একটি মেয়ে যখন গর্ভধারণ করে মা হতে তখন পরিবারের সবাই অনেক আনন্দিত হয়ে ওঠে। সবাই সে বাচ্চাটিকে ঘিরে অনেক জল্পনা–কল্পনার তৈরি করে।সবাই মন্তব্য শুরু করে যে ছেলে হবে নাকি মেয়ে হবে দেখতে ঠিক কার মত হবে। সবশেষে শুরু হয় আত্মীয়–স্বজনদের নিয়ে সে শিশুটির নাম খোঁজা।সবাই মিলে শুরু করে দেয় কোন নামটি রাখা যায় সেই শিশুটির জন্য। তবে বাবা–মা বা পরিবারের বড়দের নাম যদি ই দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সবাই ই দিয়ে নাম খোঁজার চেষ্টা করবেন।
নামটি যদি সুন্দর হয় তাহলে সেই বাচ্চাকে দেখতে এবং আদর করতে খুবই ভালো লাগবে। বাচ্চাটি হবার আগে থেকেই সবাই নাম খুঁজতে শুরু করে। সবাই তার নিজ নিজ পছন্দের নামটি নিয়ে আসে।বাচ্চাটি হবার পরে বাচ্চাটির নানা–নানি এক নাম ঠিক করে দাদা–দাদী একটা নাম ঠিক করে সে বাচ্চাকে নিয়ে নানান রকমের হইচই শুরু হয়ে যায় আনন্দের।কিন্তু সে সবের মধ্যে তো বাচ্চাটির সুন্দর একটি নাম এর প্রয়োজন হয়।
সেজন্য আমরা আমাদের এই ওয়েবসাইটের আপনাদের সুবিধার জন্য ই দিয়ে অনেকগুলো নাম দিয়েছি এখান থেকে আপনারা আপনাদের পছন্দমত নাম সংগ্রহ করতে পারবেন।আর বাঁচাতে নাম যদি আরবি অর্থসহ হয় তাহলে তো আরো ভালো হয়। সে বাচ্চাটা যখন বড় হবে তার নামের অর্থ জানতে চাইবে তখন অর্থ যদি আরবি থাকে তাহলে তার মধ্যে একটি মানসিকতা সৃষ্টি হবে। তার মধ্যে কিছু ভালো মানবিক গুন সৃষ্টি হবে।
ই অক্ষর দিয়ে আরবি নাম
অর্থসহ যখন শিশুদের নাম রাখা হয় তখন অনেকেই শিশুদের মধ্যে একটি নৈতিকতার জ্ঞান সৃষ্টি হয়। ফেসবুকে যখন বড় হয় তখন সবাই কেটে নামের অর্থ বলতে পারে। তাই একটি শিশুকে ছোট থেকে বড় করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে তার নামের অনেক ভূমিকা থাকে। নামটি যদি ভাল হয় তাহলে সে তার নামের মতই ভালো জীবন গড়ে তোলার চেষ্টা করে। আর বাবা মা তো সবসময় সে শিশুটির পাশে থাকে।
আর বাবা মা হিসেবে আপনারা অবশ্যই চাইবেন যে আপনাদের এই ছোট্ট সোনামনিদের নাম জানো হয় আধুনিক। অনেক নামের মধ্যে যেন আপনার শিশুটির নাম হয় খুবই অভিনব সবার মধ্যে আলাদা। নাম শুনেই যেন আপনার ছোট্ট সোনামণিকে সবাই আদর করতে চাই। এবং সবার যেন ভালোবাসা পাই আপনার শিশুটি।
Leave a Reply