
আপনারা যারা বড় হয়েছেন এবং জীবনের মানে জানতে চাইছেন তাদের জন্য আমরা এখানে জীবনের মানে কি সেটা সম্পর্কে জানিয়ে দেব। অর্থাৎ জীবন নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের কাছে জীবনের প্রকৃত অর্থ কি অথবা যারা সফলতার দ্বারপ্রান্তে গিয়ে জীবনকে কিভাবে ব্যবহার করলে ভালো হবে সেটা জানতে চান তাদের উদ্দেশ্যে আমরা এখানে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব।
আমরা যদি জীবনের মানে জানতে পারি তাহলে জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে পারব। কিন্তু অনেক সময় আমরা জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারি না এবং এটা হেলায় নষ্ট করে দি বলে পরবর্তীতে আমাদেরকে আফসোস করা লাগে। তাই খুবই ক্ষুদ্র সময়ের জন্য এই পৃথিবীতে এসেছেন বলে অবশ্যই নিজের জীবনকে সঠিকভাবে ব্যবহার করবেন যাতে নিজের ভেতরে আত্ম গরিমা ফুটে ওঠে।
এই পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন খুবই অসহায় অবস্থায় থাকে। এই অবস্থা থেকে মহান সৃষ্টিকর্তা পরিবারকে দায়িত্ব দিয়ে থাকেন এবং পরিবার আপনাকে হয়তো বড় করে তোলেন। তাছাড়া পরিবার আপনাকে যতটা নিরাপত্তার সঙ্গে এবং যতটা আদব-কায় তার মধ্য দিয়ে বড় করে তোলেন তাতে করে আপনি যখন বড় হবেন তখন এই পরিবারের প্রতি
আপনার অনেক অনেক দায়িত্ব থাকবে। তাছাড়া এটা রক্তের সম্পর্ক হওয়ার কারণে বড় হয়ে আপনি যখন পড়ালেখা শেষ করবেন অথবা নির্দিষ্ট কোন কর্মে ঢুকে যখন কাজ করবেন তখন দেখা যাবে যে সেখান থেকে টাকা ইনকাম এর ফলে পরিবারের প্রতি আপনার অনেক দায়িত্ব পালন করা লাগবে।
তাই আপনি যখন বড় হবেন তখন জীবনের উদ্দেশ্য নিয়ে সকলের প্রতি সহমর্মিতার আচরণ বজায় রাখতে হবে। আপনি বড় হয়ে গেলে যদি অতীতের দিনগুলো ভুলে যান এবং আপনার পিতা মাতার প্রতি কর্তব্যগুলো ভুলে যান তাহলে কখনোই সেটা আসল মনুষত্বের পরিচয় প্রকাশ করবে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যখন জীবনে বড় হবো তখন অবশ্যই আমাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করতে শুরু করব পরিবারের দায়িত্ব গ্রহণ করতে শুরু করব।
পরিবারের পাশাপাশি আমাদের জীবনে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি এবং বিভিন্ন মানুষ আমাদের জীবনে অনেক সময় এতটাই ভূমিকা পালন করে যে তাদের মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি।
তাই আপনার কাছে যখন আপনার পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তখন পরিবারের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি আপনার সামর্থ্য অনুযায়ী আশেপাশের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যখন আপনি নিজের সমর্থ্য অনুযায়ী প্রত্যেকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তখন আপনার দ্বারা যদি অন্য মানুষের উপকৃত হতে পারে তাহলে দেখা যাবে যে আপনার এই শিক্ষা অনেকের জীবনে কাজে লাগবে।
তাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আপনি যে শুধু নিজের ভোগ বিলাসের সময়কে কাজে লাগাবেন অথবা অর্জিত অর্থ নিজের জীবনের প্রতি ব্যয় করবেন এমন মানসিকতা ছেড়ে দিন। কারণ জন্ম গ্রহন করা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনের সঙ্গে অনেক অনেক মানুষের জীবন জড়িত রয়েছে অথবা তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। আশা করছি উপরের আলোচনার ভিত্তিতে আপনারা জীবন মানে কি সেটা বুঝতে পেরেছেন।
Leave a Reply