
শিক্ষার্থীবৃন্দ আমাদের ওয়েবসাইট পেজে আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়তই বাংলা ব্যাকরণ এর কোন একটা টপিকস নিয়ে আলোচনা করে থাকি। যা আপনাদের পাঠ্যপুস্তক এর সাথে সাথে আমাদের এই ওয়েব পেজ এ সেই সকল বাংলা ব্যাকরণ এর বিষয়গুলো প্রয়োজনীয়উপকারে আসবে। এমনই একটি বাংলা ব্যাকরণ এর সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ, যা আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আলোচনা করে থাকছি।
আজও আপনাদের একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো অন্যান্য ভাব-সম্প্রসারণ নিয়ে আমরা এই ওয়েবসাইটে আলোচনা করব। আজকে ভাব সম্প্রসারণ এ আলোচনা করা হবে সেটি বাংলা ব্যাকরণ এর একটা অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। বিশেষ করে এস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত এই ভাব-সম্প্রসারণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে।
আপনারা আমাদের এই পেজে এই ভাব-সম্প্রসারণ লিখে সার্চ দিলেই বিস্তারিত পেয়ে যাবেন। যা আপনাদের মূল বইয়ের সাথে এই ভাব সম্প্রসারণ অনেক উপকার করবে। সমসাময়িক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। চলুন আমরা আমাদের আজকের ভাব সম্প্রসারণ এর বিষয়টি নিয়ে আলোচনা করি।
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
মূলভাবঃ উত্তম চরিত্র মানব জীবনের একটি বড়গুণ। সৎ চরিত্রের অধিকারী কোন ব্যাক্তি, শিক্ষিত দুর্জন ব্যক্তির চেয়ে অনেক গুনে ভালো। দুর্জন ব্যক্তি যতই বিদ্যান লাভ করুক না কেন সমাজে সে নিন্দনীয়, তার সহচার্য ত্যাগ করাই শ্রেয়।
সম্প্রসারিত ভাবঃ দুর্জন শব্দের অর্থ খারাপ,দুষ্ট। দুর্জন খারাপ স্বভাবের লোক। দুর্জন ব্যক্তি শিক্ষিত ও অশিক্ষিত দুই হতে পারে। তবে দুর্জন বিদ্বান হলেও অকল্যাণকর, অশুভ তাই পরিত্যাজ্য। মনুষ্যত্ব-বিরােধী কুপ্রবৃত্তিগুলাে দুর্জন লােকের নিত্যসঙ্গী। চরিত্রহীন বিদ্বান ব্যক্তির কাছ থেকে বিদ্যা লাভ করে জীবনের কোনাে কল্যাণ সাধন করা যায় না। তাই দুর্জন যদি বিদ্বানও হয়, তবু তার সান্নিধ্য ও সংস্রব ত্যাগ করাই মঙ্গলজনক। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। এরা সমাজের কলঙ্ক। এরা আত্মকেন্দ্রিক, লােভী এবং স্বার্থপর।
একজন বিদ্বান ব্যক্তিকে মানুষ খুব সহজেই অন্ধ বিশ্বাস করে, ফলে সে একজন সাধারন মানুষকে ফাঁকি দিয়ে তার নিজের কার্য উদ্ধার করে। এ ধরনের বিদ্বান ব্যাক্তিদের থেকে দূরে থাকাই শ্রেয়। দুর্জন খারাপ প্রকৃতির মানুষ যতই বিদ্বান হোক না কেন তার থেকে দূরে থাকাই ভালো সে সমাজে সবসময় ক্ষতির বিষয়টি চায় সে কখনোই সমাজের উন্নতি হোক সেটি চায়না।
বর্তমানে আমাদের সমাজে এইরকম দুর্জন বিদ্বান ব্যক্তির অহরহ দেখা মিলছে। যারা কিনা সমাজের শিক্ষিত এবং গুণীজন ব্যক্তির পাশে দাঁড়িয়ে ও দেশ এবং জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা সমাজ দেশ এবং জাতির শত্রু। তারা কখনোই সমাজ দেশ এবং জাতির উন্নতি চায় না তারা সবাই নিজের স্বার্থ হাসিলে এই ব্যস্ত থাকে।
খারাপ কাজ তা সে যত বড় শিক্ষিত লোকের দ্বারাই হোক না কেন অবশ্যই পরিত্যাজ্য। দুর্জন বিদ্বান হলেও তার ভেতরের কু-প্রবৃত্তিগুলো তাকে খারাপ কাজের প্ররোচনা যোগায়। চারিত্রিক গুণাবলি বিদ্যার চেয়েও দামী। তাই প্রকৃত অর্থে দুর্জন বিদ্বানের চেয়ে চরিত্রবান। অশিক্ষিত ব্যক্তি তাদের তুলনায় অনেক ভালো।
মন্তব্য: আমরা সর্বশেষে বলতে পারি যে, দুর্জন ব্যক্তি যতই বিদ্বান হোক না কেন সে সমাজের শুধু ধ্বংসের কথাই ভাবে,। দেশ এবং জাতির উন্নতি তারা চায় না। তাদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। বিষধর সাপের মাথায় মূল্য বান মণি থাকে, তাই বলে মণি লাভের আশায় কেউ বিষধর সাপের সান্নিধ্যে রায় না। অনুরুপ, বিদ্যা মহামূল্যবান বস্তু হলেও তা লাভের জন্য চরিত্র হীন বিদ্বানের কাছে না যাওয়ায় ভালো।
উপরোক্ত যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করা হল নিশ্চয়ই আপনাদের ভাল লেগেছে। আমরা আমাদের এই ওয়েবসাইটের যতটুকু পেরেছি সুন্দর সহজ এবং ভাবে উপস্থাপনা চেষ্টা করেছি। আপনারা বেশি বেশি করে এই ওয়েবসাইট পেজে ভিজিট করুন এবং অন্যান্যদের ভিজিট করতে বলুন। আমরা বাংলা ব্যাকরণ এর আরো অন্যান্য বিষয় নিয়ে বিশদ আকারে এই ওয়েবসাইট পেজে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
Leave a Reply