যুক্তিবিদ্যার জনক কে

যুক্তিবিদ্যার জনক কে

মানুষ অনুমান নির্ভর অনেক কথাই বলে থাকে, তবে সেই সব কথার সবগুলোরই কোন যুক্তি থাকে না। অনুমান নির্ভর সেই কথাগুলিকে তারা যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে তাহলেই সে কথাটি সকল জনগণ গ্রহণ করে। আর এভাবে যুক্তিবাদী কথাগুলাই আসলে যুক্তিবিদ্যা। ভুলকে পরিহার করে সত্যকে গ্রহণ করা সবার প্রবণতা বেশি। তাই অনুমান নির্ভর না হয়ে যুক্তি সহ সকল তথ্য উপস্থাপন করাই হলো যুক্তিবিদ্যা। তাহলে আমরা বলতে পারি ভ্রান্তকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা তার সহায়ক প্রক্রিয়াগুলোকেই আসলে যুক্তিবিদ্যা বলে থাকে।

যুক্তিবিদ্যাটি ইংরেজি Logic এর প্রতিশব্দ এটি গ্রিক শব্দ Logike থেকে এসেছে। আবার Logike শব্দটি গ্রিক Logos শব্দটির বিশ্লেষিত রূপ। সুতরাং আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা বা যুক্তিবাদী বিজ্ঞান। আবার চিন্তা শব্দটি মনোবিজ্ঞানে বহুলভাবে প্রচলিত হলেও এটি একটি অনুমান নির্ভর শব্দ বলেই গ্রহণ করা হয়ে থাকে। বিভিন্ন যুক্তিবাদী বিভিন্নভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সংজ্ঞা এখানে উল্লেখ করা হলো।

দার্শনিক জোসেফের মতে,
“যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান।”
আবার হোয়েটলি বলেন,
“যুক্তিবিদ্যা হলো যুক্তিপদ্ধতির বিজ্ঞান ও কলা।”
দার্শনিক টমসনের মতে,
“যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলীর বিজ্ঞান।”
দার্শনিক হ্যামিলটন বলেন,
“যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলীর বিজ্ঞান।”

এ ধরনের সংজ্ঞা গুলি একেবারেই ভুল কোন সংজ্ঞা নয় তারপরেও আমরা বলতে পারি যে ” যুক্তিবিদ্যার সংজ্ঞায় একথা বলা যায়, যে বিদ্যা যুক্তি ও তার সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোর সাহায্যে যথার্থ যুক্তি প্রয়োগ ও অযথার্থ যুক্তি পরিহার করতে সহায়তা করে তাকে যুক্তিবিদ্যা বলে।

যুক্তিবিদ্যা সম্পর্কে অনেক কথাই বলা হলো তাহলে এখন দেখা যাক যুক্তিবিদ্যার জনক কে। গ্রীক দার্শনিক অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে চিকিৎসা শিল্প সাহিত্য বিজ্ঞান দর্শন ইত্যাদি সকল শাস্ত্রের আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য উক্তি ভাষণ প্রকাশ করা থাকে। তাই আপনাদের চলার পথে যে ধরনের উক্তি ভাষণ বা প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেগুলি আমাদের ওয়েবসাইট থেকে পেতে পারেন।

তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট থেকে উক্তিগুলি তথ্যগুলি প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নেওয়া যায়। আবার আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তর বা কোন তথ্য ডাউনলোড করে নিতে আপনার এক্সট্রা কোন টাকা পয়সা খরচ হয় না। তাই আপনারা চাইলেই একদম ফ্রিতে আপনার প্রয়োজনীয় উত্তরটি বা তথ্যটি ডাউনলোড করে নিতে পারবেন। মানুষের জীবন কখনো কল্পনা নির্ভর হতে পারে না। যারা শুধু কল্পনায় চলতে চায় বা স্বপ্নের ঘোরের মধ্যে চলতে চায় তাদের জীবন একসময় খাদের মধ্যে পতিত হয়। তাই আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন সেটি অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে আসলে কেন ঘটলো এমন। আর এই যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করাটাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ।

তাই প্রত্যেকটি জিনিস যখন যুক্তি দিয়ে চিন্তাভাবনা করব তখন জীবনটা আসলেই সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। তাই এই কথা বলা যেতে পারে যে যুক্তিবিদ্যা মানুষের জীবনের অপরিহার্য অংশ। সকলেরই যুক্তিবিদ্যা অধ্যয়ন করা উচিত। যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ জীবন গড়ে তোলা আমাদের সকলেরই কর্তব্য। জ্ঞানীরা অর্থাৎ মুনি ঋষিরা বলে গেছেন ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। তাই সকল চিন্তাভাবনায় আমাদের যুক্তি দিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

প্রতিটা শিক্ষার্থীও আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করতে পারে। তারা ভিজিট করলে আমাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য গুলি তাদের জীবনের জন্য অনেক কাজে লাগবে। কারণ আমরা শিক্ষার্থীদের জন্য তাদের শ্রেণী অনুযায়ী সকল বিষয়ের প্রশ্নের উত্তরগুলি প্রকাশ করে থাকি। তাই তারা যদি চায় তাহলে পাঠ্যপুস্তকের পাশাপাশি অথবা শ্রেণীর পড়ালেখার পাশাপাশি আমাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য গুলি দেখতে থাকলে ভবিষ্যৎ জীবনে যে জ্ঞান অর্জিত হবে তারা তাদের কোথাও ঠেকে যেতে দিবেনা।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*