আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারণ লিখার সুন্দর সুন্দর নিয়ম নিয়ে। আপনি কি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে এটা নিয়ে চিন্তিত? কিভাবে ভাব সম্প্রসারণ লিখলে আপনার লেখাটা অনেক পারফেক্ট হবে এটা ভাবছেন? আপনি কি ভাব সম্প্রসারণ লিখে স্যারকে সন্তুষ্ট করে ভালো মার্কস পেতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন।
আর এই পোস্টটি আপনার উপকারী হতে পারে। কেননা আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারনের মাধ্যমে। এখান থেকে যদি আপনি ভাব সম্প্রসারণের নিয়ম শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভাব সম্প্রসারণ এর নিয়ম পেয়ে যাবেন।
মিক্ষাক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণেরই একটি বিশেষ টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। কিন্তু দেখা যায় যে অনেকেই এই ভাব সম্প্রসারণ লিখতে পারদর্শী হয় না। আবার ভাব সম্প্রসারণ লেখে ভালো নম্বরও পায় না। তাই যারা ভাব সম্প্রসারণে অনেক ভালো নম্বর পেতে চান, আবার অনেক ভালো মাধ্যমে এই নাম্বারটা অর্জন করতে চান তাদের জন্য আজকের পোস্টটির ভিন্নভাবে সাজানো হয়েছে।
এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে ভাব সম্প্রসারণ লিখে দারুন নম্বর তোলা যায়। আবার অনেকে দেখা যায় যে ভাব সম্প্রসারণ মুখস্ত করে। ঘন্টার পর ঘন্টা ধরে ভাব সম্প্রসারণ মুখস্ত করে কিন্তু নির্ধারিত মুখস্ত বিষয়গুলোর মধ্যে যদি ভাব সম্প্রসারণ কমন না পড়ে তাহলে ঘাবড়ে যায়। অনেকেই আবার অনেকে লিখতেও পারেনা।
ভাব সম্প্রসারণ আসলে মুখস্ত করার কোন বিষয় না। ভাব সম্প্রসারণ বোঝার বিষয়, ভাব সম্প্রসারণ্যের মূল বিষয়টা আপনি বুঝতে পারলে অন্য আশায় মুখস্ত ছাড়াই বেশ লিখতে পারবেন ভাব সম্প্রসারণ। তাই যারা মুখস্ত ঝামেলা ছাড়াই ভাব সম্প্রসারণ লেখে ফুল নম্বর পেতে চান তারা আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আশা করি এখান থেকে ভাব সম্প্রসারণ না মুখস্ত করে লেখার পারফেক্ট নিয়ম আপনি পেয়ে যাবেন।
একটি ভাব সম্প্রসারণ সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হলে প্রথমে যেটা দরকার সেটা হলো সেই ভাব সম্প্রসারনের মূল বক্তব্যটা বুঝা। কারণ ভাব সম্প্রসারণটা কি বলতে চাচ্ছে মূল বিষয়টা কি এটা বুঝতে না পারলে আপনি কখনো সে ভাব সম্প্রসারণটা লিখে ভালো নম্বর অর্জন করতে পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথম ভাব সম্প্রসারণ এর বিষয়টি বুঝতে হবে। আর সাধারণত প্যারা প্যারা করে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তাই আপনি লাইন বাই লাইন লিখার চেয়ে প্যারা প্যারা করে লিখতে পারেন দেখবেন লিখা অনেক সুন্দর দেখাচ্ছে আর কম সময়ে পৃষ্ঠা ভরে গেছে।
সুন্দর নম্বর পাওয়ার জন্য ভাব সম্প্রসারণকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এর জন্য আপনি একটি ভাব সম্প্রসারণ কে তিনটি অংশ ভাগ করে লিখতে পারেন। যেমনঃ প্রথমত মূলভাব, দ্বিতীয়তঃ সম্প্রসারিত ভাব বা ভাব সম্প্রসারণ, তৃতীয়ত মন্তব্য। আবার অনেকে দেখা যায় যে পয়েন্ট আকারে না লিখে পুরো পেজ ভর্তি করে লিখেন কিন্তু পয়েন্ট করে দিলে নম্বরটা ভালো পাওয়া যায়। আর সেই পয়েন্টগুলো হতে হবে প্যারা প্যারা করে। এর ফলে খুব তাড়াতাড়ি আপনার লেখাটাও শেষ হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে।
যে কোন বিষয় লিখে সবচেয়ে ভালো নাম্বার পাওয়ার প্রথম ও কার্যকরী উপায় হচ্ছে উপস্থাপন করা। যদি কোন বিষয়ে আপনি যতই ভালো করে পড়েন না কেন, খাতা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তবে ভালো নম্বর পাওয়া কখনো সম্ভব না। আর আপনার লেখার মাধ্যমে অবশ্যই খাতাটিকে স্মার্ট করে তুলতে হবে। তাহলে আপনি সুন্দর আর বেশি নম্বর পাবেন। আর স্যারও খুশি হয়ে আপনাকে বেশি নম্বর দিবে, আশা করি বুঝতে পেরেছেন।
ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
ভাবসম্প্রসারণ: অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ- সম দহে
ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন / নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন
ভাবসম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
ভাবসম্প্রসারণ: প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক
ভাবসম্প্রসারণ: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
ভাবসম্প্রসারণ: আলো বলে, ‘অন্ধকার, তুই বড় কালো’ অন্ধকার বলে, ’ভাই, তাই তুমি আলো!
ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
Leave a Reply