
আপনারা যারা বন্ধুদের মিস করা নিয়ে বিভিন্ন কথা সার্চ করেন, আজকের পোস্টটি তাদের জন্য অনেকটা উপকারি হবে বলে আশা করছি। কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে বন্ধুদের মিস করা নিয়ে বিভিন্ন কথার মাধ্যমে। যদিও কয়েকটি বাক্য বা কথার দ্বারা বন্ধুত্ব ব্যাপারটাকে পরিমাপ করা যায় না।
পৃথিবীতে যতরকম সম্পর্ক থাকুক না কেন, বন্ধুত্বের সম্পর্কটা একটু আলাদা। অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্যরকম। বন্ধুদের নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই মাথায় আসে একরাশ আবেগের কথা। বন্ধু মানে আবেগ, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে হাজারো অভিমান, মারামারি আর দিনশেষে আপন সত্ত্বা। বন্ধু মানে সবকিছু। বন্ধু মানে কলিজা। আসলে বন্ধুত্বের সজ্ঞা এভাবে কয়েকটি বাক্যের মাধ্যমে বুঝানো সম্ভব নয়। বন্ধুত্ব মানে একটা বিশাল ব্যাপার৷
বন্ধু ছাড়া অনেকের জীবনই চলে না। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সবার প্রথমে বন্ধুকেই দরকার। কারণ বন্ধু চাড়া মজা হয় না৷ পছন্দের কোন জায়গায় যদি ঘুরতে যাওয়া হয়৷ আর সাথে যদি প্রিয় বন্ধুগুলো কোন কারণে না থাকে, তাহলে সারাদিন একা একা সেখানে ঘুরলেও মজা হয় না। কিন্তু বন্ধুদের সহ কিছুক্ষণ ঘুরলেই অনেক বেশি মজা হয়। আবার বন্ধু ছাড়া অন্যদের সঅতে ঘুরতে গিয়ে অন্যরা ঠিকই মজা করে৷ কিন্তু যে বন্ধু ছাড়া ঘুরতে যায়, সারাটা সময়ই সে তার প্রিয় বন্ধুদের মিস করে ।কোনভাবেই তার ভালো লাগে না। মনের মধ্যে সবসময় মনে হয় যে যদি তার প্রিয় বন্ধুগুলো আসতো তাহলে কতই না মজা হত!
আবার বিশেষ বিশেষ দিনগুলোতে বন্ধুকেই দরকার। কোন বিশেষ দিন বন্ধুর সাথে অনায়াসেই কাটিয়ে দেওায় যায়। অনেক মজা করা যায়। কিন্তু সেই বিশে দিনগুলোতে যদি কোন বন্ধু না থাকে, তাহলে বিশেষ দিনগুলোও আর বিশেষ মনে হয় না৷ মনের কোন একটি জায়গা বন্ধুদের জায়গা হাহাকার করে৷ ভাবতে না চাইলেই বন্ধুর কথা অজান্তেই ভাবনাতে চলে আসে। সেই সময়টাতে বন্ধুদের প্রচুর পরিমানে মুস করা হয়।
আবার স্কুল – করেজ লাইফে যেই বন্ধু ছাড়া চলতো না। ইউনিভার্সিটি লাইফে এসে দেখা যায় সেই বন্ধুগুলো আর থাকে না৷ সবাই নিজ নিজ ভালোর জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। ইউনিভার্সিটি লাইফে এসে যখন দেখা যায় সবাই নতুন, তখন সারাক্ষণ সেই স্কুল – কলেজের বন্ধুগুলোর কথা মনে হয়। তাদের প্রচুর পরিমানে মিস করা হয়। স্কুল – করেজ লাইফের বন্ধুগুলো যদি ইউনিভার্সিটি লাইফেও পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো।অনেক কস্টে আবার ইউনিভার্সিটিতেও যখন সবাই পরিচিত হয়ে যায়, তখন অনেকের সাথেই ভালো বন্ধুত্ব হয়ে যায়৷ যেকোন বিপদে – আপদে তারাই সবার আগে পাশে আসে।
কিন্তু ভার্সিটি লাইফ শেষে সবাই যে যার ক্যারিয়ারে মনোযোগ দেয়। আজকে যার সাথে সারাদিন কাটছে, যাকে ছাড়া কিছুই ভালো লাগে না। যার অনুপস্থিতিতে নিজেকে প্রচুর বিষন্ন লাগে। ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে গিয়ে সেই বন্ধুটিও বেশিরভাগ সময়ই হারিয়ে যায়। জীবনের অন্যতম শেষ্ঠ সময়গুলো যার সাথে কাটে, তার সাথেও আর তেমন কথা হয় না। আস্তে আস্তে হারিয়ে যায় প্রিয় বন্ধুগুলো৷ কিন্তু তারা মন থেকে কখনো যায় না৷ অলস সময়ে যখন বন্ধুদের স্মৃতি মনে হয়, তখন অকারণেই ঠোঁটের কোণায় হাসি চলে আসে।
Leave a Reply