বাংলা দ্বিতীয় পত্রের আপনাদের প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে সেই সকল ভাব সম্প্রসারণ দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা স্কুল-কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই সকল ভাব সম্প্রসারণ গুলো দেওয়া হয়েছে।
আপনারা যদি ভাব সম্প্রসারণ গুলো পড়ে দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে এবং সেটি দেখে আপনারা পড়ে নিতে পারবেন। এছাড়া যারা মনে করছেন যে ভাব সম্প্রসারণ গুলো ডাউনলোড করার প্রয়োজন তাহলে সেটি আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
আজকে আমরা যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি নিম্নে দেওয়া হল:
ভাব সম্প্রসারণ: তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
মূলভাব: উত্তমের আদর্শ অনুকরণীয় আর অধমের আদর্শ অবশ্যই পরিত্যাজ্য। অধমের অন্যায় আচরণের জবাবে অন্যায় আচরণ করা সমীচীন নয়। অধম মানুষদের অনুকরণ ও অনুসরণ করা মনুষ্যত্বের পরিপন্থী। উত্তম স্বভাবের মানুষ কখনো অধম ও হীন স্বভাবের মানুষের ন্যায় আচরণ করে না।
সম্প্রসারিত ভাব: এই সংসারে কেবল ভালো বা মন্দ বলে কিছুই নেই। ভালো ও মন্দ নিয়েই গড়ে উঠেছে এই সংসার। সমাজে ন্যায়, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করাই মানুষের একান্ত কর্তব্য। জীবনে প্রতিনিয়ত ভালো আর মন্দ দিয়ে প্রবাহিত হচ্ছে মানুষ। আমাদের সংসারে ভাল লোকের তুলনায় মন্দ লোকের সংখ্যাই বেশী এবং এরা সর্বদাই অপরের ক্ষতি সাধনে ব্যস্ত।
সমাজে, সংসারে মন্দ লোকেরা ঘিরে আছে আমাদের চারপাশে। মনুষ্যত্ব ও মানবতা বোধ অধম মানুষের অন্যায় কাজে লিপ্ত থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে এদের সাথে তাল মিলিয়ে আমাকেও মন্দ হতে হবে এমন কোন কথা নেই। ভালো হওয়া বা মন্দ হওয়া মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। অন্যেরা মন্দ হতে পারে, কিন্তু আমার অধিকার আছে ভালো হওয়ার। অধম হওয়ার পথ ভালো হওয়ার পথ এর চেয়ে সহজ। পক্ষান্তরে, উত্তম হওয়ার পথ কঠিন।
আন্তরিক ইচ্ছা থাকলে মানুষ শত অধমের মধ্যে নিজেকে নিজে উত্তম হতে পারে। কারণ প্রকৃত উত্তমের বিবেক কখনোই দুর্বল নয়, ‘উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে’ তাতে অধমের ই তার দিকে প্রবাহিত হবার কথা উল্টোটা নয়। উত্তম হবার সাধনায় মনুষ্যত্বের সাধনা।
যারা উত্তম তারা শত বাধা- বিঘ্ন সত্বেও মানুষের কল্যাণে কাজ করে যান। সংসারে যারা উত্তম মানুষ তারা শত লোক- প্রলোভন উপেক্ষা করে আদর্শ নীতিতে অবিচল থাকেন। কখনো কখনো দেখা যায় কেউ কেউ কোন একটি অন্যায় কাজ কে অন্য একটি অন্যায় দিয়ে রুখতে সচেষ্ট হয়। কিন্তু কোন হীন বা নীচ ব্যাক্তি সমাজবিরোধী ক্ষতিকর কাজ করলেও তার প্রতিবিধান হীন কাজ দিয়ে করা সমীচীন নয়। উত্তম ব্যবহার কিংবা ক্ষমার আদর্শ দিয়ে তার অন্যায়ের শুরুহা করা উচিত। ক্ষমার এই উত্তম আদর্শ যাদের রয়েছে তাদের পথ অনুসরণ করে আমাদের ও পরহিতে জীবন উৎসর্গ করা উচিত এবং এটিই হচ্ছে মানুষের মধ্যে উত্তম হবার একমাত্র পথ।
মন্তব্য: সমাজে ভালো ও মন্দ এ উভয় শ্রেণীর লোক বাস করে। বন্ধু পরিহার করে ভাল লোকের সাথেই জীবন যাপন করা সমীচীন। খারাপ বা মন্দ স্বভাবের মানুষ সমাজে অনিষ্ট করে বেড়ায়। তাই বলে উত্তম স্বভাবের ব্যক্তিরও এমনটি করা উঠিত নয়।
উপরের যে ভাব সম্প্রসারণ টি আলোচনা করা হলো সেটি বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ।
আমাদের এই ওয়েবসাইটে বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাব সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, শুধুমাত্র এই বিষয়ের উপরে নয় এখানে শিক্ষা বিষয়ে অনেক তথ্যই আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা শিক্ষা বিষয়ের ওপর বিভিন্ন তথ্য খুঁজে পেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং এখানে শুধুমাত্র শিক্ষাবিষয়ক তথ্য পর্যালোচনা করা হয়ে থাকে।
Leave a Reply