সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে গরিব মেধাবী শিক্ষার্থীদের সংখ্যায় বেশি। এ সকল গরিব মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে যখন যে সরকার এসেছে এবং যখন যে শিক্ষা বোর্ড গঠিত হয়েছে প্রত্যেকটি ব্যক্তিদের চেষ্টা থেকেছে তাদের জন্য কিছু করার। তার ফলস্বরূপ বর্তমানে এমন কিছু বৃত্তি বা উপর ভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী যার মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীরা আর্থিকভাবে কিছু সাহায্য পান।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব এবং এই গরিব মানুষগুলো যখন নিজের তিন বেলা খাবার যোগাড় করতে হিমশিম খায় তখন তারা কিভাবে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাবে এটা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি শিক্ষিত জাতি গড়ে তোলাও অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার তার কারণ হলো শিক্ষিত জাতি মানে উন্নত জাতি। সবদিক বিবেচনায় বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই সকল গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে বিভিন্ন মেয়াদের বিভিন্ন শ্রেণীতে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
২০২৪ সালের উপবৃত্তি বিতরণ শুরু স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি
এই অংশ থেকে ২০২৪ সালের উপবৃত্তি প্রদানের শুরুর তারিখ আপনারা জানতে পারবেন এবং এখানে উল্লেখ করা থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি বিষয়ের উপর ভিত্তি সংক্রান্ত তথ্য। ২০২৪ সালের স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অবগত হতে পেরেছি যে দেশের সবগুলো মাধ্যমিক স্কুল এবং কলেজ এর পাশাপাশি সবগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে
সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ১৯ জুন রবিবার থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয় অধীন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালে উপবৃত্তির বিতরণ শুরু হয়েছে। ২০২৪ সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ক্লাস থেকে প্রায় ৫০ লাখ শিক্ষার্থীদের মাঝে প্রায় ১২০০ কোটি টাকা উপলবৃত্তি হিসেবে বিতরণ করা হবে।
তাই এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সুযোগ যারা কিনা গরিব মেধাবী শিক্ষার্থী হিসেবে এই উপবৃত্তি গ্রহণ করতে পারলে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। উপবৃত্তির এ সকল টাকা বর্তমানে বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্নাতক ও সম্মান পর্যায়ে দরিদ্র মেধাবীদের মধ্যে বন্টন করা হচ্ছে। আপনি যদি এই উপবৃদ্ধি গ্রহণে যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই উপবৃত্তির টাকা পাবেন। মোবাইল অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি টাকা বর্তমানে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবেন
সাধারণত উপবৃত্তির টাকা সকলের জন্য নয় এর জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম যে নিয়ম এর আওতায় পড়লে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করা হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবেন তাদের একটি তালিকা আমাদের কাছে আছে আমরা আপনাদের সেইখান থেকে কিছু ধারণা দিতে চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক স্কুল এবং কলেজ এছাড়াও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি টাকা পাবেন।
মাধ্যমিক ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ৪০ লাখের বেশি শিক্ষার্থী পাবে উপবৃত্তির ৬৭৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ে ৮ লাখ ৮২ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে 450 কোটি 30 লাখ টাকা বিতরণ করা হবে।
পাশাপাশি স্নাতক পর্যায়ে এক লক্ষ 39 হাজার 553 জন শিক্ষার্থীদের মধ্যে ৭৪ কোটি ৮২ লাখ টাকার বেশি উপবৃত্তি টাকা প্রদান করা হবে।
এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিন্তে 505 জন শিক্ষার্থীদের মধ্যে ৩১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হবে।
সম্পূর্ণ টাকাটাই মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে শিক্ষার্থীর অ্যাকাউন্টে।
Leave a Reply