
পৃথিবীর প্রতিটি বস্তুরই কোন না কোন নাম রয়েছে এবং সেই নাম ধরেই সেই বস্তুটিকে সবাই সম্বোধন করে তেমনি মানব শিশুর জন্মের পরে নামকরণ করা হয় যেন সেই নাম দিয়ে সবাই তাকে সম্বোধন করে ও সে নিজের পরিচয় লাভ করতে পারে। পরিবারের শিশুর নাম নির্ধারণ করতে প্রধান দায়িত্ব পালন করে থাকে। পিতা-মাতা ও পরিবারের সদস্যদের কাছে শিশুর নামকরণ এর কাজটি অত্যন্ত আকর্ষণীয় গুরুত্বপূর্ণ।
এই কাজটিকে সবাই আনন্দের সাথে গ্রহণ করে এবং পছন্দের নাম খুঁজে পেতে যেন সকলের প্রচেষ্টার কমতি থাকে না। তবে এই পৃথিবীতে যতই নাম থাকুক না কেন নিজের প্রিয় বাচ্চা কিংবা পরিবারের নতুন সদস্যটির জন্য যখন আমরা নাম খুঁজতে চাই তখন যেন মনের মতন নাম খুঁজে পাইনা।
স দিয়ে হিন্দু ছেলেদের আধুনিক নামের তালিকা
সচেতন অভিভাবক বাচ্চার নাম নির্ধারণ করতে গেলে নানা রকম বিষয় বিবেচনা করে থাকে সেগুলো অবশ্যই করা উচিত। কিন্তু কিছু কিছু অভিভাবকেরা নাম নিয়ে ততটা সিরিয়াস মনে করে রাখে না সে কারণে অনেক সময় ভুলভাল নাম রেখে দেয় শিশুর। যেহেতু নাম কোন অস্থায়ী কিংবা সাময়িক ব্যাপার নয় বরং এটি মানুষের অস্তিত্বের সাথে জড়িত এবং সারাটা জীবন এই নাম দিয়েই সে সকলের নিকট পরিচয় দিবে তাই নামকরণের কাজটি সচেতন অভিভাবকরা অনেক বিচার-বিশ্লেষণ করে তবেই নির্ধারণ করেন।
এটা বিশ্বাস করা হয়েছে শিশুর নামের যেন সুন্দর সুন্দর অর্থ থাকে এবং নামগুলো শুনতে শ্রুতি মধুর হয়। নামজারি শ্রুতিমধুর না হয় তাহলে সেই নাম ধরে ডাকতেও ভাল লাগে না। এছাড়া নামের অর্থ যদি সুন্দর না হয় তবে সকলের নিকট সেই নামের কারণে একটি খারাপ ইম্প্রেশন তৈরি হয় একটি মানুষের আত্মবিশ্বাস মনোবল নষ্ট করার জন্য যথেষ্ট। নামের কারণে অনেক সময় মানুষকে বুলিং এর শিকার হতে হয় যা মোটেও কাম্য নয়।
সুতরাং অনেক ভেবেচিন্তে ও বিচার বিশ্লেষণ করে তবেই শিশুর নাম নির্ধারণ করা অতি জরুরী তা না হলে ভবিষ্যতের নাম নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। কারণ অন্য কিছুর নাম বদলানো গেলেও মানুষের নাম পরবর্তীতে আর সহজে বদলানো যায় না। নাম দিয়ে একটি ব্যক্তি সকলের নিকট অলরেডি পরিচিতি পেয়ে যায় তখন নাম পরিবর্তন করার অনেক ঝামেলাও কষ্টের কাজ হয়ে দাঁড়ায়। এতসব কারণেই নাম রাখার পূর্বেই ভেবেচিন্তে নাম রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
বিভিন্ন ধর্মের নাম রাখার রীতিনীতি ও পদ্ধতি আলাদা হলেও কিছু বিষয় রয়েছে যেগুলো প্রায় একই রকম। তেমনি হিন্দু ধর্মেও বলা হয়েছে যে নাম যেন সুন্দর হয়, নামের অর্থ ও মাধুর্য যেন রক্ষা পায় এরূপ নাম বাচাই করা এবং ধর্মীয় দিক বিবেচনা করে শিশুর নাম নির্ধারণ করা। আজকে আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে হিন্দু ধর্মের ছেলে বাচ্চাদের জন্য একগুচ্ছ নামের তালিকা অর্থসহ। যেহেতু একসাথে এতগুলো নাম আপনারা অর্থ সহকারে পেয়ে যাবেন সেহেতু আপনারা অল্প সময়ের মধ্যেই কাঙ্খিত নাম খুঁজে পেতে পারবেন। তাই হিন্দু ধর্মের ছেলে বাচ্চাদের জন্য অনেকগুলো নামের তালিকা একসাথে পেতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আজকে আমরা আপনাদের জন্য আপনাদের পছন্দের অক্ষর বাংলা বর্ণমালা স অক্ষর দিয়ে হিন্দু ধর্মের ছেলে শিশুদের জন্য একগুচ্ছ নামের তালিকা পর্যায় ক্রমে সাজিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে। ইনাম গুলো অনেক সুন্দর ও আকর্ষণীয় সেই সাথে রয়েছে নামগুলোর নিজের সৌন্দর্য অর্থ। স ব্যঞ্জনবর্ণ দিয়ে কয়েকটি নাম হলঃম্য, সমৃদ্ধ, সৌরভ, সায়ন, সৃজন, সত্যজিৎ, সমরেশ, স্পন্দন, সাম্য, সংকল্প, সুদীপ্ত,সমর্পণ,সায়ন্তন, সুদীপ, সাগর, সৌভিক, সাগ্নিক, স্বপ্ন, সত্যজিৎ সুদেব সূর্য সৌমিত্র ইত্যাদি। এছাড়াও আরও অসংখ্য নাম রয়েছে বাংলা বর্ণমালা স অক্ষর দিয়ে। এই অক্ষরটি খুবই কমন একটি অক্ষর এবং পৃথিবীতে এই অক্ষর দিয়ে অসংখ্য নাম রয়েছে যে নামগুলো সবার নিকট অনেক পরিচিত ও পছন্দনীয়।
দুই ও তিন অক্ষরের নাম
বাংলা বর্ণমালা স অক্ষর দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে দুই অক্ষরের তিন অক্ষরের নাম গুলো সংগ্রহ করেছি। যেহেতু দুই অক্ষর তিন অক্ষরের নাম গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ও মানুষ বেশি পছন্দ করে থাকে সে কারণে আপনাদের সুবিধার্থে আমরা এই নামগুলো আমাদের ওয়েবসাইটের সুন্দর ভাবে সাজিয়েছে যেন আপনারা আপনাদের পছন্দের নামটি খুব সহজেই খুজে পেতে পারেন। তাই যখনই প্রয়োজন হবে আপনার আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বেঁছে নিতে পারবেন বাংলা বর্ণমালার স অক্ষর দিয়ে হিন্দু ছেলেদের নাম।
Leave a Reply