অতি চালাকের গলায় দড়ি-এর ইংরেজি, Meaning in English & English Translation

অতি চালাকের গলায় দড়ি-এর ইংরেজি, Meaning in English & English Translation

এই সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেকে সবসময় অতি চালাক মনে করে এবং অতি চালাকি করতে গিয়ে তারা একসময় নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যায়। যারা অতি চালাক এবং যারা নিজেদের গল্প অন্যের কাছে জাহির করতে পছন্দ করে তাদের কাছ থেকে সবসময় আপনারা এড়িয়ে চলবেন। কারণ এদের কাছ থেকে আপনারা ফাঁকা বুলি ছাড়া কাজের কাজ কিছুই শিখতে পারবেন না। তাই অতি চালাকের গলায় দড়ি এই কথাটির অর্থ অথবা ইংরেজি অনুবাদ যারা জানতে চান তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ ও প্রবচনের ট্রানসলেশন দিয়ে দেওয়া হচ্ছে। অতি চালাকের গলায় দড়ি এটির ইংরেজি ট্রান্সলেশন বিভিন্ন পরীক্ষায় আসে। তাছাড়া কোন বন্ধু যদি অতি চালাকি করতে গিয়ে নিজের ফাঁদে নিজেই পা দিয়ে দেয় তাহলে আমরা তাকে এই কথাটি বলতে পারব বাংলায় অথবা ইংরেজিতে।

চালাকি ভালো তবে অতি চালাকি করতে গিয়ে যদি আরো একজনের ক্ষতি হয়ে যায় তাহলে সেটা কখনোই ভালো নাই। তাই অতি চালাকি না করে সাধারণ জীবন যাপন করা টাই হবে একজন মানুষের মূল লক্ষ্য। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা সবসময় নিজেদের চালাক ভাবে এবং তারা সব সময় মনে করে নিজেদের চাইতে অন্যরা সবাই দুর্বল প্রকৃতির অথবা কিছুই বোঝেনা। কিন্তু সেই লোক যে আসলে নিজেই কিছু বোঝেনা এবং নিজেকে একজন বোকা তা সে জানে না। অতি চালাক ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল করে এবং এই ভুলের খেসারত তাদেরকেই দেওয়া লাগে।

তারা মনে করে যে তারা সব জানে এবং তাদের এই জ্ঞানের মাধ্যমে তারা সকল কিছু থেকে উদ্ধার হয়ে আসতে পারবে। কিন্তু জীবনে চলার পথে খরকুটো প্রয়োজন হয়। জীবনের প্রত্যেকটি মানুষের গুরুত্ব রয়েছে এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির দরকার পাশাপাশি আমাদের সকল ধরনের মানুষের সঙ্গে চলতে ফিরতে হবে। কোন একটি বিষয়ে আপনি না জানলে সে বিষয়টি অন্যদের থেকে জেনে নিতে হবে। সে ক্ষেত্রে যদি মনে করেন আপনি নিজেই সবজান্তা এবং আপনি নিজেই সকল কিছু থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন তাহলে আপনি নিজেই একজন বড় বোকা।

= Too much cunning overreaches itself.
অতি চালাকি করতে গিয়ে যখন নিজের ক্ষতি করে ফেলবেন তখন বুঝতে পারবেন যে আপনার এই চালাকির কোন মূল্য নেই। আপনার এই চালাকি যখন নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তখন মনে হবে যে চালাকি না করে সাধারণ জীবন যাপন করলে ভালো হতো। তাই নিজেকে অধিক পরিমাণ জাহিরের দরকার নেই এবং সাধারণ জীবন যাপন করার মাধ্যমেই নিজের মনুষ্যত্ব ফুটিয়ে তুলুন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*