বাংলা কষ্টের SMS, এসএমএস, স্ট্যাটাস, কবিতা

ইন্টারনেটে হাজার হাজার কষ্টের এসএমএস আছে। সেখান থেকে বাছাই করে 100 টার মত কষ্টের আপলোড করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। আমরা বিশ্বাস করি আমাদের এসএমএস গুলো আপনার ভালো লাগবে। খুব সহজেই এখান থেকে কষ্টের এসএমএস ডাউনলোড করে নিতে পারবেন।

এখন আমরা আলোচনা করব কিভাবে কষ্টের এসএমএস ডাউনলোড করবেন।

প্রথমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

এরপরে কষ্টের এসএমএস ক্যাটাগরিতে ক্লিক করতে হবে।

সেখান থেকে কষ্টের এস এম এস 2020 নির্বাচন করতে হবে।

পরবর্তীতে সেখানে দেওয়া ১০০ এসএমএস এর মধ্য থেকে বেছে নিতে হবে তোমার কাঙ্খিত কষ্টের এসএমএস।

আপনি ছবি আকারে এসএমএস গুলো ডাউনলোড করে নিতে পারেন।

অবহেলার এসএমএস

অনেক সময় আমাদের প্রিয়জনরা আমাদের অবহেলা করে। অবহেলা বলতে আমাদের কেয়ার করে না। তখন স্বভাবতই আমরা অনেক কষ্ট পাই। আমরা আমাদের বুকের কষ্ট প্রিয়জনকে বোঝাতে ব্যর্থ হয়। কি বললে নিজেকে সান্ত্বনা দিব তা খুঁজে পাওয়া যায় না।

এমন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য আমরা অবহেলার এসএমএস কালেকশন নিয়ে হাজির হলাম। আশা করব আমাদের সংগ্রহ থেকে আপনি এসএমএস গুলো ডাউনলোড করবেন এবং আপনার প্রিয়জনকে পাঠিয়ে মনকে হালকা করবেন।

১। তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই । আর বৃষ্টি হলেতো মনকে ধরেই রাখতে পারি না । মনের জমানো সব কষ্ট বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে চায় । আজ ও সেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি !

২। যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি । তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি । তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে !! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায়!!

৩। প্রেম করিনি কষ্ট পাওয়ার ভয়ে, কাউকে মন দেইনি মনের মানুষ পাইনি বলে, আজো একা আছি আমি সেই স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে।

৪। এই কেমন অবাক পৃথিবীতে বাস করি, ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও, তা বোঝার মত কেউ নেই।

৫। বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে | ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল | তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের |আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতো কষ্ট ?আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেনো? ভাল থাকো অনেক সুখে থাকো।

৬। এক সাগর কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে ?? যার কারনে নিস্ব হলাম,, সে তো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!

৭। তোকে ছাড়া কষ্টে কাটে দিন, খুজবি আমায়, বুজবি সেদিন । বাজবে যেদিন আমার মরন বীন।

৮। যে মানুষ হাজার ব্যস্ততার মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না।

৯। রেখে গেলে নখের আচড়
বুকের আশপাশে,
রেখে যাওয়া অনেক কথা
মনে জমা আছে,
রেখে গেলে আদর বেলায়
কাচের চুড়ি,
রেখে যাওয়া আগুনে আজ
একাই আমি পুড়ি,
আমার সাথে ঘুমিয়ে থাকার
করে দিয়ে ইতি,
যাবার সময় রেখে গেলে
অনেক গুলো স্মৃতি।

১০। তুমি হারিয়ে গেছ
তাতে কি?
তোমার
মাঝে আমি এখনো
আছি, কি ভাবছো?
চোখ বন্ধ করে আমায়
অস্বীকার করতে
পারবে কি?
ভালোবাসতে চেয়েছি,
ভালোবেসেছি, তুমি
ভালোবাসনি তাতে
কি?

১১। আমিতো এখনো তোমায়
ভালোবাসি……. …..
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেইতো
আমি সুখী,
অভিমান বুঝলেনা
তুমি……
তাইতো চলে গেলাম
দূরে……. তোমাকে ভালো
রাখতে গিয়ে………..

১২। এখন আমি শুধু
একা………… .
এই একাকীত্ব
জীবনের পথ বড় বেশি
আঁকা-বাঁকা, যেতে হবে
আমায় একা একা………… .
দুঃখ নেই তাতে তুমিতো
ভালো আছো, তা দেখেই
চলে যাবে আমার
সারাটা দিনের মেঘলা
আকাশ।

১৩। চলেই যদি যাবে,
তবে কেন এসেছিলে
আমার সাজানো
জীবনে,?
ভালই তো ছিলাম একা
একাএকাই পথ চলতে
শিখেছিলাম
চলছিলামও বেশ
ভালই,হটাৎ করেই জীবনে
এলে তুমি,
স্বপ্নের রাজ্যে
ভাসিয়ে দিয়ে
চলেও গেলে দূরে,
মাঝখানে এলোমেলো
করে দিয়ে আমার
সাজানো পৃথিবীটাকে এলোমেলো করে দিয়ে।

১৪। তোমার জন্য আমি
আর কাঁদি না। কাঁদলেও
চোখের পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও
কষ্ট হয়না, কষ্ট
হলেও আমি আর
তোমাকে ভালোবাসি না ।
ভালবাসলেও তোমাকে
বলবো না, জানি
বললেও তুমি শুনবেনা,
শুনলেও তোমার কিছুই
আসে যায় না। কারণ
আমি আজ নিঃস্ব,
বড়ই নিঃস্ব।

১৫। আজও কেন কাদাঁয়
তোমার দেয়া
স্মৃতিগুলো, ভেঙে
দেয় মন অবেলায়, একা
পরে থাকে তোমার
লেখা চিঠি গূলো।
শূণ্যতায় দিন যে
হারায় । সে কী জানে
ভাংগা মনে কেউ তো
বাসেনা ভালো খুব গোপনে,
কতো যে ফাগূনে শরৎ
ও বিকেলে ভিজে
শ্রাবনে তুমি তো এলে
না ফিরে এমনে ।
তোমায় ছুঁয়ে ছুঁয়ে ….
মেঘের আঁচল টুরে
কোথাও নিয়ে যায়।

১৬। তুমি বলেছিলে
পৃথিবীর সব
বদলে গেলেও বদলাবে
না তুমি.
সে কথা বোকার মত
বিশ্বাস
করে ছিলাম আমি…
আজ পৃথিবী ঠিক ই
আছে
কিন্তু বদলে গেছ
তুমি।

১৭। কষ্ট ছাড়া কেউ অশ্রু
ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন
সম্পর্ক তৈরি হয়না।

১৮। তুমি বলেছিলে সারাটি জীবন থাকবে পাশে
আমি প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, স্মৃতিতে থাকবে নাকি বাস্তবে।

মন ভাঙ্গার এস এম এস

বিভিন্ন কারণে আমাদের মন ভেঙ্গে যায়। প্রেমিক বা প্রেমিকা আপনার কথা না শুনলে আপনি আঘাত পান। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার মন ভাঙ্গে না।

প্রেমের কষ্টের এসএমএস

প্রেম করলে কষ্ট পেতেই হবে, ঠিক কিনা? জীবন চলার পথে কষ্ট পেতেই হয়। এমন কোন প্রেমিক প্রেমিকা খুঁজে পাওয়া যাবে না যারা কষ্ট পায় না। কারো ক্ষেত্রে কষ্টের পরিমাণ কম আবার কারো ক্ষেত্রে অনেক বেশি।

আপনাদের জন্য প্রেমের কষ্টের এসএমএস নিয়ে হাজির হলাম। ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবচেয়ে সুন্দর সুন্দর কষ্টের এসএমএস সংগ্রহশালা তৈরি করেছি আমরা। এখান থেকেই আপনার পছন্দের এসএমএস বেছে নিন এবং ফেসবুকে পোস্ট করুন। আশা করব আপনার স্ট্যাটাস দেখার পরে আপনার প্রিয়জন আপনার কষ্টটা উপলব্ধি করতে পারবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*