বাপ কা বেটা-এর ইংরেজি, Meaning in English & English Translation

Rate this post

সাধারণত একটা মানুষ যখন নিজের সফলতার জন্য সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে তখন তাকে আমরা বলে থাকি যে নিজের জীবনে অনেক পরিশ্রম করেছে বলে সফলতার মুখ দেখতে পেয়েছে। কিন্তু একটা লোকের পিতা যদি একজন আসল পুরুষ অথবা কাজের প্রতি নিরলস পরিশ্রম প্রদান করে থাকে এবং তার সন্তানও যদি তেমন হয়ে থাকে তাহলে তাকে বলে যে সন্তান হয়েছে বাপকা বেটা। অর্থাৎ বাপের মত যদি সন্তান নির্দিষ্ট একটি কাজে পারদর্শী হয়ে থাকে এবং সক্রিয় ভূমিকা পালন করে তাহলে আমরা বলি যে বাপের মত হয়েছে এবং সেই সন্ধান হচ্ছে বাপকা বেটা।

বাপের সঙ্গে কোন কাজের মিল দেখলেই আমরা এই কথাটি খুব সহজভাবে বলে দিতে পারি। তাই আজকে আমাদের ওয়েবসাইটে আপনারা এই বাপকা বেটা এর ইংরেজি ট্রান্সলেশন জানতে পারবেন এবং এছাড়াও আপনারা যদি অন্যান্য ট্রানসলেশন জানতে চান তাহলে ওয়েবসাইটে সূচিপত্র দেখতে পারেন। সকল ক্যাটাগরির এবং সকল পর্যায়ের শিক্ষার্থীর জন্য আমাদের ওয়েবসাইটের এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একটা সন্তানের কাজকর্ম নির্ভর করে তার পিতার উপর।

সাধারণত দর্জির ছেলে দর্জি হবে এবং নেশাখোরের ছেলে হবে নেশাখোর। তেমনি হবে একজন সৎ ও আদর্শবান পিতার সন্তান হবে সৎ এবং নীতিবান। বাপ যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হবে না এবং বাপ যদি ভাল হয় তাহলে সন্তান ভালো হবে। কিন্ত অনেকসময় দেখা যায় যে পরিবেশ এবং সঙ্গ দোষ এর কারণে একটি সন্তান খারাপ পথে পরিচালিত হয়। এক্ষেত্রে সেই সন্তানকে খারাপ পথ থেকে এড়িয়ে চলতে হবে এবং খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে।

কিন্তু অনেক সন্তান সেটা বুঝতে পারে না এবং সে সব সময় মনে করে থাকে যে সে আসলে ঠিক পথে রয়েছে। তবে আমরা সেসব প্রসঙ্গে না গিয়ে বলতে পারি যে একজন পিতার উপরে একজন সন্তানের ভবিষ্যত নির্ভর করে এবং পিতার আদর্শেই তার সন্তান বেড়ে ওঠে।

= Like father, like son.
তাছাড়া সন্তানেরা অনুকরণপ্রিয় হয় বলে তাদের অভিভাবক যা করে সেই সন্তান ও তাই করে। প্রত্যেকটি পিতাকে হতে হবে আদর্শবান এবং সন্তানকে ভালো হয় মানুষ করতে হলে পিতার আদর্শে যেন মানুষ হতে পারে তার জন্য পিতাদের হতে হবে আদর্শ মানুষ। তাহলে সে যেমন সমাজের কাছ থেকে বাহাবা পাবে তেমনিভাবে মনেপ্রাণে একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button