
প্রিয় ভিজিটর, বিভিন্ন ওষুধ সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা আমরা বিভিন্ন পোস্টে প্রদান করছি। তাই আজকে আমাদের ওয়েবসাইটে ইমোটিল কেন খায় অথবা ইমুটির ওষুধের কাজ কি সেটা সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনারা এই ওষুধের কার্যকারিতা অথবা গুনাগুন সম্পর্কে জানতে পারবেন। ইমোটিল এমন একটি ওষুধ যে তার মাধ্যমে আপনার পায়খানা যদি পাতলা হয় তাহলে সেটাকে শক্ত করবে এবং ঘন ঘন পায়খানা থেকে আপনাকে রক্ষা করবে।
তবে এ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা জানার জন্য আমাদের ওয়েবসাইটের এই পোস্ট অনুসরণ করুন। অনেকেই বলে থাকেন যে আমাশয়ের জন্যই ইমোটিল ওষুধ খেতে, কিন্তু এটি খেলে কি আসলেই ভাল হয় তা আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নিন। ইমোটিল হলো যে এমন একটি ওষুধ যেটা আপনার পায়খানা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করবে। তবে এটা কোন নির্দিষ্ট ওষুধ নয় যার মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো অসুখ সারাতে পারবেন।
কারো যদি অতিরিক্ত পরিমাণে ডায়রিয়া হয় এবং দিনের মধ্যে ডায়রিয়া হলের স্বাভাবিকভাবে যতবার পায়খানা হওয়া উচিত তার চেয়েও বেশি হয় তাহলে দেখা যাবে যে সেই ব্যক্তি লবণের কারণে অথবা অন্য সমস্যার কারণে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং তা শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এতবার পায়খানা বন্ধ করার জন্য তাকে ইমোটিল ওষুধ সেবন করতে দেওয়া হয়। কারো যদি কলেরার সমস্যা থাকে তাহলে তাকে সেই কলের সমস্যার সাময়িক সমাধানের জন্য ইমোটিল ওষুধ সেবন করতে হবে।
অর্থাৎ এটার মাধ্যমে আপনি যদি অতিরিক্ত পায়খানা করেন তাহলে সেটা কমানোর জন্য আপনারা সমাধান পেতে পারেন। অর্থাৎ এটা আপনার পায়খানা কে শক্ত এবং কষা করবে। যখন অতিরিক্ত পায়খানা হয় কোন ওষুধ দিয়ে যখন পায়খানা কন্ট্রোল করা যায় না তখনই ইমোটিল খাওয়ানো হয় এন্টিবায়োটিক এর পাশাপাশি । তবে কেউ নিজ দায়িত্বে এই ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন।
কারণ আপনার শারীরিক সমস্যা হলে শুধু পায়খানা নয় বরং এর সঙ্গে আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই শুধু ইমোটিল ওষুধ খেয়ে যে আপনি পুরোপুরি অসুখ সারাবেন তা নয়, বরং এর সঙ্গে প্রয়োজনীয় কি কি ওষুধ লাগবে তা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে খাবেন এবং এর মাধ্যমে যদি অন্য কোন ওষুধ লাগে সেটা আপনাকে ডাক্তার প্রদান করবে।
Leave a Reply