কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে আমরা সাধারণত শুদ্ধ ভাষায় লেখার চেষ্টা করি অথবা বলার চেষ্টা করি। অনেকে আবার ইংরেজি ভাষাতেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা জানানো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি বাংলা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানান তবে শুনতে অনেক ভালো লাগবে। আমরা চাইলে আঞ্চলিক ভাষায় ও কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই পারি।
আজ আমরা কথা বলব বরিশালের ভাষায় কিভাবে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় সে বিষয়ে। হয়তো আমরা সব সময় বরিশালের ভাষায় কথা বলি না কিন্তু মাঝে মধ্যে মজা করে দু একটি বরিশালের ভাষা বলা হয় সবারই। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আমি আমার বন্ধুদেরকে বরিশালের ভাষায় শুভেচ্ছা জানাতে চাই, তাহলে কি আমাকে বরিশালের ভাষা শিখতে হবে? আপনাদের মনে যদি এমন প্রশ্ন থেকে থাকে তবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এই লেখায়। চলুন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলি।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম হয়। আমরা জানি যে অবস্থান ভেদে ভাষা পরিবর্তিত হতে থাকে। আমরা রাজশাহী থেকে ঢাকা গেলে সেখানকার ভাষা ভিন্ন দেখতে পাবো আবার ঢাকা থেকে সিলেট গেলে সেখানকার ভাষা বদলে যাবে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ভাষায় অনেক সুন্দর । হয়তো এখন তাদের মানুষ অন্য অঞ্চলের ভাষা সহজে বুঝতে পারে না কিন্তু শুনতে অনেক ভালো লাগে।
কখনো কখনো এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা নিয়ে মজা করে থাকে । যদিও ভাষা নিয়ে কখনো মজা করা ঠিক নয় কিন্তু বন্ধুদের মধ্যে অথবা আত্মীয়-স্বজনদের মধ্যে একটু একটু আড্ডা হয়েই থাকে যেখানে ভাষা নিয়ে কথা বলা হয়। এভাবে নিজেদের মধ্যে মজা করা খারাপ কিছু নয় কিন্তু খেয়াল রাখতে হবে যেন সবকিছু সীমার মধ্যে থাকে। যাইহোক, আমরা যেহেতু কথা বলছি আঞ্চলিক ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে তাই এ বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক।
বাংলাদেশের এখন দলের মানুষ কিন্তু চাইলেও অন্য অঞ্চলের ভাষা খুব সহজে রপ্ত করতে পারে না। বিভিন্ন অঞ্চলের ভাষার রপ্ত করার জন্য দীর্ঘদিন চর্চা করার প্রয়োজন হয়। কেউ কেউ হয়তো খুব সহজেই যে কোন ভাষা শিখে ফেলতে পারে। তবে আমরা এমনটা বলছি না যে বরিশালের ভাষায় নিজের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে বরিশালের ভাষা শিখতে হবে সম্পূর্ণভাবে।
বরিশালের ভাষা পুরো না জেনেও আপনি বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু কিছু শব্দ আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে। বর্তমান সময়ে নাটক অথবা সিনেমা দেখতে দেখতে আমরা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের ভাষা গুলো একটু হলেও বুঝতে পারি। সেই হিসেবে বরিশালের ভাষা বোঝাটা আমাদের জন্য কঠিন কিছু হতে পারে না। অনেকেই আছে নাটক দেখতে দেখতে বরিশালের ভাষা অনেকটাই শিখে ফেলেছে। তাই বলা যায় বরিশালের ভাষায় কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না।
আপনি যদি কখনোই বরিশালের ভাষা শুনে না থাকেন তবে সবকিছুর আগে এই অঞ্চলের ভাষা সম্বন্ধে আপনাকে একটু হলেও ধারণা নিতে হবে। ধারণা পেয়ে গেলে অনেকগুলো শব্দ আপনি এমনিতেই শিখে ফেলতে পারবেন। এরপর যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন তার সাথে আপনার সম্পর্ক কেমন সে বিষয়টি মাথায় রেখেই শুভেচ্ছা বার্তা লিখে ফেলুন। যদি বরিশালের ভাষা নিয়মিত বলার অভ্যাস না থাকে তবে সামনাসামনি হয়তো বলাটা সহজ কাজ হবে না।
তাই সামনাসামনি শুভেচ্ছা জানাতে হবে এই পরিকল্পনা করাটা খুব কার্যকর হবে না। সবচেয়ে ভালো হয় বরিশালের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখে পাঠানো অথবা বরিশালের ভাষায় ফেসবুকে স্ট্যাটাস লিখে জন্মদিনের শুভেচ্ছা জানানো। বরিশালে যদি আপনার কোন বন্ধু-বান্ধব থাকে অথবা আত্মীয়-স্বজন থাকে তবে তাদের সাথে বেশ কিছুদিন কথা বলে প্র্যাকটিস করে নিতে পারেন।
Leave a Reply