আপনারা যারা এখন পর্যন্ত 3জি সিম ব্যবহার করছেন তারা যদি এই 3জি সিমকে 4g সিমের রূপান্তর করেন তাহলে পাবেন বিশেষ কিছু অফার। এছাড়া শুধুমাত্র 4জি যে অফার গুলো এয়ারটেল কর্তৃপক্ষ দিচ্ছে সেই অফার গুলো নিয়ে আজকে কথা বলব। সাধারণত ইন্টারনেট স্পিড বৃদ্ধি করার লক্ষ্যে 4জি বাংলাদেশে কয়েক বছর আগে চালু করা হয় কিন্তু এখন পর্যন্ত ১০০% 4জি সিম বাংলাদেশে চালু করা হয়নি।
তার কারণ হলো যারা আগে 3জি সিম ব্যবহার করত তাদের মধ্যে অনেকে রয়েছে যারা সেই 3জি সিমকে 4 জি তে রূপান্তর করেন এর ফলে তারা সঠিক স্পিড বা সঠিক নেটওয়ার্ক অসুবিধা পায় না। বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এয়ারটেল কর্তৃপক্ষ চেষ্টা করেছে একেবারেই ফ্রিতে 3জি সিমকে 4g তে রুপান্তর করতে তারপর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রিতে তারা আর 4জি সিম করবে না। তবে আপনি যদি আপনার কাছে থাকা 3জি সিম টি কে ফোর জিতে রূপান্তর করতে চান তাহলে নিকটস্থ কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে কিছু চার্জ প্রদান করে আপনি এটা করতে পারবেন।
আজকে আমরা জানার চেষ্টা করব 3জি সিম থেকে আপনি 4জি তে রুপান্তর করার ক্ষেত্রে কিভাবে করবেন এবং এটাতে আপগ্রেশন কি কি সুবিধা আপনি পাচ্ছেন। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং জানুন এই তথ্যগুলো সম্পর্কে। অবশ্যই 3জি থেকে 4জিতে রূপান্তর করতে হলে আপনাকে ২৫০ টাকা চার্জ প্রদান করতে হবে। এখানে আপনার সিমটিকে রিপ্লেসমেন্ট করে দেয়া হবে যেখানে ২৫০ টাকা চার্জ প্রদান করতে হবে।
3জি থেকে 4জিতে রূপান্তরের বোনাস ২০২৪
আপনারা যারা আপনার কাছে থাকা রবি 3g সিম কে ফোর জিতে রূপান্তর করবেন তাদের জন্য একটি খুশির খবর হচ্ছে তারা অনেক বড় একটি বোনাস পাবেন। তার কারণ হচ্ছে আপনারা যদি ২৫০ টাকা খরচ করে আপনাদের সিমটির রিপ্লেসমেন্ট করে 4জিতে আসেন তাহলে আপনাকে দেওয়া হবে 7 gb ইন্টারনেট বোনাস। 7জিবি ইন্টারনেট বোনাস সম্পূর্ণই 4জি ইন্টারনেট বোন আছে যেটা আপনাকে আপনার ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন করে দেখাবে।
এই 7জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭ দিন। আপনার হাতে থাকা 3জি সিমটিকে রিপ্লেসমেন্ট করতে আপনাকে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার অফিসে উপস্থিত হতে হবে । কাস্টমার কেয়ার অফিসে উপস্থিত হতে পারলে সাধারণত খুব সহজেই 3জি সিম ফোর জিতে রূপান্তর করা যায় এবং এখানে আপনার খরচ হবে সর্বোচ্চ ২৫০ টাকা।
এয়ারটেল এর বিভিন্ন ইন্টারনেট অফার
এয়ারটেলে বর্তমানে বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার দিচ্ছে এবং সেই ইন্টারনেট অফার গুলো আপনি খুব সহজে একটিভ করতে পারবেন শুধু airtel apps ব্যবহার করে। এয়ারটেল ইন্টারনেট অ্যাপস ব্যবহার করে অনলাইনে এর মাধ্যমে কিভাবে আপনি এই অফারগুলো উপভোগ করতে পারেন সে সম্পর্কে আমরা আপনাদের জানাবো। আমরা যে ইন্টারনেট অফার গুলো সম্পর্কে আপনাদের কথা বলব সে ইন্টারনেট অফার গুলো একেবারে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে।
এয়ারটেল থেকে আপনি ১.৫ জিবি ইন্টারনেট কিনতে পারবেন শুধুমাত্র ৫২ টাকা দিয়ে। এই ১.৫ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭২ ঘণ্টা এবং আপনি অনায়াসে এই ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এই ইন্টারনেট ক্রয় করতে হলে আপনাকে সরাসরি এয়ারটেল অ্যাপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সেটা ক্রয় করতে হবে।
এছাড়াও এয়ারটেল থেকে ৩.৫ জিবি ইন্টারনেট ক্রয় করতে পারবেন শুধুমাত্র 92 টাকা দিয়ে। আপনি একই প্রসেসে ইন্টারনেট ক্রয় করতে পারেন এবং এই ইন্টারনেটের মেয়াদ থাকছে 72 ঘন্টা। এয়ারটেল থেকে ৭ জিবি ইন্টারনেট এক সপ্তাহের মেয়াদে আপনি ক্রয় করতে পারেন। ৭ দিন মেয়াদী এই ইন্টারনেট কিনতে আপনার খরচ হবে ১৯২ টাকা এবং আপনি অনলাইনের মাধ্যমে একই পদ্ধতিতে ইন্টারনেট ক্রয় করতে পারেন।
Leave a Reply