শিশুদের নাম করন একটি গুরুত্বপূর্ণ বিষয়।পরিবারে যখন নতুন সদস্য আসে তখন পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে। সবাই সেই সন্তানটিকে নিয়ে নানারকম জল্পনা কল্পনার তৈরি করে। তারপর শুরু হয়ে যায় নাম রাখার জন্য নানান আয়োজন। আত্মীয়স্বজন সবাই সবার পছন্দ মত নাম নিয়ে হাজির হয়ে যায় শিশুটির কাছে। আর অনেক বড় বড় পরিবার আছে যেখানে নাম রাখার জন্য আলাদাভাবে অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে কিছু সুন্দর সুন্দর অর্থসহ নাম রেখে বয়স্কদের দিয়ে নাম তোলা হয়।
যে নামটি উঠে সেটাই হয় সেই আদরের শিশুটির নাম। কিন্তু এর মধ্যেও কিছু ব্যাপার রয়েছে।নামকরণের সময় সেই নামগুলো রাখা হয় যেগুলো বাবা–মায়ের পছন্দের নাম। অক্ষর দিয়ে তাদের নাম রাখা হবে সেটা ভেবে। তার জন্যপছন্দের অক্ষর টা দিয়ে অনেকগুলো নাম রাখা হয় এবং তার মধ্য থেকে একটি নাম তুলে নাম নির্বাচন করতে হয়।বাবা মা অনেক সময়ই তাদের নামের সঙ্গে মিল রেখে বাচ্চাদের নাম রাখার চেষ্টায় থাকে।
বাবা–মায়ের পছন্দের বর্ণমালা টি যদি গান জ হয় তাহলে এই অক্ষরটা দেই নানা রকমের অর্থসহ নাম তারা নির্বাচন করে। এবং তার মধ্য থেকে একটি নাম বর্ণমালায় জ দিয়ে রেখে দেয় শিশুটির জন্য। শিশুটির নাম রাখার পাশাপাশি তাকে বড় করে তোলার দায়িত্ব বাবা–মায়ের। আদর্শ শিশু হিসেবে গড়ে তুলতে হবে এবং মন মানসিকতা সবকিছু জনতার ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হয় বাবা–মাকেই।ছোট থেকে শিশুটি যা দেখবে তাই সে শিখবে তাই ছোটতে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। সেই শিশুটি যেন পরিবেশ পরিবার–পরিজন সমাজের সবকিছুর দায়িত্ব বহন করতে পারে বড় হয়ে সেদিকেও খেয়াল করতে হবে বাবা মাকে।
জ অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
তাই অর্থসহ নাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত সুন্দরী নাম হোক না কেন নামটির যদি অর্থ সুন্দর হয় তবে সেটি সুন্দর নাম বলা যায়। প্রতিটি বাবা–মা‘ই চায় তার সন্তানের কিছু ইউনিক নাম হোক। যেটার অর্থ এবং উচ্চারণ দুটি খুব সুন্দর সহজ হবে। আর বাবা–মা চাইবে সেই সুন্দর নামটির মধ্যেই তার ভবিষ্যৎ এবং তার পরিচয় গড়ে উঠুক। নাম ছাড়াপৃথিবীতে কোন মানুষই বসবাস করতে পারে না তাই অর্থসহ সুন্দর নামের খুবই প্রয়োজন হয়।
ছোট্ট শিশুটিকে একটি সুন্দর অর্থসহ নাম দিতে পারলে বাবা–মা অনেক আনন্দিত হয় আর সেটা যদি হয় বাবা–মায়ের পছন্দের অক্ষর দিয়ে তাহলে তো আরো ভালো হয়। তাই আমরা বাংলা বর্ণমালা জ অক্ষর দিয়ে কিছু নাম আমাদের ওয়েবসাইটে দিয়েছি এখান থেকে আপনারা পছন্দমত নাম নির্বাচন করে আপনার সোনামণির জন্য রাখতে পারেন। যে নামটি অনেক এবং অর্থটি অনেক সুন্দর তার সাথে নামটিও আপনার মনের মত।
Leave a Reply