সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভর্তির ফলাফল পাওয়ার উদ্দেশ্যে যারা উদগ্রীব হয়ে উঠেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ভর্তির ফলাফল ডিসেম্বর মাসের ১২ তারিখে প্রকাশ করা হবে। তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর কিভাবে দেখতে হবে এবং কোথায় গিয়ে দেখতে হবে এ সংক্রান্ত তথ্য আমাদের অনেকের কাছেই অজানা বলে আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চলেছি কিভাবে আপনারা এই ফলাফল সংগ্রহ করতে পারবেন।
সর্বসাধারণের অবগতির জন্য এই ফলাফল দেখে নেওয়ার নিয়ম জানিয়ে দিতে পারলে আপনারা ফলাফল প্রকাশিত হওয়ার পর খুব দ্রুত ফলাফল জানতে পারবেন এবং যারা ফলাফল নিয়ে অধিক চিন্তিত তারা নিজেদের চিন্তা দূর করতে পারবেন। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তির সুযোগ প্রদান করা হবে বলে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য আবেদন করেছেন।
প্রত্যেক বছর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয় বলে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই এবং উপরের শ্রেণীর বইগুলো ভালোমতো আয়ত্ত করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে নিজ নিজ মেধা তালিকা নিশ্চিত করে।কিন্তু করোনা কালীন সময় থেকে শিক্ষার্থীদের ক্লাস ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয়নি বলে তাদের এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়নি এবং তখন থেকেই লটারির মাধ্যমে ভর্তির সুযোগ প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতা অনুসরণ করে বর্তমান সময় পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি পরিচালনা করা হচ্ছে এবং ২০২২ সালে একটি ভর্তি বিজ্ঞপ্তিতে এইরকমই তথ্য প্রদান করা হয়েছিল। তথ্য অনুযায়ী অনেকেই আবেদন করে এবং আবেদনের ফলাফল পাওয়ার জন্য তারা অপেক্ষা করতে থাকে।
ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের ১০ তারিখে এই ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা বিলম্বিত হয়ে যায়। শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে জানতে পারে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তির ফলাফল ডিসেম্বর মাসের ১২ তারিখে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ফলাফল ডিসেম্বর মাসের ১৩ তারিখ দুপুর 2 টায় প্রকাশ করা হবে। লটারি অনুষ্ঠিত হওয়ার পর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এই ফলাফল প্রদান করা সম্ভব নয় বলে ফলাফল প্রস্তুত করে ওয়েবসাইটে আপলোড করা হবে। এই ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান যে ইআইআইএন কোড রয়েছে সেটা ব্যবহার করে ডাউনলোড করতে হবে এবং এটা ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের কাছে এটি ডাউনলোড করা সম্ভব নয় বলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কোন কোন শিক্ষার্থী চান্স পেয়েছেন তার নামের তালিকা প্রিন্ট আউট করে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেবেন। এক্ষেত্রে দুপুর দুইটাই ফলাফল প্রকাশিত হওয়ার পর আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ রাখলেও এই তথ্যগুলো পেয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট মোটামুটি ভাবে কম বেশি প্রত্যেকের রয়েছে এবং অফিশিয়াল ওয়েবসাইটগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি ফলাফল জেনে নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে গিয়েও জানতে পারবেন।
তবে যে সকল শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্দিষ্ট শ্রেণীতে চান্স পাবে তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে ভর্তির যাবতীয় নিয়ম অনুসরণ করে ভর্তি সম্পন্ন করার কথা বলা হবে। যদি কোন ভাবে এসএমএস না পেয়ে থাকেন এবং কোন কোন শিক্ষার্থী চান্স পেয়েছে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি খোঁজ নিতে হবে।
তাছাড়া চান্স পেয়েছেন কিনা এটা জানার জন্য ওয়েবসাইট চেকিং অথবা এসএমএস এর মাধ্যমে ব্যবহার করার কোন অপশন নেই। তবে যারা চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম অনুসরণ করে ভর্তি সম্পন্ন করবেন। ভর্তি সম্পন্ন হওয়ার পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষা গ্রহণ করতে পারবেন।
Leave a Reply