
১. “শুভ জন্মদিন” বন্ধু । সকল দুশ্চিন্তা মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাও । মুক্ত বাতাসের খোঁজে । স্বার্থক হোক তোমার নতুন দিনগুলি।সব আজ থেকে শুরু হলো নতুন একটি অধ্যায়। জন্মদিনের শুভকামনা রইল। তোমার সকল সৎ উদ্দেশ্য পুরন হোক দোয়া করি। শুভ জন্মদিন বন্ধু।
২. “শুভ জন্মদিন” বন্ধু আমার । আজ তোর এই বিশেষ দিনটি সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক এই কামনা করি। প্রেমের রাজ্যের রাজা নিঃসন্দেহে হাফসেঞ্চুরি করবে হয়তো আর কিছুদিন পর ওর কাছ থেকে প্রেমের অনেক তথ্য পাওয়া যাবে। আমার বেস্ট বন্ধু প্রেমের রাজা।” শুভ জন্মদিন” বন্ধু আমার।ভালো থাক।
২. “শুভ জন্মদিন” বন্ধু যার উপর প্রতিনিয়ত ভরসা করা যায় সে তো আমার বন্ধু । যার সঙ্গে জীবনে সবকিছু অতপ্রত ভাবে জড়িত সে তো আমার বেস্ট বন্ধু । হাসির সময় যার সাথে হাসির কারণ না ভাগ করলে হাসির মধ্যে পূর্ণতা পায় না । সে তো আমার প্রিয় বন্ধু। এই দিন তোর জীবনে মঙ্গলময় হয়ে উঠুক “শুভ জন্মদিন”
৩. “শুভ জন্মদিন “বন্ধু । অনেক শুভেচ্ছা রইল এই দিনে তোর জন্য। অনেক ঝগড়া করেও যার উপর অভিমানের কোন জায়গায় থাকে না সে তো আমার বন্ধু । আর তোর জীবনের আজ বিশেষ একটি দিন । অভিমানের কারণ কোনটাই না হাজার দোষ করল, ঠিক কোন এক সময় গলা জড়িয়ে ধরে বলা অনেক মিস করছি বন্ধু তোকে। শুভকামনা কামনা রইলো। হাজার বছর ধরে বেচেঁ থাক এই পৃথিবীতে । শুভ জন্মদিন।
৪. “শুভজন্মদিন “বন্ধু। সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ তোর মত আমাকে একটা বন্ধ দেওয়ার জন্য। পকেট কোনটাকা নেই কিন্তুু চায়ের দোকানে বিল টা ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক কার ওপরে ভরসা করা যায় সে তো আমার বন্ধু। আর আজ সেই বিশেষ বন্ধুর জন্মদিন। শুভকামনা রইলো। শুভ জন্মদিন। মহৎ ব্যক্তির অধিকারি হও দোয়া করি।
৫. “শুভ জন্মদিন ” বন্ধু। আজ এই শুভদিনে তোর জীবনে মঙ্গলময় হয়ে উঠুক। যার উপরে সব কষ্টের কথা ভাগ করা যায়। সব কষ্টের স্মৃতি কাদঁতে কাদঁতে হঠাৎ করে বন্ধুর পাশে ভরসা করে হাসির ফোয়ারা তুলা মানুষটি হলো বন্ধু। শুভকামনা রইল।
৬. শুভ জন্মদিন বন্ধু। এই বিশেষ দিন দিনে কামনা করি সৃষ্টিকর্তার তোর সব মনের আশা পূর্ণ করুক। তার সব সুখে-দুঃখে পাশে আছি হারাতে চাইনা কোন কিছুর বিনিময় আমাদের বন্ধুত্বকে। এটাই কামনা করি এই দিনে। আমাদের বন্ধুত্ব অনেক সম্মানি যার উপরে অনেক ভরসা করা যায়। একে অন্যর উপরে ভরসা করা, এটি একটি প্রধান স্থান বন্ধুত্বের। শুভকামনা রইল। শুভ জন্মদিন বন্ধু।
৭. “শুভজন্মদিন” বন্ধু। হাজার দুঃখের ভাগ নিয়ে থাকার নামই বন্ধু। এভাবেই পাশে থাকিস সারাজীবন। শুভ জন্মদিন।
৮. “শুভজন্মদিন বন্ধু”প্রেমিকার সঙ্গে ব্রেকআপ করে হতাশ হয়ে বসে থাকার সময়, সঙ্গ দেওয়ার নামই বন্ধু। শুভকামনা রইল বন্ধু তোর জন্য ।
৯. শুভ জন্মদিন বন্ধু সৃষ্টিকর্তার কৃপায় আমাকে দেওয়া সেরা গিফট তুই যাকে কখনো হারাতে চাইনা এই বিশেষ দিনে এটাই কামনা করি তোর কাছে। বন্ধু মানে হাজার কষ্টের মাঝে একটুখানি মুখে হাসি।” শুভ জন্মদিন “বন্ধু
১০. “শুভ জন্মদিন” বন্ধু। তোর এই বিশেষ দিনে অন্তরের অন্তরস্থল থেকে তোর জন্য রইলো অনেক শুভকামনা। সামনের দিকে এগিয়ে যা, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয় বন্ধু। জীবনে অনেক সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠে সমাজ ও দেশের সেবা করার সুযোগ নে। শুভকামনা রইল বন্ধু শুভ জন্মদিন।
১১. “শুভ জন্মদিন” বন্ধু আজ তোর জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। জীবনে ভালো কিছু করার চেষ্টা কর। আমিতো আছি তোর পাশে তোর যেকোনো সুখে-দুখের সঙ্গী হয়ে। ভাল থাক চিরদিন আনন্দ উচ্ছ্বাস নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যা, এই শুভদিনে একটাই কামনা করি তোর কাছে। আমাদের বন্ধুত্ব কে কখনো অসম্মান করিস না আগলে রাখিস চিরদিন শুভ জন্মদিন। বন্ধু তুই তো আমাকে সহানুভূতি দিস আমার পাশে থাকিস পাশে একটু হাত বুলিয়ে দিয়ে বলিস চিন্তা করিস কেন আমি তো আছি, আমার ওপরে কি একটু ভরসা করা যায় না এই সহানুভূতির টুকু বন্ধু ছাড়া কে দিতে পারে। এটার উপরেই ভরসা করার নামে বন্ধু। এভাবেই পাশে থেকে বেঁচে থাক আজীবন তরে মহত্ত্ব নিয়ে শুভকামনা রইল বন্ধু তোর এই বিশেষ দিনে শুভ জন্মদিন ভালো থাকিস সবসময়।
১২. “শুভ জন্মদিন” বন্ধু আজকের দিনে ভয়ানক মঙ্গল বয়ে আনুক তোর জীবনে। শুভ কামনা করি তুই সব সময় দুঃসময়ে পাশে থেকে সাহস যোগানো, মুখে উচ্চারিত কন্ঠে বলে আমি আছি তো এত টেনশন করিস কেন। শুভ কামনা করি এই দিনে শুভ জন্মদিন
১৩. “শুভ জন্মদিন” বন্ধু তোর এই বিশেষ নতুন অধ্যায়ের সূচনা হলো আর সামনের নতুনদিন তোর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আনন্দ ভরা “শুভ জন্মদিন” ভাল থাক।
১৪. “শুভ জন্মদিন” আজ তোর জীবনের একটি বিশেষ দিন। এই দিনে পৃথিবীতে এসেছিলিস বলে তোর মত একজন সৎ, সাহসী বন্ধুকে পাশে পেয়েছি। তুই তো আমার প্রকৃত বন্ধু ,যাকে সুখে দুঃখে যেকোনো সময় পাশে পেয়েছি। তুই আমার পাশে আসিস এভাবেই থাকিস চিরকাল। আমাদের বন্ধুত্বকে চিরদিন টিকিয়ে রাখিস এটাই চাওয়া তোর কাছে।” শুভ জন্মদিন “বন্ধু অনেক শুভকামনা রইলো তোর জন্য ভাল থাক ।
১৫. শুভ জন্মদিন বন্ধু আজকের জীবনের একটি বিশেষ দিন এই দিনকে তোর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ আজ এই দিনে একটি কথাই বলতে চাই তুই ছাড়া আমার লাইফ ইম্পসিবল। “শুভ জন্মদিন” বন্ধু।
১৬. “শুভ জন্মদিন” বন্ধু ভাল থাক এই কামনা করি। তোর এই বিশেষ দিনে তুই আমার প্রকৃত একজন বন্ধু। যাকে কিনা আমি বিপদে আপদে পাশে পেয়ে থাকি । তুই আমার পাশে থেকে বুঝেয়েছিস তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু। “শুভ জন্মদিন” সতর্কতার মধ্যদিয়ে তোর জীবন পরিচালনা পরিচালিত হোক এই কামনা করি “শুভ জন্মদিন “বন্ধু।
১৭. “শুভ জন্মদিন “বন্ধু তোর এই বিশেষ দিনে অনেক শুভকামনা রইল। ভবিষ্যতের পথ চলা যেন সুদৃঢ় হয় জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যা তুই আমার জীবনের প্রকৃত বন্ধু। তোকে ছাড়া একটা সময় একা কিভাবে থাকবো তা ভেবে গা শিউরে, ওঠে তখন কল্পনাতে তোকে নিয়ে অনেক কিছু ভাবি, জানিনা তোকে ছাড়া দিনগুলো কীভাবে কাটাবে। আজকের এই দিনে তোর জন্য বিশেষ শুভেচ্ছা রইল “শুভ জন্মদিন”
১৮. “শুভ জন্মদিন” বন্ধু আজ তোর জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তুই দূরে থাকলেও তুই আমার সর্বসময় কল্পনাতে থাকবি বন্ধু তোর স্থান যে মনের মধ্যখানে। তাই এই বিশেষ দিনে বলতে চাই সারা জীবন আমাদের বন্ধুত্বকে অনেক সম্মান দিয়ে রাখিস। জীবনে অনেক বড় হও দোয়া করি সমাজের উচ্চ শিখরে অবস্থান হোক তোর, এই শুভ কামনা করি “শুভ জন্মদিন”।
১৯. “শুভ জন্মদিন” বন্ধু তোর এই বিশেষ দিনে আমার থেকে তুই অনেক দূরে কিন্তুু আজো ভুলিনি তোর এই বিশেষ দিনটির কথা৷ মনে আছে ক্লাস ফাঁকি দিয়ে দুজনে মিলে তোর এই দিনের কেক কাটা। অনেক মজা করা, খুব মিস করি বন্ধু সেদিন গুলো। ভাল থাক তোর কর্মস্থল হক মঙ্গলময় শুভকামনা রইল “শুভ জন্মদিন”।
২০. শুভ জন্মদিন বন্ধু আজকের এই বিশেষ দিনে সৃষ্টি করতাম তোর জীবনে আনন্দঘন পরিপূর্ণ করুক সৃষ্টি করতে তোকে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিল বলে তোর মত একটা বন্ধু কে পাশে পেয়ে ছিলাম আজ তোর এই বিশেষ দিনে আমার একটাই চাওয়া আমাদের সম্পর্ক টিকে কখনো অবজ্ঞা অবহেলা করিস না যদিও আজ আমরা অনেক দূরে থাকি ভাল থাক শুভ জন্মদিন বন্ধু শুভ কামনা রইলো তোর জন্য। খুব মিস করি সে দিন গুলো, কেউ নাই অথচ ব্যস্ততার মাঝেও একে অন্যের সাথে আড্ডা না দিলে চলবে না সব মিস করা যাবে কিন্তুু আড্ডাটাকে মিস করা যাবে। দূরে আছিস তো কি হয়েছে সব সময় আমার মনের মধ্যে তুই আছিস শুভ জন্মদিন বন্ধু ভাল থাক।
২১. “শুভ জন্মদিন” বন্ধু আমরা সময়ের ব্যবধানে যে যতই দূরে থাকি না কেন একে অন্যর মনে আমরা এখন সুতোয় গাঁথা থাকবো যেটা থাকবে অদৃশ্য অদৃশ্য মানব এর বসবাস হবে আমাদের দুজনের মধ্যে। তাইতো এই বিশেষ দিনটিতে তোকে আমি ভুলিনি দূর থেকে উইশ করছি ভাল থাক বন্ধু মিস ইউ “শুভ জন্মদিন”।
২২. “শুভ জন্মদিন” বন্ধু আজ তোর জীবনের একটি বিশেষ দিন। আমি সৃষ্টিকর্তার কাছে চির কৃতজ্ঞ যে তোর মত একটা বন্ধুকে পেয়েছি। একবুক হতাশা নিয়ে কোন একদিন যদি আমার দুঃখ ভরা কান্ত মুখখানা দেখেছিস পাশে এসে সহানুভূতি তুই দিয়েছিস বন্ধু তোর কিছু ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ তোর এই বিশেষ দিনে আমি তোর জন্য মঙ্গলকর জীবন কামনা করি জীবনে আরো সম্মানীয় জায়গায় পৌঁছায় যেখানে অনেক সম্মানের মধ্য দিয়ে থাকবে “শুভ জন্মদিন” বন্ধু ভালো থাকিব এভাবেই।
Leave a Reply