এয়ারটেল এসএমএস অফার ও প্যাকেজ ২০২৪ জেনে নিন এয়ারটেল সিমের সকল এসএমএস প্যাকেজ ও মেয়াদ

আমাদের আজকের আলোচ্য বিষয় এয়ারটেল এসএমএস অফার ও প্যাকেজ। এই লেখাটি পড়ার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এয়ারটেল সিমের সকল এসএমএস প্যাকেজ ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত। কিভাবে প্রতিটি এসএমএস প্যাকেজ এক্টিভেট করতে হবে সে সংক্রান্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে আর্টিকেল এর শেষে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেয়া যাক এয়ারটেল এসএমএস অফার সম্পর্কে।

এয়ারটেল এসএমএস প্যাকেজ

এয়ারটেলে অসংখ্য এসএমএস প্যাকেজ রয়েছে। কতগুলো দৈনিক মেয়াদে আবার কতগুলো সাপ্তাহিক মেয়াদে। এমন কিছু এসএমএস বান্ডেল রয়েছে যেগুলো আপনি 15 বা 30 দিন মেয়াদ এর ভিত্তিতে ক্রয় করতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমরা এয়ারটেলের সকল এসএমএস প্যাকেজ সম্পর্কে বর্ণনা করব। শুধুমাত্র এসএমএস প্যাকেজ ছাড়াও এয়ারটেলে বেশকিছু কম্ব প্যাকেজ রয়েছে। যেগুলোতে আপনি মিনিট বা ইন্টারনেট প্যাকেজের সাথে সাথেই এসএমএসও পেয়ে যাবেন।

এছাড়াও আপনি প্রতিটি এয়ারটেল নতুন সংযোগের সাথে বেশ কিছু এসএমএস ফ্রি পাবেন। মাঝে মাঝে এয়ারটেল বন্ধ সংযোগ চালু করলেও এসএমএস অফার দিয়ে থাকে।

তাহলে চলুন দেখে নেয়া যাক এক নজরে বর্তমানে এয়ারটেল এর কি কি এসএমএস অফার রয়েছে।

  • 40 এসএমএস 2 টাকায়
  • 150 এসএমএস 5 টাকায়
  • 35 এসএমএস 2 টাকা
  • 125 এসএমএস 5 টাকা
  • 1250 এসএমএস 25 টাকায়
  • 3000 এসএমএস 37 টাকায়

এখানকার কতগুলো প্যাকেজ শুধুমাত্র মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করে এক্টিভেট করা যাবে। চলুন এবার জেনে নেয়া যাক প্রতিটি এসএমএস প্যাকেজ কিভাবে চালু করতে হবে এবং কি কি শর্ত মেনে ব্যবহার করতে হবে।

৪০ SMS ২ টাকা

চল্লিশটি এসএমএস মাত্র 2 টাকায় পাবেন 12 ঘন্টা মেয়াদের জন্য। এই প্যাকেজটি এক্টিভেট করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *321*200#

*778*6# ডায়াল করার মাধ্যমে অব্যবহৃত এসএমএস এর মেয়াদ ও পরিমাণ জানা যাবে। যেকোনো লোকাল নাম্বারে পাঠানো যাবে এসএমএস।

শর্ত সমূহ নিম্নরূপঃ

  1. শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা এই প্যাকেজটি এক্টিভেট করতে পারবেন।
  2. যতবার খুশি ততবার এক্টিভেট করা যাবে প্যাকেজটি।
  3. এয়ারটেল যেকোনো সময় এই প্যাকেজটি বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

১৫০ SMS ৫ টাকা

24 ঘন্টা মেয়াদের জন্য এই আকর্ষণের এসএমএস প্যাকেজ টি যে কেউ এক্টিভেট করতে পারবে। *321*500# ডায়াল করে এক্টিভেট করতে হবে এই বান্ডেল অফারটি।

প্যাকেজের মেয়াদ জানতে ডায়াল করতে হবে *778*6#।

শর্ত সমূহ নিম্নরূপঃ

  1. প্যাকেজের মূল্য 5 টাকা।
  2. যেকোনো নাম্বারে পাঠানো যাবে এসএমএস।
  3. শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা এই প্যাকেজটি চালু করতে পারবে।

১২৫০ SMS ২৫ টাকা

আকর্ষণীয় এই এসএমএস প্যাক আছে শুধুমাত্র এয়ারটেল অ্যাপ ব্যবহারকারীরা এক্টিভেট করতে পারবে। প্যাকেজের মেয়াদ থাকবে ৩০ দিন।

এ অফার চালু করার জন্য প্রথমে তোমার My Airtel অ্যাপ ওপেন করো।

এরপর অফার বাটনে চাপ দাও।

তারপর মেনু হতে 1250 এসএমএস-এর প্যাকেজটি খুঁজে নাও।

সবশেষে Buy বাটনে ক্লিক করে প্যাকেজটি এক্টিভেট করে ফেলো।

৩০০০ SMS ৩৭ টাকা

মাত্র 6 দিন মেয়াদের জন্য বিশাল এই এসএমএস অফারটি একটিভেট করতে ডাউনলোড করা লাগবে মাই এয়ারটেল অ্যাপ। যাদের ইতিমধ্যেই অ্যাপটি ইনস্টল করা রয়েছে তাদেরকে আলাদা ভাবে অ্যাপ ইন্সটল করা লাগবে না।

যেভাবে প্যাকেজটি এক্টিভেট করবেনঃ

প্যাকেজটি এক্টিভেট করার পূর্বে অবশ্যই আপনার মেইন একাউন্ট ব্যালেন্স এ ৩৭ টাকা রাখতে হবে। এরপর নিচের ধাপগুলো অবলম্বন করতে হবে।

  1. প্রথমে এয়ারটেল অ্যাপ ওপেন করো।
  2. এরপর বান্ডেল অফার এ ক্লিক করো।
  3. তারপর অপশন হতে 3000 এসএমএসের প্যাকেজটি খুঁজে বের করো।
  4. Buy লেখার উপরে ক্লিক করে প্যাকেজটি এক্টিভেট করে ফেলো।

আশা করব তুমি কোন রকম ঝামেলা ছাড়াই প্যাকেজটি এক্টিভেট করে ফেলেছ।

সর্বশেষ কথা

মনোযোগ সহকারে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। আমাদের সার্ভিসে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। আপনি প্যাকেজ কেনার সময় কোন সমস্যার সম্মুখীন হলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*