চিটাগাংগের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা

চিটাগাংগের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা।

জন্মদিনের শুভেচ্ছা আমরা যে কোন ভাষা জানতে পারি। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা আমাদের সবার কাছে প্রিয়। আঞ্চলিক ভাষায় আমরা কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। আমরা আমাদের আত্মীয়-স্বজন, ভাই বোন, মামা-মামী ,দাদা-দাদী, বন্ধু-বান্ধব ,পাড়া-প্রতিবেশী ,এবং আশেপাশের লোকজনকে আমাদের আঞ্চলিক ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। নিজের এলাকার মানুষ দের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা আমাদের নিজের আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারি। আমাদের অঞ্চলের মানুষকে যদি আমরা তাদের নিজের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাই তাহলে তারা খুব খুশি হন। তাই আমরা চিটাগাংবাসী চিটাগাং এর ভাষায় জন্মদিনের শুভেচ্ছা একে অপরকে জানিয়ে থাকি।

যদি কাউকে আপনি চিটাগাং এর ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে সন্ধান করতে পারেন।
আপনি যদি চিটাগাং এর আঞ্চলিক ভাষার সন্ধান করে থাকেন তাহলে বলতে পারি আমাদের এই ওয়েব পেজে এসে আপনার সমস্যা দূর হবে। আমরা উদাহরণস্বরূপ চিটাগাং এর ভাষায় আপনাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা দেখাতে পারি।আমাদের সবারই আঞ্চলিক ভাষা রয়েছে। বাংলাদেশের সকল মানুষ বাংলায় কথা বলে ।কিন্তু আঞ্চলিক ভাষা একে অপরের থেকে আলাদা ‌। একেক অঞ্চলে একেক ভাবে মানুষ কথা বলে। তাদের কথা বলার সুর, কথা বলার টোন, একেক শব্দ একেক ব্যবহার, উচ্চারণে ব্যবধান এভাবেই আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছে। আপনি কি আপনার বন্ধুকে চিটাগাংগের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান? আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনার জন্য আপনার বন্ধুকে চিটাগাং এর ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিছু স্ট্যাটাস দেখানো হলো। উদাহরণস্বরূপ স্ট্যাটাস গুলো নিচে দেওয়া হল:-

১//তোর জন্মদিন বলি আজিয়ার দিন্নান এত সুন্দর। তোর উজ্জ্বল ভবিষ্যত হামনা গরি, যাতে আরও বউতদিন আঁরার মাঝে হাসিখুশি লই ভালা থাকছ।
শুভ জন্মদিন, ভালাবাসা লইস।

২// আজ মোর বন্ধুটারই জনম দিন। তোর লাগি মোর অনেক ভালোবাসা আছে। শুভ জন্মদিন। ভালো থাকিস।

৩// বছর ঘুরিয়েরে সেই শুভদিন আবার চলি আইসসে বন্ধু।জন্মদিনর প্রানভরা শুভেচ্ছা লইছ। আর আযিন্না বেলায় করিমর দোয়ানত ট্রিট দিত দৌঁড়ি আয়যই। শুভ পইদা দিবস।
শুভ জন্মদিন বন্ধু।

৪// “শুভ জন্মদিন ।আজিয়ার দিনর লাই সারাবছর অপেক্ষা গজ্জিলাম।মেনু রেডি আছে, তুই আয়জই সোজা।তুই যে দুনিয়াত আয় বিয়াজ্ঞুনদেরে ধইন্ন গইজ্জছ ইয়ান পার্টি দি প্রমাণ গরি দে।”।। হাবার ও বলবার চাই শুভ জন্মদিন।

এভাবে আপনি চিটাগাং এর ভাষা ব্যবহার করে আপনার বন্ধুকে অথবা আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। শুধু চিটাগাং নয় আপনারা যে কোন আঞ্চলিক ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। চিটাগাং এর ভাষা একটু অন্যরকম শুনতে। চিটাগাং এর লোকজনদের উচ্চারণ অন্যরকম। কথা বলার সুর আমাদের থেকে আলাদা। আমরা যারা স্বাভাবিক বাংলা ভাষায় কথা বলি তারা হয়তো চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা জানিনা।
তাই তাদের জন্য আমাদের কিছু টিপস রইল।

আপনার কোন বন্ধু কি চিটাগাং থেকে এসেছে? আপনি কি তাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে চান? তাহলে আপনি আমাদের তথ্যগুলি ব্যবহার করে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো পেয়ে আপনি উপকৃত হবেন।
আপনি আপনার বন্ধুকে তার নিজের আঞ্চলিক ভাষা তার বাসস্থান, তার জন্মস্থান, তার মাতৃভাষা, তার প্রিয় চিটাগাং এর আঞ্চলিক ভাষায় তাকে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন আমাদের এই ওয়েবসাইটের সাহায্যে।

শুধু চিটাগাং কেন আপনি যেকোনো এলাকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। ‌ আমরা আপনাকে বাংলাদেশের সকল এলাকার আঞ্চলিক ভাষা সম্পর্কে ধারণা দিতে পারি। আপনি যদি চান তাহলে আমরা বিভিন্ন ভাষাতেও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা দিতে শিখিয়ে দিতে পারি।

সিলেট, চট্টগ্রাম ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি ,বান্দরবান, পাহাড়পুর, ঢাকা ,হবিগঞ্জ ,টাঙ্গাইল ,রংপুর ইত্যাদি। যে কোন জায়গার আঞ্চলিক ভাষায় আপনি আপনার বন্ধুকে অথবা আপনার আশেপাশের লোকজনকে অথবা আপনার প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ,অথবা যেকোনো ধরনের শুভেচ্ছা জানাতে পারেন। জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস পেতে পারেন। আমরা আপনাকে যে কোন ভাষাতে শুভেচ্ছা জানাতে সাহায্য করবো। আপনি আমাদের জানাতে পারেন আপনার আঞ্চলিক ভাষা। এবং আমাদের ওয়েব পেজে সন্ধান করতে পারেন আরও বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষাতে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়। ধন্যবাদ।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*