চিলাহাটি থেকে সান্তাহার যাওয়ার জন্য অবশ্যই বেশকিছু ট্রেন রয়েছে। তবে আপনারা সকলেই জানেন যে চিলাহাটি থেকে সান্তাহার যাওয়ার জন্য সরাসরি আলাদাভাবে কোনো ট্রেন নাই। তাহলে যারা নতুন রয়েছেন তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হলো আপনারা কোন ট্রেনে উঠলে চিলাহাটি থেকে সান্তাহার পর্যন্ত যেতে পারবেন। আমরা আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে এই মহামূল্যবান প্রশ্নের সমাধান করতে চাচ্ছি।
আপনারা যারা আমাদের এই অনুচ্ছেদ সম্পূর্ণ পড়বেন তারা কি কি বিষয় জানতে পারবেন তা এখন অল্প করে আলোচনা করব। আপনারা প্রথমত জানতে পারবেন চিলাহাটি থেকে সান্তাহার যেতে হলে আপনাকে চিলাহাটি স্টেশন থেকে কোন ট্রেনে উঠতে হবে। সাথীর গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা এই বিষয়টি আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে জানতে পারবেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এ সকল ট্রেনের সিডিউল এবং সময়সূচী সম্পর্কে। সর্বশেষে আপনারা জানতে পারবেন যে সকল ট্রেনের টিকিট মূল্য সম্পর্কে।
চিলাহাটি টু সান্তাহার ট্রেনের সময়সূচী
চিলাহাটি থেকে সান্তাহার পর্যন্ত আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে জানতে হবে চিলাহাটি থেকে সান্তাহার কোন কোন ট্রেন চলাচল করে। বর্তমানে চিলাহাটি থেকে সান্তাহার বেশ কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে আমরা এখন আমাদের অনুচ্ছেদ এর মাধ্যমে এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা হয়তো অনেকেই জানেন চিলাহাটি থেকে সান্তাহার ট্রেনের মাধ্যমে যেতে হলে অতিক্রম করতে হবে প্রায় অনেক দূরের পথ।
রুপসা এক্সপ্রেস 728
রুপসা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। রুপসা এক্সপ্রেস নিয়মিত চিলাহাটি টু সান্তাহার এ রুটে চলাচল করে। রুপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহের সাত দিনের মধ্যে চলাচল করে এবং একদিন বন্ধ থাকে। সে ছুটির দিন হল বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের অন্য যেকোনো দিন আপনারা চাইলে রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি অনুযায়ী এই ট্রেনে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। রুপসা এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 8:30 এবং যাত্রা শেষ করে 12:10 মিনিটে।
বরেন্দ্র এক্সপ্রেস 732
বরেন্দ্র এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। বরেন্দ্র এক্সপ্রেস নিয়মিত চিলাহাটি টু সান্তাহার এ রুটে চলাচল করে। বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিন চলাচল করে এবং রবিবার বন্ধ থাকে। তার যাত্রা শুরু করে 5 টা 50 মিনিটে এবং যাত্রা শেষ করে 9:40 মিনিটে।
তিতুমীর এক্সপ্রেস 734
তিতুমীর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। তিতুমীর এক্সপ্রেস নিয়মিত চিলাহাটি টু সান্তাহার এ রুটে চলাচল করে। তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং বুধবার এই ট্রেন বন্ধ থাকে। তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির চিলাহাটি রেলওয়ে স্টেশন ভেসে আসে 6:45 মিনিটে এবং সান্তাহার রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 10 টা 15 মিনিটে।
সীমান্ত এক্সপ্রেস 748
সীমান্ত এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সীমান্ত এক্সপ্রেস নিয়মিত চিলাহাটি টু সান্তাহার এ রুটে চলাচল করে। সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে সাতদিন চলাচল করে না এক দিন বন্ধ থাকে। সে বন্ধের দিন হল সোমবার। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন হতে সেরা সে 6:45 মিনিটে এবং সান্তাহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 10 টা 15 মিনিটে।
নীলসাগর এক্সপ্রেস 766
নীলসাগর এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। নীলসাগর এক্সপ্রেস নিয়মিত চিলাহাটি টু সান্তাহার এ রুটে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং এক দিন বন্ধ থাকে সে বন্ধের দিন হল সোমবার। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসা 8:01 এবং সান্তাহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 11:25 এ।
চিলাহাটি টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা
আপনারা যারা চিলাহাটি থেকে সান্তাহার ট্রেনের যাতায়াত করেন তাদের অবশ্যই জেনে রাখা দরকার ট্রেনের ভাড়ার তালিকা গুলো সম্পর্কে আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন সেগুলো আলোচনা করব।
শোভন আসনের ভাড়া 150 টাকা। শোভন চেয়ার আসনের ভাড়া 180 টাকা এবং প্রথম আসনের ভাড়া 240 টাকা। স্নিগ্ধা আসনের ভাড়া 300 টাকা এবং এসি আসনের ভাড়া 360 টাকা।
Leave a Reply