
আমরা যখন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই তখন চেষ্টা করি কিভাবে আমাদের মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ করা সম্ভব হয়। এ কাজটি মোটেও সহজ হয় না আমাদের জন্য কারণ যেকোনো বিষয়ে সুন্দরভাবে লেখার সামর্থ্য সবার থাকে না। আপনারা যারা যে কাউকে খুব সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারেন তাদের কাছে কাজটা অনেক সহজ কিন্তু যারা অনেক চেষ্টা করেও ভেবে পাচ্ছেন না
কিভাবে শুভেচ্ছা জানানো যাবে তাদের জন্য আমরা আজ বেশ কিছু পরামর্শ নিয়ে এসেছি যেগুলো আপনারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। আপনারা যারা ভালো কবিতা ও ছন্দ লিখতে পারেন তারাও চাইলে আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে ফেলতে পারেন কারণ আপনাদের জন্য বেশ কিছু টিপস এই লেখার মধ্যে রয়েছে।
কবিতা ও ছন্দের মাধ্যমে আমরা কেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইবো? এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের অনেকের ধারণা রয়েছে আবার অনেকেই এ বিষয়ে কিছুই জানেন না। বর্তমান সময়ে যেহেতু আমরা সামনাসামনি শুভেচ্ছা জানানোর থেকে মেসেজের মাধ্যমে অথবা কাউকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাই বেশি তাই কিভাবে একটি শুভেচ্ছা বার্তা লেখা যায় সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। আপনি যে মানুষটিকে শুভেচ্ছা জানাবেন সে হতে পারে আপনার পরিবারের মানুষ অথবা হতে পারে আপনার কোন কলেজ কিংবা আপনার কাছের কোন বন্ধু।
মানুষটি যেই হোক না কেন তার কাছে কিভাবে মনের ভেতরের কথাগুলো তুলে ধরবেন, কিভাবে লিখলে সে অনেক বেশি খুশি হবে এবং সবার কাছে বিষয়টি গ্রহণযোগ্য হবে তা নিয়েই কথা বলতে চলেছি। আজকের লেখায় আমরা আলোচনা করব বড় বোনকে কিভাবে কবিতা ও ছন্দের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন তা নিয়ে। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন তারা হয়তো এর আগে বেশ কিছু কবিতা সংগ্রহ করতে পেরেছেন যেগুলো আমরা প্রিয় মানুষদের জন্মদিনে লেখার জন্য সাজেস্ট করেছিলাম। পাশাপাশি আমরা ধারণা দিয়েছিলাম কিভাবে নিজের প্রিয় মানুষের জন্মদিনে কবিতা লিখে শুভেচ্ছা জানাতে পারবেন। আশা করি সেদিনের ধারণাটি আজ আপনারা কাজে লাগাতে পারবেন।
বড় বোন নিশ্চয়ই আমাদের সবচেয়ে আপন ও কাছের মানুষদের একজন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের কোন ফর্মালিটিজ মেইনটেইন করতে হবে না। আপনি খুব সহজ ও সাধারন ভাষায় নিজের বড় বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। কেউ যদি মনে করেন আরো বেশি সুন্দর করে এবং ছন্দের সাথে লিখে শুভেচ্ছা জানাবেন তবে হয়তো একটু সময় ধরে ভেবে কাজ করতে হবে। আপনি চাইলে কোন বিখ্যাত কোভিদ কবিতা সংগ্রহ করে আপনার লেখা স্ট্যাটাসের সাথে জুড়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় এই কাজটি তুলনামূলক সহজ হবে। অপরদিকে আপনি যদি চান নিজেই একটি কবিতা লিখবেন তবে আপনার সময় নষ্ট না করে এখনি বসে পড়তে পারেন।
কবিতা লেখার মত প্রতিভা হয়তো সবার থাকে না কিন্তু শুধুমাত্র চেষ্টা দিয়েই নিজের মধ্যে এই দক্ষতা নিয়ে আসা সম্ভব। সুন্দর কবিতা লেখার জন্য অনেক বেশি কবিতা পড়তে হবে। আপনি যদি প্রতিদিন একটি করে কবিতা পড়তে পারেন তবে বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কবিতা লিখতে খুব বেশি কষ্ট হবে বলে মনে হয় না।
এমনটা নয় যে আপনার লেখা কবিতার মধ্যে খুব বেশি কঠিন শব্দ ব্যবহার করতে হবে, খুব সহজ ও সুন্দর শব্দ দিয়ে খুব ভালো কিছু কবিতা লেখা সম্ভব। আবার এটাও নয় যে আপনার লেখা কবিতাটি খুব বেশি বড় হতে হবে, যতটুকু লেখার মধ্যে নিজের বড় বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন ঠিক ততটুকু লিখলেই যথেষ্ট। আশা করি আর কিছু না ভেবে এখনই কাগজ ও কলম নিয়ে টেবিলে বসে পড়বেন। এ বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে আমাদের জানাতে পারেন।
Leave a Reply