বড় হোক অথবা ছোট হোক অনেকেই আছেন যাদের ভগ্নাংশের অংকগুলোতে প্রচুর পরিমাণে সমস্যা থেকে থাকে। ভগ্নাংশ কথাটির অর্থ যদি বুঝতে পারেন এবং এটা যদি আপনার যুক্তি দিয়ে বিচার করতে পারেন তাহলে দেখা যাবে যে যেগুলো প্রকৃত ভগ্নাংশ আছে সেগুলো সব সময় একের নিচে থাকে। লব হিসেবে দুই থাকলেও আর হর হিসেবে এক হাজার থাকলো এরকম অংকের ক্ষেত্রেও সেটা এক এর চাইতে কম নির্দেশ করে।
তবে যাই হোক আপনারা যারা ভগ্নাংশের অংক নিয়ে বিভিন্ন ঝামেলায় আছেন অথবা ভগ্নাংশের অংক যারা বারবার শেখার পরেও সমাধান করতে পারছেন না তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে প্রদান করা ভগ্নাংশের অনুশীলন দেখে নিবেন এবং সহজ নিয়ম সম্পর্কে অবগত হবেন। এতে করে সঠিকভাবে ভগ্নাংশের সমাধান করতে পারলে যে কোন সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরীক্ষায় পূর্ণ নাম্বার পেয়ে যাবেন।
ভগ্নাংশের অংক বোঝাতে গিয়ে আমরা আপনাদেরকে সর্বপ্রথমে যে কথাটি বলবো সেটা হলো ভগ্নাংশ হল 1 এর চাইতে কম একটি সংখ্যা। অর্থাৎ ওপরে যদি তিন থাকে আর নিচে যদি ১০ থাকে তাহলে বুঝবেন যে কোন একটা পরিপূর্ণ জিনিস কে দশ খণ্ড করে তার থেকে তিন খণ্ড গ্রহণ করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ একভাগ জিনিসকে যখনই সেটা ১০ ভাগ করা হবে তখন সেটার সংখ্যা অথবা সাইজ অনেক কমে যাবে। তবে অনেকেই আছেন যারা ভগ্নাংশের ক্ষেত্রে খুবই সুক্ষ কিছু ভুল করে থাকেন এবং এ বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই ভুলগুলো এড়িয়ে যাওয়া যায়।
যারা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে চান তাদেরকে বলব যে পাশাপাশি যতগুলোই ভগ্নাংশ থাকুক অথবা যে ধরনের এই চিহ্ন থাকুক আপনারা সব সময় হরের লসাগু করবেন। লসাগু করে যেটা বের হবে তার সঙ্গে যেই ভগ্নাংশের কাজ করবেন তাকে ভাগ দিয়ে যে ভাগফল বের হবে তার সাথে লবের গুণ হবে। এভাবে আপনারা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারেন এবং আপনারা যদি মনে করেন গুণের কাজগুলো করবেন তাহলে সরাসরি গুণ করে সেটা কাটাকাটি করতে পারলে ভালো হয় অথবা কাটাকাটি না করতে পারলে সরাসরি গুণ করে দিবেন। আর ভাগের ক্ষেত্রে যে সংখ্যায় থাকুক না কেন আপনারা পরবর্তী রাশিটি গুণ দিয়ে উপর নিচ অথবা উল্টিয়ে দিলেই খুব সহজেই তার ক্যালকুলেশন করা যাবে।
ভগ্নাংশের অংক গুলো একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবনে যেমন শতকরা অথবা ঐকিক নিয়মের গুরুত্ব রয়েছে তেমনি ভাবে ভগ্নাংশের কাজগুলোর মাধ্যমে একজন মানুষ খুব সহজেই বড় কোনো জিনিসকে সকলের মাঝে সমান ভাবে বন্টন করতে পারে। ভগ্নাংশের কাজগুলো আপনাদেরকে সূক্ষ্মবুদ্ধি অনুযায়ী করতে হবে এবং যে সকল লিখিত কাজ রয়েছে সেগুলো খুব সুন্দর ভাবে বুঝে উত্তর প্রদান করতে হবে। ভগ্নাংশের অংকের ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে ভগ্নাংশ হলো তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশ সব সময় এক এর চাইতে কম হবে এবং এটার লব ছোট হবে এবং হর বড় হবে।
আর যেটা অপ্রকৃত ভগ্নাংশ সেটার লভ বড় হবে এবং হাড় ছোট হবে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা এক এর চাইতে বড় একটি সংখ্যা হবে। আর রয়েছে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি ভগ্নাংশ জুড়ে দেওয়া হবে। ভগ্নাংশের অংকে মিশ্র ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মিশ্র ভগ্নাংশ ভাঙতে পারলেই আপনারা যে কোন ধরনের গণিতের সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে করি।
তাই আজকে আপনাদের জন্য নিয়ম প্রদান করার পাশাপাশি অনুশীলন করার জন্য ভগ্নাংশের অংকের বিভিন্ন সমাধান অথবা প্রশ্ন পিডিএফ ফাইল আকারে প্রদান করা হলো। আপনারা এই পোষ্টের মাধ্যমে ভগ্নাংশের নিয়ম শিখে নেওয়ার জন্য এই পিডিএফ ফাইল ডাউনলোড করলেই এখানে নিয়ম ও অনুশীলন উভয় পেয়ে যাবেন।
Leave a Reply