ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড Shikkhai Jatir Merudondo

ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে আমাদের এই ওয়েবসাইটে স্বাগত জানাই। আপনারা হয়তোবা পড়াশোনা ছাড়াও শিক্ষা বিষয়ে অনেক তথ্য খুঁজে থাকেন বিভিন্ন ওয়েব পেজে। তবে অন্যান্য ওয়েব পেজ থেকে আমাদের এই পেজে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাংখিত তথ্য খুজে পাবেন। এতে সময় সাশ্রয় হবে সেইসাথে তথ্য খুজে পাবেন খুব সহজ উপায়।

আজ আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হল ভাব সম্প্রসারণ। ব্যাকরণ এর একটি অবিচ্ছেদ্য অংশ হলো ভাব সম্প্রসারণ। যা ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত বাংলা ব্যাকরণ এর সিলেবাস অন্তর্ভুক্ত।আজ আমরা যে ভাব- সম্প্রসারণ নিয়ে আলোচনা করব তা হচ্ছে “

শিক্ষাই জাতির মেরুদন্ড

মূলভাবঃ Education is the backbone of a nation অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন অপরের মুখাপেক্ষী অসহায় ঠিক তেমনি শিক্ষা ছাড়া একটি জাতি যুদ্ধক্ষেত্রে ঢালহীন তলোয়ারের মতো। জৈবিক মেরুদণ্ড যেমন মানুষকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, শিক্ষাও মানুষকে নীতি-নৈতিকতার উজ্জ্বল্যে, চিন্তাশীলতার ভেতর দিয়ে এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সময়ের প্রয়োজনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে প্রাণিত করে।

সম্প্রসারিত ভাবঃ আমাদের যে ৫ টি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো শিক্ষা। শিক্ষা ছাড়া জাতি গঠন কল্পনা করা অসম্ভব। একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে। তাই বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। যে দেশের লোক যত বেশি শিক্ষিত, সে দেশের মানুষ তত বেশি উন্নত। একজন শিক্ষিত মানুষ ব্যাক্তিজীবন সহ জাতীয় ও রাষ্ট্রীয় জীবনের সব রকম উন্নতি সাধন করে।

জাতির মেরুদণ্ড’কে শক্ত ও মজবুত করতে জাতি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষাই মানুষকে মেধা ও শ্রেষ্ঠত্ব দান করে। মনীষী ফ্রেডারিক হার্বাটের মতে ” শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা ও অনুরাগের সুষম প্রকাশ”। মেরুদন্ড ছাড়া যেমন একজন মানুষকে কল্পনা করা যায়না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি কে কল্পনা করা ঠিক নয়। শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে যা- তাকে আধুনিক ও উৎপাদনক্ষম করে গড়ে তোলে।

বর্তমান বিশ্বে শিক্ষা ছাড়া উন্নয়নের কাতারে দাঁড়ানো অসম্ভব। নেপোলিয়ন’ বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। শিক্ষা মানুষকে অন্ধকার ও কুসংস্কার থেকে দূরে রাখে। ব্যক্তিজীবন,সামাজিক জীবনসহ জাতীয় জীবনে শিক্ষা মানুষকে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় বিচার বিশ্লেষণ করতে শেখায়।

শিক্ষা মানুষের মনের বিকাশ ঘটায়। শিক্ষিত মানুষের মনের বিকাশের মাধ্যমে উচ্চ জাতির মনের বিকাশ ঘটে। বিখ্যাত সাহিত্যিক” Jhon Milton এর ভাষায় ” Education is the harmonious development of body, mindly and soul” অর্থাৎ দেহ ও মনের যথাযথ বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য।

শিক্ষা ছাড়া কোন জাতি ও দেশ সামনের দিকে অগ্রসর হতে পারে না। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পুরো পৃথিবীটার পরিবর্তন ঘটানো সম্ভব। আমাদের মনে রাখতে হবে, সত্যিকার শিক্ষা ব্যতীত একটি জাতি কোনোদিন তার নিজের সত্যিকার বিকাশ ঘটাতে পারে না।

মন্তব্যঃ উপরের বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে এটাই বলতে পারি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে কারণ শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশের সঠিক নেতৃত্ব দিবে।

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম

১০০+ ভাবসম্প্রসারণ তালিকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করব উপরের যে ভাব- সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হল নিশ্চয় এতে আপনাদের অনেক উপকারে আসবে । আপনারা বেশি বেশি করে এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আগামীতে শিক্ষাবিষয়ক আরো অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব , সেই সাথে নতুন কোন একটি ভাব সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*