ভাবসম্প্রসারণ: বড় যদি হতে চাও ছােটো হও তবে Boro Jodi Hote Chau Choto Hou Tobe

ভাবসম্প্রসারণ: বড় যদি হতে চাও ছােটো হও তবে

ভাব সম্প্রসারণ:
বড় যদি হতে চাও ছোট হও তবে

মূলভাব: বড় হওয়া বা আত্মপ্রতিষ্ঠার ইচ্ছা সকলের মাঝেই আছে। কিন্তু বড় হওয়া সহজ নয়। জীবনের ছোট অবস্থা থেকে বিনয় ও শ্রম ও সাধনার মাধ্যমে বড়ত্ব অর্জন করতে হয়। কারণ বিনয় মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে। তিনিই প্রকৃত মহৎ, যিনি সব গর্ব ও অহংকার পরিত্যাগ করে নিজেকে সামান্য ও ক্ষুদ্র ভাবেন।

সম্প্রসারিত ভাব: পৃথিবীতে আমরা সবাই বড় হতে চাই। এটা মানুষের সহজাত প্রবণতা। তবে বড় হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। আকাঙ্ক্ষার সাথে কর্মের মিল না ঘটলে সাফল্য লাভ করা যায় না। কতকগুলো ইতিবাচক গুণাবলী মানুষের বড় হওয়ার জন্য পূর্ব শর্ত হিসেবে কাজ করে। বড় হতে হলে সবার সামনে নিজেকে নম্র, চরিত্রবানরূপে উপস্থাপন করতে হবে। মানুষের সত্যিকার এর পরিচয় ফুটে ওঠে তার চরিত্রে, তার বিনয়ে, তার নম্রতা ও ভদ্রতায়। এই কারণেই জেলের ঘরে জন্ম নিলে মানুষ যেমন ছোট হয় না, তেমনি জমিদারের ঘরে জন্ম নিলে মানুষ বড় হয় না। এ জন্য দরকার প্রকৃত শিক্ষার।

সুশিক্ষাকে জীবনের সবখানে প্রয়োগ করতে পারলে নিজেকে গড়ে তোলা সহজ হবে। যারা নিজেদের খুব বেশি বড় মনে করে, অহংকার করে, হিতাহিত বিবেচনা যাদের নেই, সত্যিই তারা খুব ছোট। তারা প্রাথমিক সোপান অবহেলা করে ওপরে ওঠার ব্যর্থ প্রয়াসে বিভোর। প্রকৃতই তারা কৃতকার্য হয় না। কেননা বড় হতে হলে ছোটত্ব বরণ করা অপরিহার্য। বড় হতে ওপরে ওঠার সিঁড়ি পার হওয়ার জন্য ছোট হওয়ার বিকল্প আছে বলে মনে হয় না।

মানুষের এ ছোট বা ‘বড়’ হওয়া নির্ভর করে তার কাজকর্মে, স্বভাব আচরণে। মানুষের মধ্যে আমরা তাকেই ‘বড়’ বলে থাকি যিনি বিদ্বান, চরিত্রবান, পরিশ্রমী ও নিরহংকার। এসকল গুণ যার মধ্যে থাকে তিনি স্বভাবতই বিনয়ী, নম্র ও শান্ত। আমরা ‘বড়’ মানুষ বলতে শান্ত, বিত্তবান, প্রতিপত্তিশালী ব্যক্তিদের বুঝে থাকি। বস্তুত ‘বড়’ তাঁরাই যাঁরা জ্ঞানী, সৎ ও আদর্শবান। এরাই জগতে শ্রদ্ধাশীল।

শ্রদ্ধা অর্জন করতে হলে আগে শ্রদ্ধা করতে শিখতে হবে অর্থাৎ আগ ছোট হতে হবে। অন্যথায় অন্যকে শ্রদ্ধা করতে না পারলে প্রকৃত অর্থে ‘বড়’ বা শ্রদ্ধা ভাজন হওয়া যায় না। যারা মহৎ তাঁরাই পারেন অহঙ্কারকে বিনাশ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের এ আত্মত্যাগী ও নিরহঙ্কারী চরিত্রই তাঁদেরকে ‘বড়’ করে তোলেন।

মন্তব্য: মানব জীবনে সাফল্য এবং শ্রদ্ধা প্রত্যাশিত; কিন্তু তা অর্জন করতে হয় বিনয় ও নিবেদনের মাধ্যমেই। আত্মপ্রচারকারী কখনো বড় বা মহৎ ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে না। বরং আপন কর্মবলে মহৎ ব্যক্তি সমাজ কর্তৃক সমাদৃত হন।

আপনারা যারা অনলাইনের মাধ্যমে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এ অনলাইন ভিত্তিক শিক্ষাবিষয়ক ওয়েবসাইট বেশি বেশি করে ভিজিট করবেন। এখানে শিক্ষার উপর বিভিন্ন তথ্যমূলক বিষয়বস্তু উপস্থাপনা করা হয়ে থাকে।

আপনারা আমাদের ওয়েবসাইটে শিক্ষার উপর বিভিন্ন তথ্য ইচ্ছে করলে ডাউনলোডও করতে পারেন অথবা পড়তেও পারবেন। আপনাদের চাহিদা মোতাবেক আমরা বিভিন্ন তথ্য গুলোকে সাজানোর চেষ্টা করেছি। যাতে করে আপনারা সহজেই তথ্যগুলো ডাউনলোড করতে পারেন সেজন্য আমরা পিডিএফ আকারেও এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য উপস্থাপনা করা হয়েছে।

তাই আপনারা বেশি বেশি করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের জানাবেন আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আমরা সেটা সংশোধনের চেষ্টা করব।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*