকে একান্তই প্রকৃতির ওপর নির্ভরশীল হলেও যখন সে সভ্য হতে শুরু করল তখন থেকেই পৃথিবী কে নিজেদের উপযোগী করে তোলার সর্বাঙ্গীণ প্রচেষ্টা চালিয়েছে। দেশ ও জনপদ গড়ে তোলার জন্য বন উজাড় করেছে, বন্যপ্রাণী ধ্বংস করেছে এবং প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করেছে।

প্রথমদিকে এর প্রভাব ব্যাপক ভাবে লক্ষণীয় না হলেও শিল্প যুগের আবির্ভাবের পর থেকে তা পরিলক্ষিত হচ্ছে। বিগত শতাব্দীতে বিজ্ঞানের প্রভূত উন্নয়নের ফলে মানুষ প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারে মনোযোগী হয়েছে বেশি। ফলে বন উজাড়, সাগর- নদ-নদী ভরাট, অত্যধিক কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ, পানিদূষণ, বায়ুদূষণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

প্রকৃতির ওপর মানুষের এই সর্বগ্রাসী আধিপত্যের বিরূপ প্রতিক্রিয়া যে প্রকৃতি দেয় নি এমনটি নয়। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে বন্যা, জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে জনপদ। আবার অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, টর্নেডো প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে মানুষের ওপর। এভাবে চলতে থাকলে হয়তো সমগ্র পৃথিবী একদিন মরুভূমিতে পরিণত হবে, নয়তো সমুদ্রের অতল জলে ডুবে যাবে। তবে এসব থেকে পৃথিবী কে টিকিয়ে রাখার একটি উপায় প্রকৃতির ওপর আধিপত্য এর পরিবর্তে প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া।

পরিবেশের জন্য যা কিছু হুমকিস্বরূপ তার ব্যবহার সীমিত করে পরিবেশ দূষণ প্রতিরোধ করার চেষ্টা করা। প্রতিবছরই বেশি বেশি করে বৃক্ষরোপণ করা। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সংরক্ষণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম শুরু করে মানুষ চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ গড়ে তুলতে।

মন্তব্য: প্রকৃতি তার অপার উপকরণ দিয়ে পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছে। তাই নিজের স্বার্থেই মানুষকে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারের পরিবর্তে মৈত্রীর সম্বন্ধ স্থাপন করতে হবে। পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে প্রকৃতির সাথে একটি অপরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের যা যা প্রয়োজন তা আমাদের সকলকেই করতে হবে নয়তোবা পৃথিবীর অস্তিত্বই একদিন বিলীন হয়ে যাবে।

উপরে যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করা হলো তা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করছি আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার। এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের এই ওয়েবসাইট শুধুমাত্র শিক্ষার উপরে সীমাবদ্ধ নয়, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের চলার জন্য যে সকল বিষয় বস্তুর প্রয়োজন সেগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছি এবং আগামীতে আরো অনেক কিছু তুলে ধরব আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনের মাধ্যমে বিশ্ব এখন সহজে হাতের মুঠোয় আপনারা দেখতে পান। আমরা সর্বদা চেষ্টা করছি আমাদের এই ওয়েবসাইটটি কে আপনাদের ব্যবহারের জন্য আরও সহজ এবং সুন্দর ভাবে গড়ে তোলার। তাই আপনারা বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ প্রদান করবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কর থেকে নিরাপদ থাকবেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*