ফেমিকন পিল কি কাজ করে? ফেমিকন পিল খাওয়ার নিয়ম।

ফেমিকন পিল কি এবং কিসের জন্য খায় তা আমরা অনেকেই কম বেশি জানি। তারপরেও এটা যারা জানেন না তারা আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেবেন এবং এখান থেকে জেনে নেবেন কিভাবে এই বিল কখন কোন সময় কোন রঙের খেতে হয়। সাধারণত বিবাহিত দম্পতিরা তাদের বাচ্চা না নেওয়ার জন্য এবং বাচ্চা নিতে দেরি করলে এ ধরনের পিল খেয়ে থাকে। মূলত স্বামী স্ত্রী যখন মিলন করে অথবা সহবাস করে তখন স্বামীর স্পার্ম স্ত্রীর গর্ভাশয় গিয়ে বাচ্চা উৎপাদনের জন্য সাহায্য করে।
কিন্তু যখন সেই স্ত্রী অথবা স্বামী বিয়ের কয়েক মাস অথবা কয়েক বছর পর্যন্ত যদি বাচ্চা নিতে না চায় তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে অথবা এই বাচ্চা না নেওয়ার ক্ষেত্রে ফেমিকন ফিল কিভাবে কাজ করে তা জেনে নিন। যদি সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বলব যে ফেমিকন পিল এমন এক ধরনের পিল যেটা আপনার স্বামীর অথবা হাসবেন্ডের স্পার্মের ক্ষমতা দুর্বল করে দিবে এবং নষ্ট করে দিবে। এর মাধ্যমে স্পার্ম গর্ভাশয় গেলেও আপনি মা হতে পারবেন না এবং এক্ষেত্রে তা বাধা প্রদান করবে।
তাই বিয়ের কয়েক মাস যদি আনন্দ করতে চান অথবা বাচ্চার ঝামেলা থেকে একটু দূরে থাকতে চান তাহলে বলব যে এই পিল খেলে আপনারা এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাবেন।তাছাড়া অনেক সময় দেখা যায় যে বিয়ের কয়েক বছর পরে বাচ্চা নেওয়া হয় এবং অনেকেই চাকরি করেন বলে নির্দিষ্ট সময়ের ভেতরে বাচ্চা নিলে ভালো হয় বলে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তবে বাচ্চা আল্লাহর দান এবং একটা প্রাণ যদি এই পৃথিবীতে হয় তাহলে সেটা আল্লাহ পাকের সৃষ্টি।
তাই ফেমিকন পিল আপনারা যদি বিয়ের পরে থেকে খাওয়া শুরু করেন তাহলে এটি কাজে দিবে। মূলত মেয়েদের মাসিক হওয়ার দ্বিতীয় দিন থেকে এটি খাওয়া শুরু করতে হয় এবং নিয়ম অনুসরণ করে প্রতিদিন একটা করে খেতে হবে রাতের বেলায়। আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সহবাস করেন তাহলে খেতে হবে এবং না করলেও খেতে হবে।
এটার সুবিধা হল হলো আপনি বাচ্চা যতদিন না দিতে চান অথবা বাচ্চা হওয়ার পরে যদি আর বাচ্চা না নিতে চান তাহলে এই ফেমিকন পিল খেয়ে স্পার্মের অনুগত মান নষ্ট করে দিতে হবে এবং এর মাধ্যমে আপনি বাচ্চা হওয়া থেকে বিরত থাকতে পারবেন। আর যারা নিয়ম জানতে এসেছেন তারা বাজার থেকে একটা ফেমিকন পিল কিনে সেখানে যে দিক নির্দেশিকা দেয়া আছে সেটা পড়লে বুঝতে পারবেন অথবা অভিজ্ঞ কারো পরামর্শ গ্রহণ করুন।