চলার পথে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। পরিচিত এই সব মানুষের মধ্যে কেউ কেউ আমাদের জীবনে এমন ভাবে গেছে যায় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক অটুট থাকে। এই মানুষগুলো সত্যিই স্পেশাল, তারা এতটাই ভালোবাসতে পারে যে প্রতিটি মুহূর্ত তাদেরকে পাশে পাওয়া যায়। দুঃখের দিনগুলোতে যেমন এরা পাশে থেকে সবকিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করে তেমনি খুশির দিনগুলোতেও পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নেয়।
এতদিন আমরা কথা বলেছি আমাদের আপনজনদের সাথে বিশেষ দিনগুলো কিভাবে উদযাপন করা যায় তা নিয়ে, কথা বলেছি বন্ধুদের সাথে বিশেষ দিনগুলো কাটানো নিয়ে কিন্তু কথা বলা হয়নি এই মানুষদের নিয়ে যারা কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও দিনের পর দিন পাশে থেকে যায়। আজকের লেখায় আমরা সেই মানুষগুলোকে নিয়ে কথা বলবো যারা নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করার চেষ্টা করে। চলুন দেখে আসা যাক এই মানুষগুলোকে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
কিছু কিছু মানুষের আচরণ আমাদের হৃদয় স্পর্শ করে। আমরা এই মানুষগুলোকে হৃদয়ের কাছাকাছি কোন জায়গায় আশ্রয় দিয়ে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই মানুষগুলো আমাদের বুকের মূল্যবান স্থানেই থাকে। যদিও কেউ কেউ বিশ্বাস ভঙ্গ করে হারিয়ে যাই স্রোতের সাথে সাথে। হৃদয় স্পর্শ করা এই মানুষগুলোকে আমরা যেমন প্রতিটি বিশেষ দিনগুলোতে পাশে পাই ঠিক একইভাবে তাদের জীবনের বিশেষ দিনগুলোতেও পাশে থাকা আমাদের দায়িত্ব।
যেমন হৃদয় স্পর্শী বড় ভাই অথবা বোনের জন্মদিনে শুভেচ্ছা জানানো উচিত প্রতিবছরই। এখন প্রশ্ন আসতে পারে হৃদয় স্পর্শী বড় ভাইদের কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়। আপনার মনেও যদি এই প্রশ্ন এসে থাকে তবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কেননা এই পোষ্টের মধ্যেই আপনার মনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। চলুন আমরা প্রথমে কিছু নমুনা স্ট্যাটাস দেখে আসি যেখানে হৃদয় স্পর্শী বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
১. একজন মানুষের সাথে মেশার পর পুরোপুরি কিভাবে বদলে যাওয়া যায় তা হয়তো আপনার সাথে না মিশলে আমি কখনোই বুঝতে পারতাম না। এত অল্প সময়ের মধ্যে একজন মানুষকে বদলে দেওয়া মোটেও সহজ কোনো কাজ নয়। সত্যিই, আপনাকে যতটা দেখি আমি তত বেশি মুগ্ধ হয়ে যাই। আমার জীবনে এই যে এত কিছু পাওয়া, এর পেছনে সবচেয়ে বেশি অবদান কার জানেন? আপনার।
আপনি আমার পাশে না থাকলে আমি কখনোই নিজেকে এভাবে বদলে ফেলতে পারতাম না। আপনি এমন একটা মানুষ যাকে বুকের সব ভালবাসা উজাড় করে দিলেও হয়তো মনে হবে কিছুটা কমতি থেকে গেছে । শুভ জন্মদিন রায়হান ভাই। আপনি আমার কতটা প্রিয় একজন মানুষ তা হয়তো আপনি নিজেও জানেন না। এই ছোট ভাইটার পাশে থেকে সব সময় ভালোবাসা দিবেন এই প্রার্থনা করি। আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আপনাকে পাশে চাই।
উপরের স্ট্যাটাসটি একজন হৃদয় স্পর্শী বড় ভাইকে নিয়ে লেখা হয়েছে। সম্পূর্ণ কাল্পনিকভাবে আমরা স্ট্যাটাসটি লেখার চেষ্টা করেছি যেখানে দেখানো হয়েছে একজন বড় ভাইয়ের সংস্পর্শে এসে লেখক বদলে গিয়েছে। এই মানুষটির আচরণে মুগ্ধ হয়েই সে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সকলের জীবনেও এমন কিছু মানুষ রয়েছে যাদের সংস্পর্শে এসে আমরা নিজেদের বদলে ফেলতে বাধ্য হয়েছি।
আমাদের লেখা স্ট্যাটাসটি পড়ে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে হৃদয় স্পর্শী বড় ভাইকে নিয়ে সুন্দরভাবে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লেখা সম্ভব। আপনি চাইলে এই রকম স্ট্যাটাসের সাথে কোন কবিতা অথবা উক্তি সংযুক্ত করতে পারবেন। এতে করে আপনার লেখা স্ট্যাটাস টা আরো বেশি আনকমন হয়ে উঠবে। এমন আরো অনেক তথ্য ও পরামর্শ পেতে আমাদের পরের পোস্টগুলোতে চোখ রাখুন। থাকুন সবসময় আমাদের সাথেই।
Leave a Reply