সালাত শব্দের অর্থ কি

সালাত শব্দের অর্থ কি

ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই পাঁচটি স্তম্ভ হলো
এক. কে সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর রাসূল;
দুই. সালাত প্রতিষ্ঠা করা; ৩. যাকাত দেওয়া; চার. রমজানের রোজা রাখা; এবং পাঁচ. হজ করা; কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন একথা বলেছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তিনি আরো বলেছেন যে, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন। অর্থাৎ প্রতি 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য আবশ্যক।

অর্থাৎ বিষয়টি এমন যে অন্য কোন কাজ না করলেও অবশ্যই এই পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এটি আমাদের কাছে আল্লাহতালার অর্থাৎ মহান রাব্বুল আলামিনের হুকুম। এই পাঁচ ওয়াক্ত সালাত হলো ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। এই পাঁচবার আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আসলে এই সালাতই হলো বেহেশতের চাবি। আমাদেরকে বেহেস্তে যেতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। পবিত্র কোরআন শরীফে এ কথাই ব্যক্ত করা হয়েছে।

যেকোনো মমিন অবশ্যই সালাত আদায় না করলে বেহেশতে যেতে পারবেনা। সালাত একজন মুমিনকে অর্থাৎ বিশ্বাসী মুসলমানকে বন্ধ এবং গর্বিত কাজ থেকে অবশ্যই বিরত রাখে। এবং এই কথা আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে বলেছেন। আল্লাহতালা পবিত্র কুরআন শরীফে বলেন যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। (সূরা আল আনকাবুত আয়াত ৪৫)
সালাত অবশ্যই শরীয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। অর্থাৎ আপনি যদি মরণব্যাধি অথবা অসুস্থ হয়ে থাকেন আপনার জ্ঞান রয়েছে তাহলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে।

তবে সে সকল অসুস্থ ব্যক্তির জন্য সালাত তিনি যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আদায় করায় ফরজ তাকে তখন মসজিদে বা জামাতে গিয়ে নামাজ পড়তে হবে এমন কথা বলতে হবে না বা বলা যায় না। তবে আমাদের এই সালাতের ধর্মীয় গুরুত্ব রয়েছে অপরিসীম। ধর্মীয় গুরুত্ব দিক থেকে দেখলে অবশ্যই সালাত আদায় করা একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহর বান্দার জন্য অবশ্যই ফরজ।

একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম কারণ সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে থাকেন। এই সালাতের মাধ্যমে বান্দা তার পশুর সান্নিধ্য লাভ করতে পারে বান্দা তার উপাস্য আল্লাহতালাকে তার ফরিয়াদ সম্পর্কে অবগত করাতে পারেন। তার কাছে দুহাত তুলে তার মনের অপশক্তি তুলতে পারেন বলতে পারেন এবং যিনি একমাত্র এ সকল দুঃখ দুর্দশা লাঘবের বিষয়ে তিনি তা করে ফেলতে পারবেন।

এই কারণে ঈমান মজবুত হয় অর্থাৎ সালাতের কারণে ঈমান মজবুত হয় আত্মার পরিশুদ্ধ হয়। এজন্য মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেই বর্তমান বিজ্ঞানের সকল লোকজন বলে থাকেন। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে কিয়ামতের দিন ও সালাত তার জন্য নূর হবে।

একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বলেছিলেন যে যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোন লোক দৈনিক পাঁচবার ওই নদীতে গোসল করে তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকবে সাহাবীগণ অবশ্যই উত্তরে বলেছিলেন না হে আল্লাহর রাসূল তখন মহানবী বললেন পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তেমনি সালাত তার গুনাহ দূর করে দেয়।

তাহলে এখন আমরা দেখে নিতে পারি আসলে সালাত শব্দের অর্থ কি। আমরা জানি সালাত আরবি শব্দ এর ফারসি প্রতিশব্দ হলো নামাজ। সালাত বা নামাজের অর্থ দোয়া ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রশ্ন নিকট দোয়া করে দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাত বলা হয়। ইসলামের যে পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয় টি হল এই সালাত।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*