আপনারা কি ভাব সম্প্রসারণ বিষয়ে জানতে চাচ্ছেন? আমাদের ওয়েবসাইটে ভাব-সম্প্রসারণ গুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এখানে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা যে ভাব সম্প্রসারণ কী নিয়ে আলোচনা করব সেটি নিম্নে তুলে ধরা হলো:
ভাব সম্প্রসারণ: গাইতে গাইতে গায়েন আর বাজাতে-বাজাতে বায়েন।
মূলভাব: যেকোনো কাজে সাফল্য লাভ করতে হলে, দক্ষ হতে হলে তা যথাযথভাবে চেষ্টা করা প্রয়োজন। কারণ চেষ্টা ভিন্ন কোনো কাজে সাফল্য অর্জন করা যায় না। চেষ্টার মাধ্যমে অপটু মানুষও যেকোন কাজে দক্ষতা অর্জন করে পারদর্শী হয়ে উঠতে পারে।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে প্রতিটি মানুষই প্রকৃত চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন করে। পৃথিবীতে কেউই শিল্পী বা গায়ক হয়ে জন্মগ্রহণ করে না। চেষ্টার মধ্য দিয়েই একজন শিল্পকাজে উৎকর্ষ লাভ করে। গায়ক বা শিল্পী যে- ই হওয়ার চেষ্টা করুক না কেন তাকে প্রতিনিয়তই অনুশীলন করতে হবে। অনুশীলন এবং পরিশ্রম ব্যতীত কেউ কোন কাজে সফলতা লাভ করতে পারে না।
পৃথিবীতে সকল মানুষই কর্ম ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। এ বাধাই মানুষকে সাফল্য প্রত্যাশী করে তোলে। দৃঢ় মনোবল ও অজেয় মনোভাব মানুষকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। কোন কাজে অকৃতকার্য হয়ে ঘরে বসে থাকলে সাফল্য কখনোই ধরা দেবে না। সাফল্য অর্জন করতে হলে প্রয়োজন কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম। প্রবল আত্মশক্তি নিয়ে পুনরায় আবার কাজে ফিরে আসতে হবে। জটিল ও কঠিন কাজে প্রথম চেষ্টায় সফল না হলে পুনরায় ধৈর্যের সঙ্গে চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত চেষ্টার মধ্য দিয়েই একমাত্র সফলতা আসতে পারে। জীবনের সর্বক্ষেত্রে মানুষেরে এ চেষ্টা প্রয়োজন।
অনেক ক্ষেত্রে প্রকৃতি তাকে এ শিক্ষা দিয়ে থাকে; শিশুকালে বারংবার হাঁটার প্রচেষ্টার মধ্য দিয়েই শিশু নিজের পায়ে হাঁটতে শিখে। ছাত্রজীবনেও কঠিন থেকে কঠিনতর বিষয় আয়ত্ত করতে বার বার চেষ্টা চালিয়ে যেতে হয়। পৃথিবীর সকল ক্ষেত্রেই জীবন বাধাকে অতিক্রম করে মানুষ সফলতা অর্জন করেছে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন স্বীয় চেষ্টা দ্বারা। এভাবে সব আবিষ্কারক সব বিজ্ঞানী চেষ্টার মধ্য দিয়েই লক্ষ্যকে অর্জন করতে সমর্থ হয়েছেন।
একজন সংগীতশিল্পী তার দীর্ঘ নিরলস কন্ঠ সাধনা বা সংগীত সাধনার মাধ্যমে সে মানুষের ভাবাবেগ স্পর্শ করতে পারে। মানুষের কাছে খ্যাতি নামা সংগীতশিল্পী হিসেবে সফলতা লাভ করে। মানুষটা কে আর তাঁর গানকে চিরদিন মনে রাখে। তেমনি একজন খ্যাতনামা বাদ্যযন্ত্রশিল্পী তার বাদ্যযন্ত্রের ঝংকার তুলে মানব মনে আলোড়ন সৃষ্টি করে। বাজনার দ্বারা মানব হৃদয় কে আনন্দিত ও খুশি করতে তাকে বারবার বাজনা বাজানোর অনুশীলন করতে হয়। তাই কোন কাজ সুন্দর এবং সুরুচিসম্পন্ন করে তুলতে হলে যে কোন মানুষকে কঠোর অনুশীলন ও পরিশ্রম করতে হয় একনিষ্ঠভাবে।
মানুষের জীবনে প্রতিযোগিতা লেগেই থাকে এবং প্রতিযোগিতার মধ্য দিয়েই সে সাফল্য অর্জন করে। বারবার চেষ্টায় নিজের সকল অক্ষমতাকে দূর করা যায়। পৃথিবীতে আজ সভ্যতার যে অগ্রগতি তার পেছনে রয়েছে মানুষের নিরবচ্ছিন্ন চেষ্টা। চেষ্টার গুণেই মানুষ তীক্ষ্ণবুদ্ধি, বিদ্যা, স্মৃতিশক্তি ও অন্যান্য বিচার ক্ষমতার অধিকারী হয়। চেষ্টাই মানুষকে নিয়ে যায় সাফল্যের স্বর্ণ শিখরে।
কবি কালী প্রসন্ন ঘোষ বলেছেন– “একবার না পারিলে দেখো শতবার”। তাই জীবনের মহত্ত্ব ও সাফল্য অর্জনের পথে ব্যর্থতায় স্থবির হওয়া ঠিক নয়। বারবার চেষ্টা, অনুশীলন এবং কঠোর পরিশ্রমের দ্বারা যে কোন কাজে সাফল্য অর্জন করা সম্ভব।
মন্তব্য: যেকোনো কাজে সফলতার মূলমন্ত্র হলো অনুশীলন; বারবার অনুশীলনে সফলতা এলে অন্তরে আত্মবিশ্বাস জাগে। এক্ষেত্রে এই উক্তিটি আমাদের প্রাতঃস্মরণীয়, ‘সুন্দর দিন সবার জন্য অপেক্ষা করে, কেউ চেষ্টায় আনে কেউ আনে না’।
আজকের ভাব সম্প্রসারণ এর মূল সারমর্ম হল পরিশ্রম এবং অনুশীলন ব্যতীত জীবনে কেউ সাফল্যের স্বর্ণ শিখরে পৌছাতে পারেনি। পরিশ্রম এবং অনুশীলন ও বার বার চেষ্টার ফলে মানুষ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা আমাদের ওয়েবসাইটে আজকের যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করলাম সেটি এই বিষয়ের উপরেই। আমরা আশা করি করছি আপনারা অবশ্যই আজকের ভাব সম্প্রসারণ নীতি খুব সহজেই বুঝতে পারবেন।
Leave a Reply