মূলভাব: আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো মানুষের একটা সুন্দর মন আছে, যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই। মনের বৈশিষ্ট্যের জন্য মানুষ প্রাণীদের থেকে আলাদা।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে যাদের প্রাণ আছে তারা সবাই প্রাণী। যেমন গাছপালা পশুপাখি সবারই প্রাণ প্রাণ আছে তাই সবাই প্রাণী। এই দিক থেকে বিবেচনা করলে মানুষ আর দশটা প্রাণীর মতই একটা প্রাণী। কিন্তু অন্য প্রাণীর থেকে মানুষের পার্থক্য আছে। মানুষ তার মহৎ গুণাবলী জন্য সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত। মানুষের মনের যে বিশেষ সত্তাটি আছে তা এই পার্থক্যের কারণ। মানুষের যে মন আছে অন্য প্রাণীর মধ্যে এই মনের পরিচয় স্পষ্ট নয়। মন আছে বলেই মানুষের মধ্যে প্রেম আছে, কল্পনা আছে, ধর্ম আছে।
মানুষের মন আছে বলেই তার থেকে সে চিন্তা ভাবনা, বুদ্ধি, জ্ঞান , আবেগ-অনুভূতি ইত্যাদি প্রকাশ করতে পারে কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে তা সম্ভব নয়। মানুষের যা কিছু গুণাবলী আছে তার ভিত্তি তার মন। এই মন থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের বৈশিষ্ট্যের বিকাশ ঘটেছে। তাই সকল প্রাণীর উপরে মানুষের স্থান ও মর্যাদা। যে কেবল মানুষের আকৃতি নিয়ে পশুর মত কাজ করে পশুসুলভ আচরণ করে যার মধ্যে মানবতাবোধ, সত্যনিষ্ঠা ,বিবেক-বুদ্ধি ইত্যাদি নেই তাকে সত্যিকারের মানুষ বলা চলে না । তাই মানুষ হতে হলে শুধু প্রাণ থাকলে চলবে না, তার সাথে একটা সুন্দর মন থাকতে হবে।
মানুষ হিসেবে অর্জন করতে হবে সমস্ত মানবীয় গুণাবলী। মানুষ আজ পৃথিবীতে প্রতিষ্ঠিত। একটা পশুর প্রাণ আছে, কিন্তু সে মানুষের থেকে আলাদা। মানুষ যেমন তার নিজস্ব ভালো-মন্দ, বুদ্ধি-বিবেক, সত্যনিষ্ঠা মানবতাবোধ ইত্যাদি বুঝতে পারে কিন্তু একজন পুশুর পক্ষে তা সম্ভব না । প্রাণের দিক দিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে কোনো রকম পার্থক্য নেই। কিন্তু মানুষের মধ্যে কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, যা অন্য কোনো প্রাণীর মধ্যে লক্ষণীয় নয়।
এখানেই মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য। মনের বিকাশ সাধনের মাধ্যমে যথার্থ মানুষের মর্যাদা লাভ করা যায়; কিন্তু প্রাণীদের পক্ষে তা সম্ভব নয়। মন বা বিবেক এমন এক অমূল্য সম্পদ, যার প্রভাবে মানুষ প্রাণী হয়েও মানুষ নামে পরিচিত এবং প্রাণীর শুধু প্রাণ আছে বলেই তারা প্রাণী। পক্ষান্তরে মানুষ যখন তার বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলে তখন সে যতই মানুষ হোক না কেন নেমে আসে পশুদের কাতারে।
মন্তব্য: উপরের আলোচনায় আমরা বলতে পারি যে, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে সত্যিকার অর্থে মানুষ হওয়া যায়না। তা না হলে মানুষ এবং পশু পাখির মধ্যে কোন পার্থক্যই থাকতো না। মানুষ ও প্রাণী পশু-পাখিও প্রাণী কিন্তু মানুষের সুন্দর একটা মন আছে যা পশুপাখির থেকে আলাদা।মনের বিকাশ সাধনের মাধ্যমে যথার্থ মানুষের মর্যাদা লাভ করা যায়; কিন্তু প্রাণীদের পক্ষে তা সম্ভব নয়।
আজকে আমাদের এই ওয়েবসাইটে যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হলো তা নিশ্চয়ই শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। এখানে যেভাবে যতটুকু প্রয়োজন সেভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরও ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষে শিক্ষকদের সহযোগিতা নিতে হবে। করোনা পরবর্তী সময়ে এখন স্কুল কলেজ খোলা রয়েছে। এখন আপনাদের প্রতিনিয়ত স্কুল কলেজে যেতে হবে।
সেখানে অবশ্যই বাংলা ব্যাকরণ এর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি আমাদের এই ওয়েবসাইট পেজ থেকে আপনারা আরও বিস্তারিত সহযোগিতা পাবেন। স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি এই ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক যেসব তথ্য গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আপডেট করে থাকি। আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে আজ এ পর্যন্তই।
Leave a Reply