
বাংলাদেশ নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ। তবে এই দেশে যখন গরম কাল চলে আসে তখন তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং কাঠফাটা রোদের ভেতরে জনজীবনে নেমে আসে অস্থিরতা এবং অকল্পনীয় যন্ত্রণা। বিশেষ করে যারা অসুস্থ তারা গরমে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন এবং গরমের দাবদাহে যারা দিনমজুর রয়েছেন তাদের আরো বেশি কষ্ট হয়। তবে আজকের এই পোষ্ট তাদের জন্য যারা গরমে ছাদ বাড়ি কে কিভাবে ঠাণ্ডা রাখবেন সেই সম্পর্কে জানতে এসেছেন। মূলত যারা ছাদের বাড়িতে বসবাস করেন তারা হয়তো সারা দিনের কর্মব্যস্ততা শেষে যখন ঘরে ফিরে দেখেন সেখানেও গরম বিরাজ করছে তখন আপনাদের প্রশান্তি নিমেষেই শেষ হয়ে যায়।
আপনি যদি কোন ভাড়া বাড়িতে থাকেন তাহলে মালিককে সেই বিষয়ে অবগত করলে হয়তো মালিক কোন ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনি যদি নিজের বাড়িতে বসবাস করেন তাহলে গরমে ঠান্ডা রাখার উপায় সম্পর্কে জানতে হলে আজকের এই পোষ্ট অনুসরণ করবেন। গরমে আপনি যখন ছাত্র রাখার উপায় জানতে পারবেন তখন চাইলে বেশি খরচ করে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ঘর ঠান্ডা দেখতে পারবেন। আবার কম খরচ করে সাথে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করে ঘর অথবা আপনার বেডরুম ঠান্ডা রাখতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে গরমে ছাদ কিভাবে ঠান্ডা রাখা যায় সেই উপায় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি।
বর্তমান সময়ে মানুষের আবাসস্থল বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো বেশি জায়গা জুড়ে মানুষজন সেভাবে বাসা বাড়ি তৈরি করছে না। যেহেতু স্বল্প জায়গার ভিতর একজন মানুষ বাড়ি তৈরি করছে এবং অধিকাংশের পরিকল্পনা যেহেতু ছাদ দিয়ে বাড়ি করা সেহেতু স্বল্প জায়গায় ভেতরে আপনি যখন বাড়ি করতে যাবেন তখন হয়তো আশেপাশে গাছ লাগানোর সুযোগ পাবেন না।
সেহেতু আপনারা বাসাবাড়িতে যদি ছাদের ওপরে ছাদ বাগান করতে পারেন তাহলে যেমন আপনার বাড়ির শোভা বৃদ্ধি পেল তেমনি ভাবে ছাদ বাগান এর মাধ্যমে যে কাজগুলো বৃদ্ধি পাবে বা বেড়ে উঠবে সেগুলো আপনার বেডরুম অথবা ছাদের নিচে যে ঘরগুলো রয়েছে সেখানে ঠান্ডা প্রদান করবে। এই গরমের এই অতিষ্ঠ জীবন থেকে একটু প্রশান্তি খুঁজে নেওয়ার জন্য বাসাবাড়িতে ছাদ বাগান গড়ে তুলুন এবং এর মাধ্যমে অক্সিজেন এর চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যান্য সুবিধা দৈনন্দিন জীবনে গ্রহণ করুন।
বেশিরভাগ ক্ষেত্রে চা তৈরি হয়ে থাকে কংক্রিটের অথবা সিমেন্ট এবং অন্যান্য উপাদানের ভিত্তিতে যে মিশ্রণ তৈরি করা হয় তার মাধ্যমে। এক্ষেত্রে এই উপাদানগুলো সূর্যের কিরণ থেকে আলো এবং তাপ সংগ্রহ করে রাখে এবং সেই তাপ দীর্ঘক্ষণ ধরে জমা রাখে বলে ছাদের ঘর অনেক সময় এতটাই গরম হয়ে যায় যে সেখানে ফ্যান চালিয়ে কোন ধরনের স্বস্তি পাওয়া যায় না।
সেই ক্ষেত্রে আপনারা যদি ছাদের উপরে দেয়াল তুলে দিয়ে খুব সুন্দর ভাবে শেড তৈরি করতে পারেন তাহলে আপনার ছাদের মানান যেমন বৃদ্ধি পাবে তেমনি ভাবে উপরের ছাদ আপনাদেরকে শান্তিতে থাকতে দিবেন। আর যদি মনে করেন এগুলো খুব খরচে ব্যাপার তাহলে আপনার ছাদে খরকুটো এনে বিচি দেখতে পারেন যে এর মাধ্যমেও আপনার ঘর ঠান্ডা হচ্ছে। আর দেয়াল তোলার মাধ্যমে যারা মনে করছেন এটা খরচ সাপেক্ষের ব্যাপার তাদেরকে বলব যে আপনারা নিজের মত করে যদি পার গুলো তৈরি করে তার ওপরে বিভিন্ন ধরনের লতা জাতীয় গুল্ম লাগালে সেটা আপনার ছাদের শোভা বর্ধন করবে।
Leave a Reply