
সাধারণত বর্তমানে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ডাটা চেকের সুবিধা নিয়ে এসেছে। শুধুমাত্র যে ডাটা ব্যালান্স আলাদাভাবে চেক করা যায় এমন নয় আপনি চাইলে আপনার মোবাইলের মূল ব্যালেন্স এবং আরো অন্যান্য ব্যালেন্স গুলো আলাদা আলাদা ভাবে চেক করতে পারবেন। এটা মূলত গ্রাহকদের ভালো মানের সেবা দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল কোম্পানিগুলো চালু রেখেছে।
মোবাইল অপারেটর কোম্পানি গুলোর মধ্যে এয়ারটেল হচ্ছে অন্যতম। তাই এয়ারটেল সব সময় চেষ্টা করে গ্রাহকদের ভালো মানের সেবা প্রদান করতে। যদি ভালো মানের গ্রাহক সেবা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই ভালো মানের সুযোগ সুবিধা প্রদান করতে হবে গ্রাহকদের। এবং সেটা অব্যাহত রাখতে হবে তার কারণ হলো আপনি কয়েকদিন সেবা প্রদান করলেন এবং সেটা পরবর্তীতে বন্ধ করে দিলেন এটা মোটেও ভালো দিক নয়।
এয়ারটেল মেইন ব্যালেন্স চেক কোড ২০২৪
সাধারণত আমরা যখন বাটন ফোন ইউজ করতাম তখন কোন মোবাইল কোম্পানির ব্যালেন্স চেক করতে হলে আমাদের ডায়াল করতে হতো। কিন্তু বর্তমানে স্মার্টফোন আসার ফলে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করছি যেখানে ব্যালেন্স চেক করার জন্য আমরা অ্যাপসে প্রবেশ করি। যার কারণে ব্যালেন্স চেক করতে কত ডায়াল করতে হবে সেটার কথা আমরা আস্তে আস্তে ভুলেই চলেছি। তবে আপনি যদি বাস্তবে ভুলে যান এয়ারটেলের ব্যালেন্স অর্থাৎ মুল ব্যালেন্স চেক করতে হলে কি ডায়াল করতে হবে তাহলে আমরা আপনার পাশে আছি।
*778# এই কোড আপনাকে ডায়াল করতে হবে এয়ারটেল এর মূল ব্যালেন্স চেক করতে হলে। যারা এখন পর্যন্ত এই কোড কোনদিন ডায়াল করেননি তাদেরকে বলব একটি বার হল ডায়াল করে চেক করে নিতে পারেন। মত অ্যাপসের মাধ্যমে এই কোডের কোন প্রয়োজন নেই তবে যদি আপনি বার ফোন ইউজ করেন অথবা আপনার ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি সরাসরি ডায়াল করে দেখতে চান তাহলে এই কোড আপনাকে সাহায্য করবে।
এয়ারটেল ডাটা ব্যালান্স চেক কোড ২০২৪
সাধারণত যারা ইন্টারনেট ক্রয় করে থাকেন এবং ইন্টারনেট নিয়মিত ব্যবহার করে থাকেন তাদের মাথায় সবসময় ইন্টারনেট ব্যালেন্সের একটি পরিকল্পনা থাকে। কি পরিমান ব্যালেন্স তার কাছে আছে এবং সেটা কত দিন মেয়াদের আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে এ সম্পর্কে পরিকল্পনা করতে হলে অবশ্যই আপনাকে এয়ারটেল ডাটা ব্যালেন্স নিয়মিত চেক করতে হবে।
তবে এয়ারটেল ডাটা ব্যালান্স চেক করতে হলে অবশ্যই আপনাকে সেই ব্যালেন্স ডায়াল করে চেক করার কোডটি জানতে হবে। দুইটি কোড রয়েছে যেকোনো একটি ব্যবহার করতে পারেন আমরা দুইটি কোড আপনাদের সামনে তুলে ধরছি।*778*39# & *778*4# লিখিত এই দুটি কোড এর মধ্যে আপনি যেকোনো একটি কোড ব্যবহার করে airtel ডাটা প্যাকেজ চেক করতে পারেন।
এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড ২০২৪
যারা সাধারণত পুরো মাসের জন্য মিনিট ক্রয় করেন তারা সবসময় পরিকল্পনা করেন সেই মিনিট কিভাবে শেষ করা যায়। মূলত যারা অনেক ব্যস্ত থাকেন এবং প্রচুর কথা বলেন তাদেরকে ক্ষেত্রে মাসিক মিনিট কেনার প্রবণতা বেশি দেখা যায়। তবে বারবার যদি আপনি এই মিনিট ব্যালেন্স চেক করতে চান তাহলে কিভাবে ডায়াল করে সেটা চেক করবেন এটা আপনার জানা উচিত। এখানে আমরা আপনাদের সঙ্গে আছি।*778*5# / *778*8# এই দুটি কোডের মধ্যে আপনি চাইলে যেকোনো একটি কোড ব্যবহার করতে পারেন আপনার মিনিট ব্যালেন্স চেক করার জন্য।
এয়ারটেল অফার ব্যালেন্স চেক কোড ২০২৪
বিভিন্ন সময় দেখা গেছে যে অনেক অফার আপনার সিমে থেকে যায় কিন্তু আপনি সেই অফার সম্পর্কে না জানার কারণে অফারটি উপভোগ করতে পারেন না। এই অফার সম্পর্কে নিয়মিত জানতে হলে আপনাকে অবশ্যই একটি কোড ডায়াল করতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন। *১২১#ৎএই কোড ডায়াল করার মাধ্যমে আপনি এয়ারটেলে থাকা সকল অফার গুলোর সম্পর্কে অবগত হতে পারবেন এবং অফার গুলো উপভোগ করতে পারবেন।
Leave a Reply