বর্তমান সময়ে গ্রাম পর্যায়ে কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক অথবা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। সাধারণত যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনেক দূরবর্তী এলাকায় বসবাস করে থাকেন এবং জরুরি ভিত্তিতে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হতে চান তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ ধরনের প্রকল্প চালু করেছেন।
প্রতিটা ইউনিয়ন পরিষদে অথবা প্রত্যেকটি স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি করে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন পদে লোকবল নিয়োগ করার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়ে থাকে। তাই কমিউনিটি ক্লিনিক গুলোতে বর্তমান সময়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে সেটা অনুযায়ী আপনারা যদি তথ্য জানতে চান অথবা এই পদের কাজ কি তা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পোস্ট পড়তে হবে।
প্রকৃতপক্ষে বাংলাদেশের জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেয়ে চলেছে এবং মানুষের শারীরিক অসুস্থতা এবং জরুরি ভিত্তিতে ডাক্তারের সঠিক পরামর্শ গ্রহণ করার বিষয়ে অনেকেই হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সরকারি মেডিকেল কলেজগুলোতে উপস্থিত হয়ে চিকিৎসা হিসেবে গ্রহণ করার সুযোগ পান না।
যেহেতু আমাদের দেশের জনগণ একটি মূল্যবান সম্পদ সেহেতু এই জনগণকে অবশ্যই সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ধরনের পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকলকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করছেন এবং তার মাধ্যমে স্বাস্থ্যসেবা সকলের মাঝে নির্দিষ্ট করছেন।
দৈনন্দিন জীবনে যে সকল চিকিৎসায় একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা বয়স অনুযায়ী যে সকল চিকিৎসা অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোর মাধ্যমে আমরা হয়তো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি এবং এগুলো পাওয়ার জন্য হয়তো দূরবর্তী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছে সেভাবে গ্রহণ করে থাকে।
কিন্তু আপনার ঘরের কাছে যদি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয় তাহলে আপনি সেটা দ্বারা অনেক উপকৃত হবেন এবং এক্ষেত্রে অনেক সময় মাতৃ স্বাস্থ্য কেমন আছে, অথবা একটা মা যখন সন্তান প্রসব করার আগ মুহূর্তে তাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইবেন অথবা তার স্বাস্থ্য অনুযায়ী কি ধরনের খাবার গ্রহণ করলে আরো উন্নতি করবেন তখন একজন কমিউনিটি ক্লিনিক এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এগুলো প্রদান করবেন অথবা জানিয়ে দিয়ে থাকবেন।
তাছাড়া একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বিভিন্ন সময় যখন শিশুদের টিকা প্রদান করা হয় তখন সেই টিকা কর্মসূচিতে যাতে আপনাকে অনেক দূরে যেতে না হয় তার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিকে গেলে আপনারা এই সেবা গ্রহণ করতে পারেন। জরুরী ভিত্তিতে আমরা যখন কোন ধরনের সমস্যায় পড়ে থাকি অথবা জল থেকে শুরু করে সর্দি কাশি ও অন্যান্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়
তখন এই সকল কমিউনিটি ক্লিনিক আমাদের পাশে এসে দাঁড়ায় অথবা তাদের কাছে গিয়ে আমরা এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারি। তাছাড়া জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেখা যাবে যে বর্তমান সময়ে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা অনেকাংশে লাভ হবে এবং এর মাধ্যমে জনসংখ্যা নির্দিষ্ট পরিমাপের মধ্যে থাকবে।
অর্থাৎ উপরের উল্লেখিত প্রত্যেকটি কাজ কমিউনিটি ক্লিনিকে চালু করা হবে এবং এই সকল কাজের ক্ষেত্রে যে ব্যক্তি দায়িত্ব পালন করবেন অথবা এ সকল কাজ যার মাধ্যমে পরিচালিত হয়ে থাকবে তিনি একজন কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার।
তেমনি যেমন উপরের উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে দায়িত্ব পালন করবেন তেমনিভাবে পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন। তাই আপনি যদি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাজ সম্পর্কে অবগত হতে চান তাহলে উপরের দিকে আপনাদের জন্য শিশু স্বাস্থ্য অথবা টিকা কর্মসূচি অথবা প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে যে ধারণা প্রদান করা হলো সেগুলোই আপনাদেরকে পালন করতে হবে।
Leave a Reply