
আপনি কি যতটুকু আয় করেন ততটুকু খরচ করার চেষ্টা করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করেন? যদি তা করে থাকেন তাহলে আপনি একজন বুদ্ধিমান মানুষ এবং সচেতন মানুষ। কিন্তু আপনি যদি আপনার আয় অনুযায়ী ব্যয় বেশি করে থাকেন তাহলে দেখবেন যে নিজের বিপদ আপদে নিজেকে সাহায্য করার মত অর্থ থাকছে না অথবা ব্যাকআপ থাকছে না। তবে আপনাদের উদ্দেশ্যে বলেন যে যায় যে আমাদের ওয়েবসাইটে আজকে আয় বুঝে ব্যয় কর এর ইংরেজি অনুবাদ নিয়ে আসা হয়েছে এবং নিচে গিয়ে আপনারা সেই ইংরেজি অনুবাদ পেয়ে যাবেন। তাই যারা মিতব্যায়ী নয় এবং খরচে স্বভাবের তারা যদি এই পোস্ট পড়ে তাহলে কিছুটা হলেও অনুপ্রেরণা পাবে।
আমরা যখন বসবাস করি এবং নিজেদে আয়ের টাকায় চলাচল করি তখন মনে হয় যে রাজার হালে বসবাস করছি এবং পৃথিবীতে যা কিছু করা আমাদের পক্ষে সম্ভব তাই করছি। কিন্তু বর্তমানের দিনই দিন নয় এবং আপনার যখন পরিবার-পরিজন বৃদ্ধি পাবে তখন আপনার সংসারের খরচ বৃদ্ধি করবেন। তাছাড়া মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত বিপদ চলে আসে এবং এই ধরনের বিপদ উদ্ধারের জন্য আমাদের অনেক সময় প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়। আবার পরিবারের বিভিন্ন সদস্যদের ভবিষ্যতের কথা ভেবে আমরা যখন সঞ্চয়ের চেষ্টা করি তখন সেটা আমাদের মনে প্রাণে প্রশান্তি এনে দেয় এবং নিশ্চয়তার ভাব এনে দেয়।
সাধারণত বুদ্ধিমানেরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে এবং তার বর্তমানের ইনকাম থেকে সবসময়ই উদ্বৃত্ত রাখার চেষ্টা করে। যদিও বর্তমান সময়ে বিভিন্ন কারণে একজন মানুষ তার ইনকাম দ্বারা দিনাতিপাত বা জীবনাচরণ করতে অনেকটাই কষ্ট করছে তার পরেও বেশ কিছু মানুষ অথবা বেশ পেশাজীবী মানুষ রয়েছে যারা সবসময় ইনকামের উদ্বৃত্ত রাখতে পারে। তবে সব সময় সবার সঙ্গে নিজের মিল না করে অথবা অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঞ্চয়ী নিজেই করুন এবং অন্যকে সঞ্চয়ী হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা প্রদান করুন। কারণ বিপদে আপনার জন্য যখন কেউ এগিয়ে আসবে না তখন আপনার সঞ্চয় আপনাকে সাহায্য করবে। তখন সেটা আপনাদের কাছে পরম বন্ধু বলে মনে হবে।
= Cut your coat according to your cloth.
তাছাড়া আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই আত্মসন্তুষ্টি থাকতে হবে এবং কম চাহিদা সম্পন্ন মানুষ হতে হবে। আপনার চাহিদা যদি সীমিত থাকে তাহলে দেখবেন যে আপনার ইনকাম থেকে সঞ্চয় করার মত টাকা বেচে যাচ্ছে এবং মাস শেষে আপনি সেই টাকা সঞ্চয় করতে পারছেন। সচেতন নাগরিক হিসেবে এবং বুদ্ধিমান মানুষ হিসেবে অবশ্যই সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে তুলুন।
Write to প্রবাদ-প্রবচন
Leave a Reply