
আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে আমরা বিপদে-আপদে সবসময় পাশে পাই। আমরা নিজেরাও সবসময়ই বিপদে-আপদে সেই মানুষটার পাশে থাকি। যখনই আমাদের মন খারাপ হয়, সেই মানুষটার সাথে কথা বললে নিমেষের মধ্যেই মন ভালো হয়ে যায়। যখনই আমরা কোন কারণে একটু খুশি হয়ে যাই সাথে সাথে সেই মানুষটির সাথে কথাগুলো শেয়ার করার প্রয়োজন পড়ে। এই মানুষটিকেই আমরা বেস্ট ফ্রেন্ড বলে থাকি।
বেস্ট ফ্রেন্ড হতে পারে আমাদের মা-বাবা অথবা আমাদের ক্লাসমেট কিংবা আমাদের বড় ভাই বোন কিংবা ছোট ভাই বোন। বেস্ট ফ্রেন্ড যে কেউই হতে পারে। বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য যে সমবয়সী হতে হবে এমন কোন কথা নেই। যে ছেলেটি বাইরের মানুষদের সাথে খুব কম মিশে সে নিশ্চয়ই তার বাবা-মায়ের কাছেই সব কথা শেয়ার করে, সে হিসেবে তার বাবা-মাই তার বেস্ট ফ্রেন্ড। আবার কেউ যদি তার বড় ভাইয়ের সাথে সবসময় সুন্দর সুন্দর মুহূর্ত গুলো কাটিয়ে থাকে, মনের সব কথা বড় ভাইয়ের সাথে শেয়ার করে তবে বলা যায় তার বড় ভাই তার বেস্ট ফ্রেন্ড।
আপনারা হয়তো ভাবতে পারেন আজকের লেখায় আমরা বেস্ট ফ্রেন্ড নিয়ে এত কথা কেন বলছি। বেস্ট ফ্রেন্ড নিয়ে এত কথা বলার কারণ হলো আজ আমরা আপনাদের জানাতে চলেছি নিজের বেস্ট ফ্রেন্ডকে কিভাবে মজা করে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। আপনার বেস্ট ফ্রেন্ড যদি আপনার সমবয়সী কেউ হয়ে থাকে তবে তার সাথে মজা করে যে কোন কিছুই আপনি করতে পারবেন। জন্মদিনের মতো বিশেষ একটি দিনে বেস্ট ফ্রেন্ডের সাথে মজা করবেন না এমনটা হতে দেওয়া যায় না। তাই আপনারা যারা আগে থেকেই পরিকল্পনা করছেন বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে কিভাবে ফানি শুভেচ্ছা জানাবেন তাদের জন্যই আমাদের আজকের পোস্টটি লেখা হয়েছে।
আমাদের সকলের ফ্রেন্ড সার্কেলে এমন কোন বন্ধু থাকে যার সাথে মজা না করলে আমরা কিছুতেই থাকতে পারিনা। ফ্রেন্ড সার্কেলে সবাই যখন একসাথে আড্ডা দেওয়া হয় তখন কিছু কিছু ফ্রেন্ড সবচেয়ে বেশি মজা করে থাকে। সেই মজা করা বন্ধুগুলোকেই এমন ভাবে জন্মদিনের ফানি শুভেচ্ছা জানাবেন যেন সে সারা জীবন মনে রাখে। আপনার শুভেচ্ছা বার্তাটি আপনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিতে পারেন ,যেখান থেকে আপনার যত প্রিয় বন্ধু-বান্ধব আছে তারা শুভেচ্ছা বার্তাটি পড়ার সুযোগ পাবে। তবে সবকিছুর আগে আপনাকে জেনে নিতে হবে একটি ফানি স্ট্যাটাস লেখা সম্ভব কিভাবে। চলুন দেখে আসি একটি ফানি স্ট্যাটাস লেখার আগে কোন বিষয়গুলো জেনে নেওয়া উচিত।
যেহেতু আপনি নিজের বেস্ট ফ্রেন্ড কে নিয়ে জন্মদিনের ফানি শুভেচ্ছা লিখবেন তাই এমন কিছু লেখা যাবে না যা থেকে সে মনে কষ্ট পেতে পারে। আপনি তার সাথে মজা করবেন কিন্তু সীমার মধ্যে থেকে। যেকোনো বিষয়ে সীমা অতিক্রম করা ঠিক নয়। আমাদের আজকের আর্টিকেলের মধ্যে আমরা কিছু ফানি শুভেচ্ছা তুলে ধরব যেগুলো পড়ার পর আপনারা নিজেরা অনেক ফানি শুভেচ্ছা তৈরি করে বন্ধুর কাছে পাঠাতে পারবেন। চলুন দেখে আসি বেস্ট ফ্রেন্ডের জন্য লেখা ফানি শুভেচ্ছা গুলো কেমন হতে পারে।
-জন্মদিনের শুভেচ্ছা আমি তোকে জানাবো না, কারণ আমি জানি তুই কখনোই আমাদের জন্য একটি বার্থডে পার্টি রাখবি না। আজ রাতে সব ছোট ভাই ব্রাদার নিয়ে তোর রুমে আসতে চলেছি আগে থেকে রেডি থাকিস। আশা করি এটাই হবে তোর জন্মদিনে আমার তরফ থেকে সবচেয়ে বড় উপহার।
-আজকের এই দিনটা আমার জন্য অনেক দুঃখের কারণ আজকের দিনে তুই পৃথিবীতে এসেছিস। সেদিন তুই যদি পৃথিবীতে না আসিস তাহলে হয়তো আমরা অনেক শান্তিতে দুনিয়ায় থাকতে পারতাম। দোয়া করি তোর মত ফাজিল বন্ধু যেন আর কারো না হয়। শুভ জন্মদিন।
-আমি অনেক ভাগ্যবান যে তোর মত কিংবদন্তির সাথে আমার দেখা হয়েছে, আজকের জন্মদিনে অনেক কিছুই উপহার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোর কিপটামির জন্য কিছুই দিতে ইচ্ছা হলো না। পরের জন্মে অন্তত কিপটা হয়ে জন্মাস না। ভালো থাকিস হাজার হাজার মেয়ে বন্ধু নিয়ে। শুভ জন্মদিন।
Leave a Reply