
আমরা জানি প্রদোষ একটি বাংলা ভাষার শব্দ। তবে এই প্রদোষ শব্দটি সংস্কৃত থেকে বাংলায় এসেছে বলে মনে করা হয়প্রদোষ হলো একটি বিশেষ তিথির কথা মনে করিয়ে দেয়। যে তিথিতে হিন্দু দেবতা বা সনাতন ধর্মের দেবতা মহেশ্বর বা শিবকে পূজা করা হয়ে থাকে। পঞ্জিকায় প্রদোষ কথাটি একটি তিথির নাম হিসেবেই ব্যবহার করা হয়েছে। ‘প্রদোষ’ হচ্ছে কল্প ও দোশার পুত্র।
প্রদোষের নিশীথ ও ব্যুষ্ঠ নামে দুই ভাইও ছিল। এই তিনটি নামের অর্থ যথাক্রমে রাত্রির সূচনা মধ্যভাগ ও অন্ত। প্রত্যেক পক্ষের দ্বাদশীর শেষ ও ত্রয় দেশের সূচনার অংশটিকে প্রদোষ বলা হয়। দক্ষিণ ভারতের সব শিব মন্দিরে প্র দেশ শিবের বাহন নন্দীর পূজা করা হয়ে থাকে। এই সময় নন্দীর পিঠে আরোহী শিব পার্বতীর উৎসব মূর্তিগুলি নিয়ে মন্দির চত্বরে শোভাযাত্রা করা হয়ে থাকে।
এবং এই সময় সেইসব দক্ষিণ ভারতের হিন্দু ধর্মালম্বীদের মধ্যে অনেক আনন্দ উৎসব করা হয়ে থাকে। আর এই কারণেই প্রদোষ ব্রতে সারাদিন ধরে উপবাস করে ওই বিশেষ সময়ে শিবের পূজা করা হয়। এই পূজার দিন পূজক অবশ্যই রুদ্রাক্ষ ও বিভূতি ধারণ করে থাকবেন। রুদ্রাক্ষ ও বিভূতি ধারণ করে অভিষেক চন্দন বিল্লা পত্র গ্রুপ-ডিপ ও নৈবদ্ধ দিয়ে শিব ের পূজা করবেন এবং সারাদিন ধরে শিবের আরাধনা করে যাবেন। এবং তখন অবশ্যই সুযোগ সবসময় শিবের কথা ভাববেন তার আড়ষ্ট দেবতা কাছে তিনি কতভাবে নিজেকে সমর্পণ করবেন সেই কথা ভাবতে থাকেন।
এবং ব্রতটিতে সব সময় ভগবান শিবের নাম জপ করেই কাটিয়ে দিতে হয়। বৃষ বাহন বা নন্দীর পিঠে অধিষ্ঠিত শিব পার্বতীর মধ্যে হিন্দু পুরান মতে বা পুরান অনুসারে দেবতারা ওষুধের হাত থেকে রক্ষা পেতে মহেশ্বর বাসীদের কাছে আসেন। দেবতারা যখন শিবের কাছে গিয়েছিলেন সেই সময়টি ছিল প্রদোষকাল। অর্থাৎ এক ত্রৈদোষী তিথিতে তারা কৈলাস পর্বতে গিয়েছিলেন। আর শিবের বাহন নন্দী তাদের সহায়তা করেছিলেন। সে অসুরবাদ করে দেবতাদের সাহায্য করেছিলেন। সেই থেকে শিব মন্দির গলিতে ত্রয়দশী তিথিতে নন্দীসহ শিবের পূজার রীতি চলে আসছে।
তাহলে আমরা এখন এই প্রদোষ শব্দের অর্থ কি বা প্রদোষ কেন ব্যবহার করা হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে পারি। কারণ আজকে আপনারা আমাদের এই পোস্টে এসেছেন শুধুমাত্র প্রদোষ শব্দটির অর্থ জানার জন্য। কারণ আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের শব্দই আমাদেরকে ব্যবহার করতে হয় আর সেই সকল শব্দের অর্থ আমাদের জানার প্রয়োজন হয়।
বিভিন্ন শব্দের অর্থ যদি আমরা না জানি বা যে সকল শব্দ আমরা ব্যবহার করে থাকি সে সকল শব্দের অর্থ যদি না জানি না না জেনে ব্যবহার করি তাহলে আমি যেমন কি শব্দ বললাম বুঝতে পারবে না অন্যজন এবং অন্যজন যদি এই না বোঝার অর্থ আমাদের সামনে বলে তাহলে আমরা কিছু বুঝতে পারব না। এই কারণে আমাদের উচিত হবে সকল ধরনের শব্দ আমাদের মনের মধ্যে গেছে রাখা শব্দের অর্থ জেনে রাখা। তাহলে অবশ্যই আমাদের ভাষা সুন্দর হবে এবং সকলের ঠিকমতো বুঝতে পারবে।
তাই এ পর্যায়ে আপনারা আজকে আমাদের এই পোস্টে এসেছেন প্রদোষ শব্দের অর্থ জানার জন্য। আপনারা অবশ্যই ইতিমধ্যে প্রদোষ শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কি অর্থে ব্যবহৃত হয় সে সকল বিষয়গুলি আপনারা ইতিমধ্যেই বিস্তারিতভাবেই জেনে ফেলেছেন বলেই ধারণা রাখছি। তারপরেও এখন আমাদের আসলে দেখে নিতে হবে যে প্রদোষ শব্দটির অর্থ কি কি
অর্থ ব্যবহৃত হয়েছে সে বিষয়গুলি আমরা কমবেশি জেনে ফেললাম আমাদের এই পোস্টের বক্তব্য গুলি পড়ে। তাহলে চলুন দেখা যাক প্রদোষ শব্দটির অর্থ। প্রদোষ বা প্রদোষম্ হল হিন্দু দেবতা শিবের একটি বিশেষ পূজানুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এটিকে প্রদোষ ব্রত বলা হয়। হিন্দুরা সূর্যাস্তের আগের ও পরের দেড় ঘণ্টা সময়কে বিশেষ পবিত্র মনে করেন।
Leave a Reply