
একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করা হয়েছে এবং এই ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করে ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে আবেদন করার সুযোগ প্রদান করা হচ্ছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইন ভর্তির কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এসএসসি পরীক্ষায় যত নাম্বার পেয়েছেন সেই নাম্বারের ভিত্তিতে আপনারা যখন পাঁচ থেকে দশটি কলেজ প্রদান করে আবেদন করবেন তখন সেই আবেদনের উপর ভিত্তি করে এবং আপনার প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং আসন সংখ্যা অনুযায়ী আপনাকে ভর্তির সুযোগ প্রদান করা হবে।
তাই ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন ২০২৪-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমে অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই ভর্তির বিজ্ঞপ্তি দেখে প্রত্যেকটি তথ্য সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ভর্তি কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখের ভিতরে প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে পারলে ফলাফল জেনে নিয়ে ভর্তি নিশ্চয়ন এবং চূড়ান্ত ভর্তির কার্যক্রম গুলো সম্পন্ন করতে পারবেন।
২০২৪ সালের এসএসসি পরীক্ষা গ্রহণ করার পরে নভেম্বর মাসের ২৮ তারিখে এই ফলাফল প্রকাশিত হয় এবং সারা দেশের প্রত্যেক শিক্ষা বোর্ডের সর্বমোট ২ লক্ষ ৬৯ হাজার শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সাধারণত এই সকল শিক্ষার্থী সবার পর্যায়ে নাম্বার ওয়ান কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং আসন সংখ্যা সীমিত থাকার কারণে অবশ্যই রিস্ক না নিয়ে সেফ জোনে থেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আপনি যখন ২০২৪ সালের এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবেন তখন অনলাইন সার্ভিসের দোকানে অবশ্যই গিয়ে খোঁজ নিবেন সর্বনিম্ন কত পয়েন্টে ২০২১ সালের ভর্তি কার্যক্রমে ভর্তির সুযোগ প্রদান করা হয়েছে।
তাছাড়া অভিজ্ঞ বড় ভাই-বোনদের থেকে অথবা অভিজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ গ্রহণ করে আপনারা এই কাজগুলো করতে পারলে সবচাইতে ভালো হবে এবং এক্ষেত্রে প্রথম মেধা তালিকায় আপনার ভর্তির সুযোগ অথবা ভর্তির চান্স সবচাইতে বেশি। তবে যাই হোক আপনারা ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করে ডিসেম্বর মাসের ৮ তারিখ থেকে যত তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ প্রদান করা হবে ঠিক তত তারিখের ভেতরেই আবেদন করে রাখবেন। প্রথম মেধা তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার যদি কাঙ্খিত কলেজ চলে আসে তাহলে আপনারা নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে ভর্তি নিশ্চায়ন করে রাখবেন।
তবে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন প্রাথমিক আবেদন করবেন তখন সেই আবেদনে প্রত্যেকটি তথ্য প্রদান করার ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করতে হবে। কোন কারণে তথ্যগত কোন ভুল হলে পরবর্তীতে তার সংশোধন করার সুযোগ নেই অথবা মোবাইল নাম্বারের বিষয়ে কোন তথ্য সংশোধন করার সুযোগ নেই বলে আপনারা এগুলো প্রদান করার সময় নিজ দায়িত্বে ভালো মতো দেখে দিবেন। প্রাথমিক আবেদনের জন্য ১৫০ টাকা অনলাইন চার্জ নির্ধারণ করা হয়েছে।
আবেদন সম্পন্ন হয়ে গেলে ভর্তি নিশ্চয়ন করে রাখবেন এবং প্রথম মেধা তালিকায় যদি আপনার কাঙ্খিত কলেজ না আসে অথবা আপনি যদি সেখানে চান্স পেয়ে না থাকেন তাহলে আপনাকে মাইগ্রেশন করতে হবে। আপনারা আবেদন করার পর সর্বমোট তিনবার মাইগ্রেশন করার সুযোগ পাবেন।
কোনভাবে যদি আপনার মাইগ্রেশন এর মাধ্যমে কাঙ্খিত কলেজের নাম চলে আসে এবং সেখানে যদি আপনি ভর্তি হতে ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে ভর্তি নিশ্চয়ন করে রাখবেন। সকল ভর্তি নিশ্চয়ায়নের শিক্ষার্থীদের নির্দিষ্ট দিনে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করার কথা বলা হবে। নির্দিষ্ট পরিমাণ ভর্তির খরচ প্রদান করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ নিজ কলেজে গিয়ে জমা দেবেন এবং সেখানে ভর্তি চূড়ান্তভাবে হয়ে যাবেন।
ভর্তির কার্যক্রম জানুয়ারি মাসের মধ্যে শেষ করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস ব্যবস্থা শুরু হবে এবং সেখান থেকে আপনারা একাদশ শ্রেণীর ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে ২০২৪ সালের এই ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
Leave a Reply