যে সকল মুক্তিযোদ্ধা প্রত্যেক মাসে সম্মানী ভাতা পাচ্ছেন তাদের ভাতা বর্তমান সময়ে বৃদ্ধি করা হয়েছে। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা যদি এই টাকা এখন পর্যন্ত গ্রহণ করেন অথবা মৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকলে পূর্বের চাইতে বর্তমান সময়ে কত টাকা করে প্রদান করা হচ্ছে তা আপনারা জেনে নিতে পারেন। মুক্তিযোদ্ধাদের যে সকল ভাতা প্রদান করা হয়ে থাকে তা বর্তমান সময়ে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে যাতে করে তাদের পরিবার সুন্দরভাবে জীবনকে পরিচালনা করতে পারে। তবে এই ভাতা প্রদান করার জন্য ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে কিনা তা অনেকেই জানতে চান।
সেজন্য আমরা এখানে এ বিষয়গুলো উপস্থাপন করছি যাতে করে আপনারা সঠিক তথ্য জেনে নিয়ে প্রত্যেক মাসে কত টাকা করে প্রদান করা হচ্ছে তা বুঝতে পারেন। দেশের স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে যারা আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তারাই মুক্তিযোদ্ধা। কত মুক্তিযোদ্ধা সে সময়ে তাদের পরিবার থেকে শুরু করে অনেক কিছু হারিয়েছেন। এমনকি যুদ্ধে বা অপারেশনে গিয়ে যেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং জীবনের পরোয়া করেনি।
দেশকে ভালোবেসে এবং দেশের অধিকার রক্ষনাবেক্ষণ করার জন্য যারা এই সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে বিভিন্ন পদে ভূষিত করার পাশাপাশি সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিনিয়ত ভাতা প্রদান করা হচ্ছে। তাছাড়া মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে বলে অনেকেই এই সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। তাই যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের হয়তো এই ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে বলে অনেকেই ঈর্ষা করে থাকেন।
কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ভাবুন এখন যে স্বাধীন দেশে বসবাস করছেন সেই স্বাধীন দেশ পাওয়ার পেছনে প্রত্যেকটি স্থানে এ সকল মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের এ সকল অবদান অথবা মুক্তিযোদ্ধারা যে বিষয়গুলো সেই সময়ে ভূমিকা রাখার মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করেছে তা কখনোই ভোলার নয়। যাদের উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা এবং জীবনের যারা মায়া করেনি তারা আমাদের দেশের জন্য যে কতটা উপকার করেছে তা আমরা এখন উপভোগ করতে পারছি। তাইতো যে সকল জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের পরিবার অথবা সরাসরি এই ভাতা পেয়ে যাচ্ছেন বলে অনেক সুবিধা হচ্ছে।
এর আগে মুক্তিযোদ্ধাদের প্রত্যেক মাসে 10000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকলে বর্তমান সময়ে তা ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পাশাপাশি তা বাস্তবায়ন হয়েছে এবং প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদের হাতে প্রত্যেক নির্দিষ্ট সময় পর পর এটা প্রদান করা হয়। তাই আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে এই ১৫ হাজার টাকা করে মাসিক ভাতা পাওয়ার পাশাপাশি ১৬ই ডিসেম্বরের দিন আরও একটি বিশেষ ভাতা পেয়ে থাকেন। এছাড়াও বছরে বোনাস এবং উৎসব বোনাস পেয়ে থাকেন।
তাই যারা মুক্তিযোদ্ধা আছেন তারা মুক্তিযোদ্ধা বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ রাখতে পারেন অথবা আপনাদের পরিবারের সচেতন সদস্যরা সেখানকার আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারেন। তাছাড়া পরিবারের সন্তান হিসেবে মৃত মুক্তিযোদ্ধা টাকা উত্তোলন করা হিসেবে আপনারা সঠিক নিয়ম অনুসরণ করতে পারবেন। মুক্তিযোদ্ধাদের যে ভাতা প্রদান করা হচ্ছে তা তার পরিবার অথবা সরাসরি নিজেরা গ্রহণ করার মধ্য দিয়ে বর্তমান সময়ে যে বয়স পার করছে সেই বয়সে অনেক কিছুর চাহিদা পূরণ করতে পারছে।
তাই কোথাও কোন মুক্তিযোদ্ধা থাকলে অবশ্যই আমরা সম্মান করবো এবং সেই সাথে মুক্তিযোদ্ধাদের এ সকল অবদান আমরা কখনোই ভুলবো না। মুক্তিযোদ্ধা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য অথবা বিভিন্ন ধরনের লেখা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে বলে বিস্তারিত আলোচনা করলাম না। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আপনাদের জন্য যে সকল ঘোষণা আসবে সেগুলোর আপডেট জানতে আপনারা চাইলে আমাদের এখানে ভিজিট করে তা জেনে নিতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply