ফেসবুক আইডির নাম মেয়েদের

ফেসবুক আইডির নাম মেয়েদের

যে সকল মেয়ে ফেসবুকে আইডির নাম দেওয়ার জন্য ইন্টারনেট থেকে সুন্দর সুন্দর নাম দেখতে চাইছেন তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইডির নাম প্রদান করা হবে। ফেসবুক আইডির নাম প্রদান করার ক্ষেত্রে যারা নিজেদের নাম ব্যবহার করতে চাচ্ছেন না অথবা নিজেদের নাম ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের নিকনেম ব্যবহার করতে হবে অথবা আকর্ষণীয় লুকায়িত নাম ব্যবহার করতে হবে। তাই আপনাদের সুবিধা হয় এমন সকল ফেসবুক নাম আমরা প্রদান করেছি যাতে করে আপনারা ফেসবুকের আইডির নাম এগুলো রাখতে পারেন অথবা কিছুটা পরিবর্তন করেও রাখতে পারেন। ফেসবুক আইডির নাম সংগ্রহ করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভালো করেছেন এবং এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে এ বিষয়ে অনেক তথ্য দিব অথবা অনেক অনেক আইডির নাম প্রদান করব। তাহলে আপনি অনেক আইডির নাম থেকে যে কোন একটি আইডির নাম নির্বাচন করতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন।


প্রত্যেকটি মানুষের জীবনে নাম একটি আলাদা বিষয় এবং নামের মধ্য দিয়ে সেই ব্যক্তির পরিচিতি ফুটিয়ে তোলা যায়। যেহেতু ফেসবুকে আপনি একটি একাউন্ট খুলবেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিচরণ করবেন অথবা এখান থেকে বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন সেহেতু আপনার এখানে একটি আইডি খোলার জন্য আইডির নাম ব্যবহার করতে হবে। আইডি নাম ছাড়া আপনি কখনোই এটা খুলতে পারবেন না। তাই যখনই আপনার ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে নাম প্রদান করার কথা বলা হবে এবং নামের প্রথম অংশ এবং শেষ অংশ প্রদান করার কথা বলা হবে তখন আপনি সেখানে কি প্রদান করবেন তা ভেবে না পেলে আমাদের ওয়েবসাইট থেকে সুন্দর সুন্দর ফেসবুক আইডির নাম সংগ্রহ করে নিতে পারেন।

আপনি যদি খুব সুন্দর একটা ফেসবুক আইডির নাম ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনি নিজের নাম ব্যবহার না করার কারণে নিজের প্রাইভেসি রক্ষা করতে পারছেন। অনেকে আছেন পারিবারিক কারণে ফেসবুক ব্যবহার করতে পারেন না। কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের প্রয়োজনীয়তা কমবেশি সকলের রয়েছে। তাছাড়া আপনি যখন নিজের নাম ব্যবহার করবেন তখন আপনার আত্মীয়-স্বজন অথবা আপনার প্রোফাইলের বিভিন্ন তথ্য দেখে চিনে ফেলবে যে সেটা আপনি ব্যবহার করছেন। এই ক্ষেত্রে এই ধরনের ঝামেলা থেকে নিজেকে মুক্ত দেওয়ার জন্য আপনারা অবশ্যই নিজেদের প্রাইভেস রক্ষা করার জন্য এই নামগুলো ব্যবহার করবেন।

মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম

স্বপ্নের পুতুল
রুপসী অপ্সরা
জল কাব্য
শূন্য চিরকুট
অচেনা অতিথি
নীল পাখি
মুক্ত জীবন
মেঘলা আকাশ
রাজ্য হারা রাজকুমার
শুধু তোমার জন্য
নিশ্চুপ অভিমানী
নীড় হাড়া পাখি
কষ্ট হীন প্রেমিকা
দুষ্টু মেয়ের মিষ্টি কথা
শূন্য পৃথিবী
একাকী জীবন
মায়াবী কন্যা
মায়াবতী কন্যা
মন ফড়িং
সুখ পাখী
আকাশ কুসুম
কালী চূড়েল
মায়াবী রাজকন্যা
স্বপ্নের পুতুল
রুপসী অপ্সরা
শূন্য চিরকুট
কালো পরি
অভিমানী বালিকা
ছোঁয়া মণি
মায়াবী কন্যা
রিমঝিম বৃষ্টি
অচেনা নীলপরি
ভোরের আলো
নীড় হাড়া পাখি
কষ্ট হীন প্রেমিকা
নীল আকাশ
ভাবনার আগুন
অচিন পাখি
নয়ন ভরা জল
নকশী গাঁধা মলা
আফসানা জাহান মিম
অবন্তিকা আরাবিয়া
অরনি মেঘালয়
মেঘকন্যা
রাইসা জামান
অব্যক্ত কথাগুলো
তাহমিনা আক্তার তানিশা
তামান্না খানম
অতীতের স্বপ্নগুলো
ফাতেমা জান্নাত রুহি
তাবাসুম ইবনে হাসিব
মারিয়াম শানু
তাসফিয়া মিফতাহুল জান্নাত
ধূসর জীবন
তাসলিমা বিনতে জামান
সুমাইয়া ইবনে কুলসুম
শাবনুর ইয়ামিন
প্রেমহীন জীবন
মায়াবী রাজকন্যা
স্বপ্নের পুতুল
রুপসী অপ্সরা
শূন্য চিরকুট
কালো পরি
অভিমানী বালিকা
ছোঁয়া মণি
মায়াবী কন্যা
রিমঝিম বৃষ্টি

অবুঝ বালিকা
রাত জাগা পাখি
সামিরা খান রিয়া
আনিসা ইশা
আলিশা পাপড়ি
সায়রা আহমেদ
সামিহা সিদ্দিকা
আনিকা অনু
মিথিলা শিশির
জল পাখী
শিশির কনা
মেঘকন্যা
ভালবাসার পরশ
মনের অন্তরালে
নিশ্চুপ মন
কালী চূড়েল
মায়াবী রাজকন্যা

বাংলা মেয়েদের ফেসবুক আইডির নাম

যারা আকর্ষণীয় নাম ব্যবহার করতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইটে যেমন বিভিন্ন ধরনের আকর্ষণীয় নামের সংযোজন করা হয়েছে তেমনিভাবে সাধারণ মানের নাম গুলো প্রদান করা হয়েছে। দৈনন্দিন জীবনে আপনাদের রুচি এবং চাহিদার সঙ্গে মিল পড়ে এমন সকল ফেসবুকের নাম আমরা প্রদান করেছি বলে আপনাদের দেখলেই তা পছন্দ হবে এবং সকল নামের মধ্যে থেকে কোনো না কোনো নাম আপনারা ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করবেন। তাই আপনি যখন ফেসবুকে আকর্ষণীয় নামের পরিবর্তে সাধারণ নাম ব্যবহার করবেন তখন সেই ধরনের নাম যেমন আমাদের ওয়েবসাইট এ পাবেন তেমনিভাবে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফেসবুক আইডির নাম পেয়ে যাবেন।

আফসানা জাহান মিম
অবেলার ছায়াবতী
সায়রা আহমেদ
জান পাখি
ঈপ্সিতা সরকার ইলা
সাদিকা ইসলাম রোজা
নুসরাত রাহমান
নীলপরী
তাহিয়া সাবিকুন নুর
ইনোসেন্ট আকসা
অধরা প্রান্তি
আয়শা সিদ্দিকা
আলোর পথে
এসো আল্লাহর পথে
আমি মুসলিম
ইসলাম দ্বীন
আমি মুজাহিদ
সুন্দর মন
কদম ফুল
কালো কাক
কোকিল কণ্ঠী
সাদা মন
অতৃপ্ত ভালোবাসা
শরতের ছোঁয়া
জীবনের ডায়েরি
অচিন পুড়ের রাজকন্যা
কালো স্বপ্ন
স্বপ্নের চন্দ্রদ্বীপ
গোধূলির শেষ প্রহর
নীল কাব্য
তুমি আসবে বলে
মেঘ বালিকা
স্পন্দিত চাদর
প্রজাপতির ডানা
কুয়াশার চাদর
অবুঝ হৃদয়
গোধূলি বেলা
কষ্ট হীন প্রেমিকা
নীল আকাশ
ভাবনার আগুন
অচিন পাখি
নয়ন ভরা জল
নকশী গাঁধা মলা

গেদির মাও
মাফিরের আম্মু
চাঁদের হাঁসি
মনের অন্তরালে
নিশ্চুপ মন
কালী চূড়েল
মধুশ্রী বর্ষা
রাতের আকাশ
বর্ষার ওই কালো মেঘ
রানী এলিজাবেথ
মেঘলা তাসনি
জেরা শিউলি
তানিয়া খান
হাজরা জান্নাত রিচি
দুষ্টু মেয়ের মিষ্টি কথা
শূন্য পৃথিবী
একাকী জীবন
মায়াবী কন্যা
মায়াবতী কন্যা
মন ফড়িং
আকাশ কুসুম
অধরা অপ্সরা
কালো পরি
অভিমানী বালিকা
ছোঁয়া মণি
মায়াবী কন্যা
রিমঝিম বৃষ্টি
অচেনা নীলপরি
ভোরের আলো
কাঠের পুতুল
নিষ্পাপ ইফতি
নীল কাব্য
স্বপ্নের নীল মেঘ
প্রকৃত বন্ধু
কালো তিতির
অভিমানী মন
সোনালী সকাল
কাঁচের হৃদয়
চা নারিকেহ্যালো কষ্ট
সামিহা সিদ্দিকা
আনিকা অনু
মিথিলা শিশির
শিশির কনা
মেঘকন্যা
ভালবাসার পরশ

তবে যাই হোক নামের জন্য যেহেতু আমাদের ওয়েবসাইটে এসেছেন সেহেতু আপনারা একটু স্ক্রল করার মাধ্যমে সকল নাম একে একে দেখতে থাকবেন। প্রত্যেকটি নামের ভেতর থেকে আপনারা কোন না কোন মিল পাবেন এবং যেকোনো একটি নাম বাছাই করে নিয়ে আপনারা যদি সেটা প্রদান করেন তাহলে কোন সমস্যা হবে না। ফেসবুক আইডি খোলার পরে আপনারা যখন নাম পরিবর্তন করতে চাইবেন তখন নাম পরিবর্তন করার অপশন থাকবে এবং আপনি প্রতি দুই মাস অন্তর অন্তর নামগুলো পরিবর্তন করার সুযোগ পাবেন না। মেয়েদের ফেসবুক আইডির নাম আজকের এই পোষ্টের মাধ্যমে সংগ্রহ করে নিলে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং নিজেদের প্রাইভেসি রক্ষা করার জন্য আপনারা এই নামগুলো আপনাদের অনেক কাজে লাগবে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*