
শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য যারা বিভিন্ন ওয়েবসাইট পেইজে খোঁজ করতেছেন তাদেরকে স্বাগত জানাই আমাদের এই অনলাইন ভিত্তিক শিক্ষা বিষয়ক ওয়েবসাইট পেজ। এখানে মূলত শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন তথ্য সম্পর্কে ছাত্র-ছাত্রীদের দেশে তুলে ধরা হয়।
আমরা আমাদের এই ওয়েব পেজে চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে আপনাদের জন্য। আমরা বাংলা ব্যাকরণ এর যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হল ভাব সম্প্রসারণ। ইতোমধ্যে আমরা অনেক ভাব-সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আজো আমরা আপনাদের জন্য একটি ভাব সম্প্রসারণ এ আলোচনা করব।
আলো বলে, ‘অন্ধকার, তুই বড় কালো’/ অন্ধকার বলে, ’ভাই, তাই তুমি আলো!’
মূল ভাব: আলো আর আঁধার, সুখ আর দুঃখ, আনন্দ আর বেদনা জীবনে পাশাপাশি আছে বলেই জীবনের আসল বৈশিষ্ট্য অনুবাধন করা যায়। একটিকে ছাড়া অপরটি অস্তিত্ব থাকে না। বরং আধারের জন্য আলো যেমন স্পষ্ট হয়ে ওঠে জীবনের সুখ-দুঃখের পটভূমিকায় উজ্জ্বল হয়ে ওঠে।
সম্প্রসারিত ভাব: সৃষ্টিকর্তা আলো-অন্ধকার সৃষ্টি করেছেন। আলো আছে বলে আঁধার আছে । আঁধার আছে বলে আলোর পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। আলো এবং অন্ধকার পরস্পর বিপরীত ধর্মী হলেও একে অপরের পরিপূরক। মানবজীবনের সর্বত্রই আলো আঁধার রূপ সুখ-দুঃখের সমাবেশে দেখতে পাওয়া যায়। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা মাত্র । জীবনে আলো-আঁধার, সুখ-দুঃখ, আনন্দ-বেদনার পাশাপাশি আছে বলেই জীবনের প্রকৃত বৈশিষ্ট্য সহজে অনুবাধন করা যায়। আলো এবং অন্ধকার পরস্পরের পরিপূরক।
পৃথিবীতে সুখের অস্তিত্ব আছে বলেই মানুষের দুঃখকে হাসিমুখে বরণ করে। আর দুঃখ আছে বলেই মানুষ সুখে বসবাস করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তেমনি এ পৃথিবীতে আলো ও অন্ধকারের রয়েছে সহাবস্থান। কেউ কারো অস্তিত্বকে অস্বীকার করতে পারে না। অন্ধকার ছাড়া আলো যেমন মূল্যহীন, তেমনি আলো ছাড়াও পৃথিবী অচল। রাত এলেই আমরা অনুধাবন করি উজ্জ্বল সূর্যের গুরুত্ব। পুবের আকাশে ভোরের সূর্য উঁকি দিলেই আমাদের মনে আশার আলো জেগে ওঠে।
সৃষ্টি ধ্বংস জন্ম-মৃত্যু আলো-আঁধার সুখ-দুঃখ এসবই পরস্পর বিপরীত ধর্মী হলেও একে অপরের পরিপূরক। নিরবচ্ছিন্ন সবকিছুই অস্তিত্বই মূল্যহীন। মৃত্যু অবধারিত বলেই জীবন এত মূল্যবান। পৃথিবীতে মৃত্যুর উপস্থিতি না থাকলে জীবন মূল্যহীন। ধ্বংসের ভয় আছে বলে মানুষ সৃষ্টিকে সংরক্ষিত করে ভালোবাসে। পৃথিবীতে অসুখের অস্তিত্ব আছে বলেই মানুষ দুঃখকে হাসিমুখে বরণ করে সুখের আশায়।
আর দুঃখের অস্তিত্ব আছে বলেই সুখের বৃত্তে বসবাস করার জন্য মানুষের প্রাণান্ত প্রচেষ্টা। আলোর রূপ ফুটিয়ে তোলার জন্য যেমন অন্ধকার একান্ত প্রয়োজন, তেমনি দুঃখ বেদনা ও অভাবের তীব্র জ্বালা আছে বলেই মানুষের জীবনের সুখ-আনন্দ ও সাত সন্দ এত কাম্য তাই বলা হয় দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই।
মন্তব্য: পরিশেষে আমরা বলতে পারি যে, আলো এবং অন্ধকার আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। আলো আর আঁধার যদি নাই থাকতো তাহলে পৃথিবীটা এত সুন্দর দেখাতো না। আলোর রূপ ফুটিয়ে তোলার জন্যে যেমন অন্ধকার একান্ত প্রয়োজন, তেমনি দুঃখবেদনা ও অভাবের তীব্র জ্বালা আছে বলেই আমাদের জীবনে সুখ, আনন্দ ও স্বাচ্ছন্দ্য এত কাম্য। তাই বলা হয়, ’দুঃখের মত এত বড় পরশপাথর আর নেই’। দুঃখ সয়েই আমরা সুখের আনন্দ ও মহিমাকে উপলব্ধি করি। বস্তুত আলো ও আঁধারের যুগল অস্তিত্ব প্রকৃতি ও জীবনের বৈশিষ্ট্যকেই তুলে ধরে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই ওয়েবসাইট পেইজে ভিজিট করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আশা করি আমাদের এই ওয়েবসাইট আপনাদের কাছে অনেক ভাল লাগবে এবং ভালো লেগেছে। কারণ আমরা এখানে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করি। সেই উদ্দেশ্যে আমাদের এই ওয়েবসাইটটি। আমরা চেষ্টা করি শিক্ষা বিষয়ক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার। যেহেতু বর্তমান ডিজিটাল যুগে শিক্ষাক্ষেত্রে অনলাইন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ওয়েবসাইটে সে সকল বিষয়ে আলোচনা করা হয়। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই ওয়েবসাইট পেইজ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।
Leave a Reply