
আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শ্রেষ্ঠ গীতিকার। তার রচিত হাজার হাজার গল্প এবং কাব্যের সমাহার। রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ধরনের প্রবন্ধ রচনা এবং তার রচিত রোমান্টিক রোমাঞ্চক প্রেম কাহিনী এখনকার জেনারেশনেরও সবার পছন্দের। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে নানা ধরনের কবিতা। রবীন্দ্রনাথের রচিত প্রেম কাহিনী একজন প্রেমিকের মন কেড়ে নেয়। অনেক সাহিত্যিক রবীন্দ্রনাথের রচিত কাব্যগুচ্ছ কে অনুকরণ করে বিখ্যাত হয়ে আছে।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ অধিপত্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ) জন্মগ্রহণ করেন। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী। বিশ্বকবি অভিনয় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ জনক। ১৮৮৪ বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক গুলো হলো:-রাজা, অচলায়তন ,ডাকঘর ,মুক্তধারা, রক্তকাবলী।
রবীন্দ্রনাথের রচিত উপন্যাস গুলো বাংলা সাহিত্যে অনেক জনপ্রিয়। রচিয়তা নানা কবিতা আজও বিশ্বসেরা। রবীন্দ্রনাথের রচিত উপন্যাস গুলোর মধ্যে জনপ্রিয় উপন্যাস গুলো হল:-চোখের বালি, গোড়া, চতুরঙ্গ ,ঘরে বাইরে ,শেষের কবিতা।
পারিবারিক জমিদারি তদারকি সূত্রের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালেই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনা স্বর্ণযুগ। রবীন্দ্রনাথের রচিত হাজার হাজার কবিতার মধ্যে জন্মদিনের কবিতা অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা জন্মদিনের কবিতা হিসাবে খুব জনপ্রিয়। তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাউকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে দিতে পারি।
আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা অর্থাৎ আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জন্মদিনের কবিতা খুঁজছেন? তাহলে আপনি অনলাইন থেকে আপনার পছন্দমত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জন্মদিনের শুভেচ্ছা কবিতা ডাউনলোড করে নিতে পারেন। আপনি যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান সে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি তার জন্য একটি সুন্দর রবীন্দ্র সংগীত অথবা রবীন্দ্র কবিতা জন্মদিনের শুভেচ্ছা হিসেবে পাঠাতে পারেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হাজার হাজার কবিতার মধ্যে থেকে সংগৃহীত কিছু জন্মদিনের কবিতা আপনাদের সামনে তুলে ধরা হলো:-
কাল প্রাতে মোর জন্মদিনে।
এ শৈল-আতিথ্যবাসে
বুদ্ধের নেপালী ভক্ত এসেছিল মোর বার্তা শুনে।
ভূতলে আসন পাতি।
বুদ্ধের বন্দনামন্ত্র শুনাইল আমার কল্যাণে।
গ্রহণ করিনু সেই বাণী।
এ ধারায় জন্ম নিয়ে যে মহামানব।
সব মানবের জন্ম সার্থক করেছে একদিন,
মানুষের জন্মক্ষণ হতে।
নারায়ণী এ ধরণী
যার যাঁর আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ,
যাঁহাতে প্রত্যক্ষ হল ধরায় সৃষ্টির অভিপ্রায়,
শুভক্ষণে পুণ্যমন্ত্রে
তাঁহারে স্মরণ করি জানিলাম মনে–
প্রবেশি মানবলোকে আশি বর্ষ আগে
এই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছি আমিও।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।
এরকম আরো অনেক কবিগুরুর জন্মদিনের কবিতা রয়েছে। বাঙালির মনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাঙালিরা শ্রদ্ধা করি। আমাদের দেশে অনেক ঘটা করে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমরা বাঙালিরা সবসময় শ্রদ্ধাশীল। সকলে ই রবীন্দ্রসংগীত পছন্দ করেন। রবীন্দ্র গীতি
সকলের খুব পছন্দ।
আমাদের জাতীয় সংগীত এর রচিয়তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র নাথ ঠাকুর সর্বকালের শ্রেষ্ঠ কবিগুরু। আমরা আমাদের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার আশীর্বাদ নিতে পারি। জন্মদিনে কাউকে কবিগুরুর রচিত জন্মদিনের কবিতা দিয়ে শুভেচ্ছা জানালে কবিগুরুর কৃপা দৃষ্টি তার ওপর পড়বে।
আপনি আপনার ভাই- বোন ,আত্মীয়-স্বজন ,মা-বাবা যে কোন কারো জন্মদিনে কবি গুরুর কবিতা দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন । বিশেষ করে বাচ্চাদের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং গান গেয়ে শোনাতে পারেন। জন্মদিনে বাচ্চাদের রবীন্দ্রনাথের কবিতা জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই আপনি একটি বাচ্চার জন্মদিনে উপহার হিসেবে দিতে পারেন। কবি গরুর প্রতি বাচ্চাদের শ্রদ্ধা দৃষ্টি বৃদ্ধি পাবে। এবং বাচ্চারা কবিগুরু কে অনুসরণ করে কবিগুরুর মতো মহান ব্যক্তি হয়ে উঠবেন।
আপনি আপনার ভালোবাসার মানুষের জন্মদিনে একটি সুন্দর রোমান্টিক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মদিনের শুভেচ্ছা হিসেবে জানাতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ভালোবাসা প্রত্যেক বাঙালির মাঝে গভীরভাবে নিহিত।
Leave a Reply