সরণ কাকে বলে

সরণ কাকে বলে

আমরা এর আগেই দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত রয়েছি। তবে স্মরণ শব্দটি সঙ্গে আমরা দৈনন্দিন কথাবার্তা সেভাবে ব্যবহার করি না কিন্তু সরণ এই শব্দটির সাথে পরিচিত না হলেও কাজের সঙ্গে আমরা পরিচিত রয়েছি। আমরা বেগের কথা জানি। কারণ আমরা সব সময় বিভিন্ন গতিতে চলাফেরা করতে হয় কখনো গাড়ি কখনো রিক্সা কখনো হেঁটে। তাই আমরা বেগের সঙ্গে ভাগ্যতির সঙ্গে অবশ্যই পরিচিত রয়েছি। আমরা আমাদের চারপাশে অনেক রকম গতি দেখতে পাই। চলার গতি কোন গাড়ি গতি কাজের গতি ইত্যাদি বিভিন্ন ধরনের গতি সম্পর্কে আমরা অবগত রয়েছি। সম্ভাব্য গতির কোন শেষ নেই কিন্তু আমরা ইচ্ছে করলে কিছু কিছু গুরুত্বপূর্ণ গতির কথা আলাদা করে বলতেও পারি। এই গতিগুলি হলো সরলর রৈখিক ক্ষতি ঘূর্ণন গতি চলন গতি ইত্যাদি বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমরা জেনে থাকি। কোন কিছু যদি সরলরেখা যায় তাহলে সেই গতিটির নাম হচ্ছে সরল রৈখিক গতি।

আবার কোন কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে আবার বলা হয় ঘূর্ণন গতি। কোন কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোন একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে আবার বলা হয় চলন গতি। আমরা যদি গাড়ির ঘূর্ণায়মান টাকা বিবেচনায় আনি তাহলে সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ির চলন গতির উদাহরণ তখন গাড়িটি একটি বিন্দু একই সময় একই দিকে একই দূরত্বে অতিক্রম করছে। এরপরে আরেকটি গতির কথা বলা যায় সেটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি।

কোন নির্দিষ্ট গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা যায়। আমাদের হৃদপিন্ডের স্পন্দন পর্যাবৃত্ত গতির কারণ সেটি নির্দিষ্ট সময় পরপর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয়ে থাকে। তাই আজকে আমাদের সরণ সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিতে হবে যে সরণ কি। আমরা যদি এখন একটা উদাহরণের মাধ্যমে সরণ কথাটি কি সেটা বুঝিয়ে দিতে পারি।

উদাহরণটি হল দূরত্ব এবং সরল শব্দ দুটির মাঝে সম্পর্কটি এরকম যে আঁকাবাঁকা রাস্তাতে না গিয়ে যদি সরল পথে যাওয়া যায় অর্থাৎ এই একটি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোন দিকের কথা বলতে হবে না। তাই সরণ বলতে বোঝানো হয় যে একই বিন্দুর অবস্থানের সাপেক্ষে আরেকটি বিন্দুর অবস্থান। তুমি যদি সাইকেল দিয়ে আরও দুই কিলোমিটার অতিক্রম করে মোট ছয় কিলোমিটার পথ অতিক্রম করে কোন একটি বিন্দুতে পৌঁছাও তাহলে তোমার সরণ হবে সেই আট কিলোমিটার এবং এখানে তীরের দিকটি তোমার সরণের দিক যদিও তুমি আঁকাবাঁকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করেছ কিন্তু সরণ হয়েছে কম অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করলেই বেশি সরণ হবে সেটি সত্যি নয়। শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যকে সরণ বলা হয়।

অর্থাৎ কোন বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবত্তি ভেক্টর কে সরণ বলে। স্বর্ণের পরিমাপ হল দুইটি অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্ব এবং সরনের দিক প্রথম অবস্থান টি থেকে দ্বিতীয় অবস্থান টির দিকে হবে। আবার যদি বস্তুটি স্বার্থে গতিতে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব সরণের দৈর্ঘ্যে বেশি হবে। সরণকে S দাঁড়া প্রকাশ করা হয়। ভেক্টর একটি সরণ। এতক্ষণে আমরা আমাদের এই পোস্টে সরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে হাজির করলাম। তাহলে আপনারা অবশ্যই স্মরণ কি কাকে বলে এখান থেকে বুঝে নিতে পারবেন।

কারণ স্মরণ সম্পর্কিত সকল তথ্যই আমরা এখানে দিয়ে দিলাম। তারপরেও চলুন দেখা যাক যে স্মরণ এর সংজ্ঞা টা কি।
সরণ:কোনো গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়। সরণ সবসময় কোনো একটি নির্দিষ্ট দিক বরাবর পরিমাপ করা হয়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*